যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারপতি হলেন বাংলাদেশি নুসরাত

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম নারী ফেডারেল বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত জাহান চৌধুরী।

বৃহস্পতিবার এ তথ্যটি নিশ্চিত করেছে ইউএস সিভিল লির্বাটিজ অ্যান্ড মুসলিম অ্যাডভোকেসি গ্রুপ এসিএলইউ।

এক বিবৃতিতে জানানো হয়, নিয়োগ চূড়ান্তে বৃহস্পতিবার সিনেটে ভোটাভুটি হয়। সেখানে সবুজ সংকেত পান সংখ্যাগরিষ্ঠের সমর্থনে। খুব শিগগিরই নিউইয়র্কের ইস্টার্ন ডিসট্রিক্টের জেলা দায়রা আদালতে দায়িত্ব পালন শুরু করবেন নুসরাত।

২০২২ সালের জানুয়ারিতে বিচারপতি হিসেবে তাকে মনোনয়ন দেয় বাইডেন প্রশাসন। এরপরই মার্কিন সিভিল লির্বাটিজ, সোশ্যাল জাস্টিস এবং মুসলিম রাইটস গ্রুপগুলো নুসরাতকে ঢালাও সমর্থন জানায়।

এসিএলইউ নুসরাতের নিয়োগকে ঐতিহাসিক হিসেবে আখ্যা দিয়েছে। সংগঠনটির প্রত্যাশা, মুসলিমদের বিরুদ্ধে হওয়া বৈষম্য এবং হয়রানি বন্ধে কাজ করবেন তিনি।

এসএইচ-১০/১৬/২৩ (প্রবাস ডেস্ক)