পাকিস্তানি দলের অধিনায়ক মস্তিষ্কহীন!

রোববার ছিলো বিশ্বকাপের উত্তেজনাকর ভারত-পাকিস্তান ম্যাচ। ওল্ড ট্র্যাফোর্ডে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের বিরুদ্ধে ৮৯ রানে হেরে পরিসংখ্যান বদলাতে পারলো না পাকিস্তান।

এর আগে এগারো বিশ্বকাপ পর্যন্ত ছয়বার মুখোমুখি হয়েছিলো দুই দল। তার মধ্যে একটি ম্যাচও জিততে পারেনি পাকিস্তান। রোববার জিততে না পারায় ক্ষোভের আগুন জ্বলছে পাকিস্তানের ক্রিকেট অনুরাগীদের মধ্যে।

দলকে সমালোচনায় বিদ্ধ করতে ছাড়ছেন না সাবেক পাকিস্তানি ক্রিকেটাররাও।

ম্যাচ হারের পর পাকিস্তানের অধিনায়ক সরফরাজকে নজিরবিহীন আক্রমণ করে বসলেন পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার।

পাকিস্তানি দলনায়কের অধিনায়কত্বকে ‘মস্তিষ্কহীন’ বলে খোঁচা দিলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। একইসঙ্গে দেশের ক্রিকেট ম্যানেজমেন্টকে ‘অপদার্থ’ আখ্যা দিয়ে বিস্ফোরক আখতার।

এসএইচ-১১/১৭/১৯ (স্পোর্টস ডেস্ক)