ওমিক্রনের প্রভাবে বন্ধ হয়ে গেছে অ্যাপল স্টোর

দিনকে দিন বেড়েই চলছে ওমিক্রনের সংক্রমণ। তারই আঁচ লেগেছে এখন টেকনোলজি খাতের জায়ান্ট প্রতিষ্ঠান অ্যাপলের শরীরে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের সূত্র মতে, কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তার কথা চিন্তা করে অ্যাপল তাদের ২০টি রিটেইল স্টোর সাময়িক সময়ের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

ইতোমধ্যে করোনার সময়ের সব ধরনের নিষেধাজ্ঞায় ফিরে যাচ্ছে পশ্চিমা কোম্পানিগুলো। সম্প্রতি অনির্দিষ্টকালের জন্য অফিসে ফেরা বন্ধ ঘোষণা করেছে অ্যাপল। এখন থেকে অ্যাপলের কর্মীরা হোম অফিসের মাধ্যমেই সার্বিক কর্মকান্ড পরিচালনা করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

স্টোর বন্ধের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনও অ্যাপল কোনো বক্তব্য না দিলেও, বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, করোনার বিস্তৃতির কথা চিন্তা করেই অ্যাপল এই সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়াও অনেকেই ইতোমধ্যে ওমিক্রনে আক্রান্ত হওয়ার ফলে কর্মী সংকটে ভুগছে অ্যাপল। এতে করে রিটেইল শপগুলোকে পরিচালনা করা কষ্টসাধ্য হয়ে উঠছে প্রতিষ্ঠানটির জন্য।

এসএইচ-৩০/২৯/২১ (প্রযুক্তি ডেস্ক)