মেসেঞ্জারের নতুন এফেক্ট ব্যবহার করা যাবে যেভাবে

সম্প্রতি ফেসবুকের মেসেঞ্জারে আরও নতুন নতুন ফিচার যোগ করা হয়েছে।

মূলত চ্যাটের সুবিধার জন্য বেশ কিছু নতুন এফেক্ট যোগ করা হয়েছে মেসেঞ্জারে।

নতুন এই এফেক্ট যোগ করার ফলে এখন থেকে যেকোনো বার্তার সঙ্গে জুড়ে দিতে পারবেন হার্ট সাইন, আগুন অথবা চাইলে দেওয়া যাবে উপহারের প্রতীক।

এসব এফেক্ট যুক্ত করতে চাইলে, প্রথমেই অ্যাপটি আপডেট করতে হবে।

অ্যাপ আপডেট করার পর যেভাবে এফেক্ট ব্যবহার করবেন-
* প্রথমে যে বার্তা পাঠাতে চান, তা টাইপ করুন।
* এবার বার্তা বাক্সের ডানদিকে স্টিকার বোতামে চাপুন।
* এরপর এফেক্টে চাপুন।
* ফায়ার, লাভ বা গিফট অ্যাফেক্ট নির্বাচন করুন। এবং সেন্ড বাটন চেপে বার্তাটি পাঠিয়ে দিন।

এসএইচ-২১/৩১/২০ (প্রযুক্তি ডেস্ক)