নিষেধাজ্ঞার বিরুদ্ধে হুয়াওয়ের বিজয়

সুইডেনের একটি আদালত দেশটির ফাইভজি নেটওয়ার্কে হুয়াওয়ের যন্ত্রাংশ ব্যবহারের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত স্থগিত করেছে। চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ের বিরুদ্ধে দায়ের করা মামলা বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্টকহোম প্রশাসনিক আদালতের এই সিদ্ধান্তের কারণে সোমবার সুইডেনের ডাক ও টেলিযোগাযোগ কর্তৃপক্ষ (পিটিএস) জানায়, তারা ফাইভজি নেটওয়ার্কের নিলাম স্থগিত করেছে।

জাতীয় নিরাপত্তা ঝুঁকির দাবি জানিয়ে হুয়াওয়ের যন্ত্রাংশ ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় সুইডেন৷ তবে, হুয়াওয়ের দাবি এটি ‘আইনগতভাবে ভিত্তিহীন, মৌলিক মানবাধিকারের লঙ্ঘন, ইউরোপীয় ইউনিয়নের মৌলিক আইনগত নীতিমালার লঙ্ঘন… তাই সুইডেনের এ নিরাপত্তা ঝুঁকির দাবি বিষয়গতভাবে দুর্বল।’

পিটিএস জানায়, তাদের গত ২০ অক্টোবরের নিষেধাজ্ঞাটি (যা চীনা প্রতিষ্ঠান জেডটিইকে ক্ষতিগ্রস্ত করেছে) নতুন আইনের সাথে সঙ্গতিপূর্ণ ‘যা নিশ্চিত করে যে, (ফাইভজি নেটওয়ার্ক) এ ব্যান্ডগুলোতে রেডিও সরঞ্জামের ব্যবহার সুইডেনের নিরাপত্তায় কোনরূপ প্রভাব ফেলবে না।’

আদালত পিটিএসকে তাদের যুক্তিগুলো জমা দেয়ার নির্দেশ দেন, যাতে করে তারা এ মামলাটির গুরুত্ব বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারে।

এসএইচ-২৭/১৪/২০ (প্রযুক্তি ডেস্ক)