‘নিউজ ফিড’ বাদ দিল ফেসবুক

জনপ্রিয় সামাজিকমাধ্যম ফেসবুক তাদের ‘নিউজ ফিড’ ফিচারটি বাদ দিয়েছে। এখন থেকে এ ফিচারটি শুধু ‘ফিড’ নামেই দেখা যাবে।

গত ১৫ ফেব্রুয়ারি ফেসবুক অ্যাপের অফিসিয়াল টুইটার বার্তায় এ ঘোষণা দেওয়া হয়।

ভার্জকে একটি ইমেলে ফেসবুক জানিয়েছে, ব্যবহারকারীরা তাদের ফিডে যেসব বৈচিত্র্যময় বিষয়বন্তু দেখেন তা আরও ভালোভাবে প্রতিফলন করার জন্য এটি একটি পরিবর্তন মাত্র। এটি অ্যাপের অভিজ্ঞতাকে বিস্তৃতভাবে প্রভাবিত ফেলবে না।

ফেসবুকে এ মাস পর্যন্ত প্রায় ২ দশমিক ৮৯ বিলিয়ন মাসিক সক্রিয় ব্যবহারকারীর রয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে কিশোরদের মানসিক স্বাস্থ্যের ওপর ফেসবুকের প্রভাব নিয়ে বেশ নজরদারিতে রয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। সেই সঙ্গে ইউরোপীয় ব্যবহারকারীদের তথ্য ব্যবস্থাপনা নিয়েও ইউরোপীয় ইউনিয়নের চাপের সম্মুখীন হয়েছে প্রতিষ্ঠানটি।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন এক আইন অনুসারে, যেসব প্রতিষ্ঠান ইইউ অন্তর্ভুক্ত দেশগুলোর ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে বা সেসব তথ্য জমা রেখে প্রসেস করে, সেগুলো ইউরোপীয় সার্ভারেই রাখতে হবে।

তবে ফেসবুক ও ইনস্টাগ্রাম তথ্য প্রসেস করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় সার্ভার ব্যবহার করে। এটি সামাজিকমাধ্যমগুলোকে কেন্দ্র করে গড়ে ওঠা ব্যবসার বিজ্ঞাপনের জন্য গুরুত্বপূর্ণ। এতে ইউরোপের দেশগুলোয় ফেসবুক ও ইনস্টাগ্রাম বন্ধের হুমকি দেয় মেটা।

এসএইচ-০৩/২০/২২ (প্রযুক্তি ডেস্ক)