বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের আবেদনের প্রেক্ষিতে শ্রীলংকান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউজের ‘টাইমড আউট’ বর্তমানে ক্রিকেটপাড়ার একটি আলোচিত ইস্যু। গত সোমবার সেই ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৩ উইকেটের জয় পায় বাংলাদেশ। তবে জয় ছাপিয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে যায় এই টাইমড আউট বিতর্কই।
ইতিহাসে প্রথমবারের মতো ‘টাইমড আউট’ হয়ে সংবাদমাধ্যমে এসে ক্ষোভ জানিয়েছিলেন ম্যাথিউস। সেদিনের পর থেকে বাংলাদেশের ওপর থেকে সম্মান উঠে যাওয়ার কথাও বলেন তিনি। তার ভাই ত্রেভান ম্যাথিউস তো হুমকিই দিয়ে বসেছেন, শ্রীলংকায় গেলে সাকিবকে পাথর মারা হবে।
আগামীকাল শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে খেলবে বাংলাদেশ। সেটি উপলক্ষে আয়োজিত আজ শুক্রবারে বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সংবাদ সম্মেলনেও উঠে আসে ‘টাইমড আউট’ প্রসঙ্গ। তবে পক্ষে-বিপক্ষে কোনো মত দেননি শ্রীলংকার সাবেক ক্রিকেটার হাথুরুসিংহে।
তিনি বলেন, ‘আমি যা-ই বলি না কেন, এ নিয়ে বিতর্ক খুব শিঘ্রই থামবে বলে আমার মনে হয় না। আমি শুধু একটা কথাই বলতে পারি, এটি আউটের একটি ধরন। খেলার নিয়মকানুনে সাম্প্রতিক সংযোজন এটি।’
এমন আউটের সিদ্ধান্ত আম্পায়ারের ওপর ছেড়ে দেওয়াই ভালো বলেও মনে করেন হাথুরুসিংহে। তিনি বলেন, ‘আমি জানি না, এটি থামবে কি না। তবে আমার পরামর্শ হলো, যা সিদ্ধান্ত নেওয়ার আম্পায়ারের হাতেই ছেড়ে দেওয়া উচিত। কারণ আইনে বলা আছে, এটি টাইমড আউট। ক্রিকেটারদের এখানে আবেদন করার কিছু আছে বলে আমার মনে হয় না।’
এসএইচ-০৬/১০/২৩ (স্পোর্টস ডেস্ক)