রাজশাহীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

রাজশাহীর গোদাগাড়ীতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ৩টার দিকে জেলার উপজেলার মাটিকাটার মাছমারা বেনীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম দুরুল হুদা (৪০)। তিনি মাছমারা গ্রামেরই বাসিন্দা।

গোদাগাড়ীর মাটিকাটা ইউপির চেয়ারম্যান আলী আযম তৌহিদ বজ্রপাতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, জমিতে কাজ করছিলেন কৃষক দুরুল হুদা। এ সময় হালকা বৃষ্টির মধ্যে বজ্রপাত ঘটলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ঘটনাটি তিনি শুনেছেন। এ নিয়ে থানায় অপমৃত্যুর মামলা হবে।

বিএ-০৭/১৩-০৭ (নিজস্ব প্রতিবেদক)