দুপুর ১২:০৯
শুক্রবার
১৭ ই মে ২০২৪ ইংরেজি
৩ রা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
৯ ই জ্বিলকদ ১৪৪৫ হিজরী
spot_img

গায়ক ইলিয়াসের বিরুদ্ধে সুবাহকে নির্যাতনের প্রমাণ পেয়েছে পুলিশ

মডেল-অভিনেত্রী শাহ হুমাইরা হোসেন সুবাহকে নির্যাতনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় গায়ক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

মামলাটি বিচারের জন্য এরই মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। মামলার চার্জশিট গ্রহণের জন্য আগামী ২৭ এপ্রিল দিন ধার্য রয়েছে। বিষটি নিশ্চিত করেছেন সুবাহ আইনজীবী।

তবে সাক্ষী এবং তথ্য প্রমাণের অভাবে ইলিয়াসের বিরুদ্ধে ২০ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে চলে যাওয়ার বিষয়ে সুবাহার অভিযোগ প্রামাণিত হয়নি বলে উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে।

এর আগে গত ২২ মার্চ জামিন বাতিল করে ইলিয়াসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর ভারপ্রাপ্ত বিচারক জুলফিকার হায়াত।

গত ১ ডিসেম্বর বিয়ে করেন সংগীতশিল্পী ইলিয়াস ও সুবাহ। বিয়ের এক মাস না পেরুতেই তাদের সংসারে অশান্তি শুরু হয়। দুজনেই একে অপরকে দোষারোপ করে যাচ্ছেন।

এসএইচ-২৬/০৬/২২ (বিনোদন ডেস্ক)

বুয়েটে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষার তারিখ ঘোষণা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তির প্রাক-নির্বাচনী ও চূড়ান্ত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।

বুধবার উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদারের সভাপতিত্বে অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় ভর্তি পরীক্ষার এ তারিখ চূড়ান্ত করা হয়।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ৪ জুন বুয়েটের প্রাক-নির্বাচনী (প্রিলিমিনারি) এবং ১৮ জুন চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এসএইচ-২৫/০৬/২২ (শিক্ষা ডেস্ক)

বিশ্বের শীর্ষ ধনীর তালিকা প্রকাশ, বেজোসকে ছাড়িয়ে ইলন মাস্ক

ফোর্বস ম্যাগাজিন বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করেছে। গত চার বছর ধরে তালিকার শীর্ষে থাকা জেফ বেজোসকে পেছনে ফেলে তার স্থান দখল করেছেন টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।

রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত আন্তর্জাতিক টেলিভিশন নেটওয়ার্ক আরটি এ খবর জানিয়েছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) প্রকাশিত ফোর্বস ম্যাগাজিনের সর্বশেষ বিলিয়নিয়ার তালিকা অনুসারে, টেসলা এবং স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি।

ইলন মাস্ক প্রথমবারের মতো বিশ্বের বিলিয়নিয়ারদের তালিকার শীর্ষে অবস্থান করছেন।

চলতি বছরের ১১ মার্চ পর্যন্ত, ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ আনুমানিক ২১৯ বিলিয়ন ডলার ছিল। কারণ গত বছর বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেসলার শেয়ার দর ৩৩ শতাংশ বাড়ায় ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৬৮ বিলিয়ন ডলার বেড়েছে।

ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ জেফ বেজোসের তুলনায় ৪৮ বিলিয়ন ডলার বেশি। খুচরা জায়ান্ট অ্যামাজন এর শেয়ার ৩ শতাংশ কমে যাওয়ায় জেফ বেজোস চার বছরে প্রথমবারের মতো তালিকার দ্বিতীয় স্থানে নেমে এসেছেন। এছাড়া দাতব্য দান বাড়ানোর কারণে তার মোট সম্পদের পরিমাণ ৬ বিলিয়ন কমে গেছে।

এছাড়া ফরাসি বিলাস পণ্য ব্যবসায়ী বার্নার্ড আরনাল্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছেন। তার সম্পদের পরিমাণ আনুমানিক ১৫৮ বিলিয়ন ডলার। গত এক বছরে তার সম্পদের পাহাড়ে আরও ৮ বিলিয়ন ডলার যোগ হয়েছে।

ফোর্বসের তথ্য বলছে, বিশ্বের বিলিয়নিয়ারদের মোট আনুমানিক সম্পদের পরিমাণ ১২ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার। যা ২০২১ সালের তুলনায় ৪০০ বিলিয়ন ডলার কম।

পুরো তালিকায় মোট ২ হাজার ৬৬৮ জন ধনী ব্যক্তির স্থান হয়েছে। এর মধ্যে ৭৩৫ জন মার্কিন যুক্তরাষ্ট্রের এবং ৬০৭ জন চীনের নাগরিক। এছাড়া তালিকায় রাশিয়ান ধনকুবেরের সংখ্যা ৮৩ জন।

এসএইচ-২৪/০৬/২২ (আন্তর্জাতিক ডেস্ক)

বাজারে বিপাকে রোজাদাররা

রমজান শুরু হতে না হতেই কলকাতার বাজারে বেড়ে গেছে ফলের দাম। এতে ইফতারির জন্য ফল কিনতে হিমশিম খাচ্ছেন কলকাতার রোজাদাররা। হঠাৎ করেই ফলের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা।

গত সপ্তাহেও কলকাতার বাজারে দেশি আপেলের দাম ছিল কেজিপ্রতি ১৭০ রুপি, যা এখন ২২০ রুপিতে দাঁড়িয়েছে। নিউজিল্যান্ডের আপেল বিক্রি হচ্ছে ২৩০ রুপি ও চীনা আপেল বিক্রি হচ্ছে ২৫০-২৬০ রুপি প্রতি কেজি।

রমজান মাসে ফলের দামে আগুন লাগার কারণ হিসেবে ব্যবসায়ীরা পাইকারি বাজারে দাম বাড়াকে দায়ী করেছেন। তাদের বক্তব্য, আপেলের প্রতি পেটিতে ২০০-৩০০ রুপি দাম বেড়েছে। তাই পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় খুচরা দোকানদাররাও দাম বাড়াতে বাধ্য হচ্ছেন।

বাজার ঘুরে দেখা গেছে, শহরের বিভিন্ন এলাকায় একেকটি আনারস বিক্রি হচ্ছে ১৪০-১৫০ রুপিতে। গত সপ্তাহে যে মর্তমান কলা বিক্রি হচ্ছিল ছয় রুপিতে, রোজা শুরু হতেই তার দাম বেড়ে ১০ রুপিতে পৌঁছেছে। তরমুজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪০-৫০ রুপি।

আঙ্গুর, বেদানা, পাকা পেঁপে, মোসাম্বি লেবু, কমলালেবু–এক সপ্তাহের ব্যবধানে সব ফলেরই দাম বাড়তে দেখা গেছে।

অন্যদিকে গত সপ্তাহে যে শসা কেজিপ্রতি বিক্রি হচ্ছিল ৩০ রুপিতে, এ সপ্তাহে তার দাম দ্বিগুণ বেড়ে ৬০ রুপিতে পৌঁছেছে।

ফল কিনতে আসা ক্রেতারা ক্ষোভ জানিয়ে বলেন, গত ১০ দিনে নয়বার জ্বালানি তেলের দাম বাড়ানোয় বাজারে এমন দশা সৃষ্টি হয়েছে।

এসএইচ-২৩/০৬/২২ (আন্তর্জাতিক ডেস্ক)

দুর্দান্ত সেঞ্চুরিতে আইসিসি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ জয়ের

দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডেতে দারুণ সাফল্যের পর টেস্ট নিয়েও আশার প্রদীপ জ্বলছিল। কিন্তু ডারবানে ভুলে যাওয়ার মতোই এক টেস্ট খেলেছে বাংলাদেশ। ডারবানে বড় ব্যবধানে হারের সঙ্গে যোগ হয়েছে দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউট হওয়ার লজ্জাও।

তবে সব ছাপিয়ে সদ্যসমাপ্ত টেস্টে বড় অর্জন মাহমুদুল হাসান জয়ের অভিষেক সেঞ্চুরি। এক প্রান্তের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে ১৩৭ রানের মহাকাব্যিক এক ইনিংস খেলেন জয়।

এদিকে, আইসিসির সবশেষ টেস্ট র‌্যাঙ্কিং অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ ব্যাটিংয়ে প্রথমবারের মতো সেরা একশোতে জায়গা করে নিয়েছেন তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়। সেই ইনিংসের সুবাদে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ৩৭ ধাপ এগিয়েছেন জয়। ৩৭ ধাপ এগিয়ে ৪৭২ রেটিং নিয়ে ৬৬তম স্থানে উঠে এসেছেন টাইগার এ ওপেনার।

জয়ের এগিয়ে যাওয়ার দিনে পিছিয়েছেন বাংলাদেশের তিন ব্যাটার লিটন দাস, মুশফিকুর রহিম ও মুমিনুল হক। চার ধাপ পিছিয়ে ৬৬২ রেটিং নিয়ে ১৩ থেকে ১৭-তে রয়েছেন লিটন।

অন্যদিকে, ব্যাট হাতে ছন্দহীন মুশফিকুর রহিম বর্তমান র‍্যাঙ্কিং অনুযায়ী সাত ধাপ পিছিয়ে ৬০০ রেটিং নিয়ে র‍্যাঙ্কিংয়ের ২৮তম স্থানে রয়েছেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বড় অবদান ছিল টাইগার পেসার তাসকিন আহমেদের। সিরিজ নির্ধারণী খেলায় ম্যাচসেরা এবং সিরিজ সেরাও নির্বাচিত হন তাসকিন। ওয়ানডে বোলার র‌্যাঙ্কিংয়ে ১৫ ধাপ এগিয়ে ৩৩তম স্থানে উঠে এসেছেন তাসকিন। এ ছাড়া আরেক টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের অবস্থান ১৬তম।

এদিকে, তাসকিনের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে প্রভাব পড়েছে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের র‌্যাঙ্কিংয়েও। সেরা দশে জায়গা করে নিয়েছেন তিনি। তার অবস্থান এখন অষ্টম। এ ছাড়া আগে থেকেই সেরা দশে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। তার অবস্থান সপ্তম।

এ ছাড়া টিম টাইগার্সের ওয়ানডে ক্যাপ্টেন তামিম ইকবাল ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ বিশে জায়গা করে নিয়েছেন। আগের ২১তম অবস্থান থেকে এক ধাপ এগিয়ে এখন ২০তম স্থানে তিনি। মুশফিকুর রহিম চার ধাপ পিছিয়ে অবস্থান করছেন ১৭তম স্থানে। এ ছাড়া অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছেন সাকিব। এ তালিকার নবম স্থানে আছেন মেহেদী হাসান মিরাজ।

এসএইচ-২২/০৬/২২ (স্পোর্টস ডেস্ক)

টেলি সামাদকে হারানোর তিন বছর

নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের বিনোদন ও হাসিতে সারাক্ষণ মাতিয়ে রাখতেন সত্তর দশকের জনপ্রিয় অভিনেতা টেলি সামাদ। অসংখ্য চলচ্চিত্র ও নাটকে নানা ধরনের চরিত্রে তার দুর্দান্ত অভিনয় দর্শককে ভীষণভাবে ভাবিয়েছে। একসময় কৌতুক অভিনেতা বললেই চলে আসত তার নাম। সমানতালে অভিনয় করেছেন সিনেমায় রুপালি পর্দায়,পেয়েছেন প্রশংসা, ভালোবাসা। বাংলা সিনেমার ‘হাসির রাজা’ হিসেবে খ্যাতি পেয়েছেন প্রয়াত কিংবদন্তি টেলি সামাদ।

১৯৪৫ সালের ৮ জানুয়ারি মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেন টেলি সামাদ। ১৯৭৩ সালে পরিচালক নজরুল ইসলামের ‘কার বউ’ চলচ্চিত্রে তিনি প্রথম অভিনয় করেন। দর্শকদের কাছে টেলি সামাদ পরিচিতি পান আমজাদ হোসেনের ‘নয়নমণি’ সিনেমার মাধ্যমে। দীর্ঘ চল্লিশ বছরের ক্যারিয়ারে টেলি সামাদ অভিনয় করেছেন ছয় শতাধিক সিনেমায়। দর্শকদের কাছে ‘পায়ে চলার পথ’ ছবির মাধ্যমে সর্বাধিক জনপ্রিয়তা পান। অভিনয়ের বাইরে অর্ধশতাধিক চলচ্চিত্রে গানে কণ্ঠ দিয়েছেন এ অভিনেতা। টেলি সামাদ শেষ কাজ করেছেন অনিমেষ আইচের ‘জিরো ডিগ্রি’ সিনেমায়।

টেলি সামাদের প্রকৃত নাম আব্দুল সামাদ। ১৯৭৩ সালে ‘কার বউ’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি। ‘কার বউ’ তার অভিনীত প্রথম সিনেমা হলেও দর্শকদের কাছে টেলি সামাদ পরিচিতি পান আমজাদ হোসেনের ‘নয়নমণি’ সিনেমার মাধ্যমে। দীর্ঘ চল্লিশ বছরের ক্যারিয়ারে টেলি সামাদ অভিনয় করেছেন ছয় শতাধিক সিনেমায়।

একা থেকে কখন যে অসুস্থতা এভাবেই তার শরীরে বাসা বেঁধে ফেলল কেউ বুঝে উঠতে পারেনি। ২০১৯ সালের আজকের এ দিনে ৭৪ বছর বয়সে জগতের মায়া ছেড়ে চলে যান তিনি। পাঁচ বছরের বেশি সময় ধরে হৃদ্‌রোগসহ নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন টেলি সামাদ। প্রায়ই হাসপাতালে থাকতে হতো অভিনেতাকে।

সংস্কৃতিমনা টেলি সামাদ অভিনয়ের পাশাপাশি সংগীত-জগতেও তৈরি করেছিলেন নিজের জায়গা। পঞ্চাশটিরও বেশি চলচ্চিত্রে গান করেন টেলিসামাদ। তবে বাংলা চলচ্চিত্র জগতে এমন সুদূরপ্রসারী প্রভাব রাখা সত্ত্বেও তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি।

এসএইচ-২১/০৬/২২ (বিনোদন ডেস্ক)

সন্তানের সামনে মায়েদের ধর্ষণ-হত্যা করা হচ্ছে: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জাতিসংঘকে বলেছেন, সন্তানদের সামনেই নারীদের ধর্ষণ ও হত্যা করেছে রুশ বাহিনী। এ ব্যাপারে বিশ্বকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। খবর এবিসি নিউজের।

মঙ্গলবার  জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে ধরে এ আহ্বান জানান।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলেনস্কি জাতিসংঘের কূটনীতিকদের বলেন, বেসামরিকদের ওপর অত্যাচার করা হচ্ছে। তাদের মাথার পিছনে গুলি করা হচ্ছে। তাদের কূপে ফেলে দেওয়া হচ্ছে। তাদের অ্যাপার্টমেন্টে গ্রেনেড দিয়ে উড়িয়ে দেওয়া হচ্ছে। গাড়িতে থাকা অবস্থায় তাদের ট্যাংক দিয়ে পিষিয়ে হত্যা করা হচ্ছে।

তিনি আরও বলেন, রুশরা অঙ্গ-প্রত্যঙ্গ কেটেছে, গলা কেটেছে। নারীদের তাদের সন্তানদের সামনে ধর্ষণ ও হত্যা করেছে। অনেকের জিহ্বা কেটে দেওয়া হয়েছে, কেবল আগ্রাসীরা তাদের কাছে যা শুনতে চেয়েছিল তা শুনতে পারেনি বলে।

জেলেনস্কি বলেছেন, যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং যারা আদেশ দিয়েছে তাদের উভয়কেই যুদ্ধাপরাধের জন্য অবিলম্বে বিচারের মুখোমুখি করা উচিত।

ইউক্রেন-রাশিয়া সংকটে কয়েকদিন ধরে আলোচনায় আছে ইউক্রেনের বুচা শহরের নাম। শহরটি থেকে রুশ সেনা প্রত্যাহারের পর সেখানে শত শত বেসামরিক নাগরিকের মরদেহ পাওয়া গেছে।

ইউক্রেনের অভিযোগ, রাশিয়ার সামরিক বাহিনী গণহত্যা চালিয়েছে। এ হত্যাকাণ্ডের জন্য পশ্চিমা রাজনীতিবিদরাও রাশিয়াকে দায়ী করছেন। বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা এ হত্যাযজ্ঞের নিন্দা জানাতে শুরু করে।

তবে ওই শহরে যুদ্ধাপরাধের কথা অস্বীকার করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বুচা শহরের মেয়র আনাতোলি ফেদোরুক রুশ পররাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন তিনি যেন বুচা শহরে এসে সেখানকার পরিস্থিতি দেখেন। যারা নিহত হয়েছেন তাদের পরিবার, বাবা-মা, স্বামী-স্ত্রী বা সন্তান যারা এতিম হয়েছে তারা কেমন আছে, তা রুশ পররাষ্ট্রমন্ত্রীকে নিজের চোখে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে পশ্চিমা দেশগুলোর নেতারা একযোগে রাশিয়ার বিরুদ্ধে কূটনীতিকদের বহিষ্কার করা শুরু করেছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর পরপরই বুচায় পৌঁছে যায় রুশ বাহিনী। পাঁচ সপ্তাহের তুমুল লড়াইয়ের পর বুচা ছাড়ে রাশিয়ান সেনারা।

এসএইচ-২০/০৬/২২ (আন্তর্জাতিক ডেস্ক)

পদ্মা সেতু উন্মুক্ত হবে ডিসেম্বরে: প্রধানমন্ত্রী

২০২২ সালের শেষ নাগাদ পদ্মা সেতু চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার লক্ষ্যে দ্রুতগতিতে কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সংসদের বৈঠকে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তরে নওগাঁ-২ আসনের শহীদুজ্জমান সরকারের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। একই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বর্তমান সরকারের গৃহীত ১৭টি মেঘা প্রকল্পের বর্তমান অবস্থা ও অগ্রগতি বিস্তারিত তুলে ধরেন।

শহীদুজ্জমান সরকারের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সাহসী পদক্ষেপের অংশ হিসেবে সব বাধা বিপত্তি পেরিয়ে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য পদ্মা সেতু হতে যাচ্ছে ইতিহাসে সব চেয়ে বড় চ্যালেঞ্জিং প্রকল্পসমূহের একটি।

পদ্মা সেতু প্রকল্পের উভয় প্রান্তে অ্যাপ্রোচ রোড ও সার্ভিস এরিয়ার কাজ শতভাগ শেষ হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মূল সেতুর ভৌত অগ্রগতি ৯৬ দশমিক ৫০ শতাংশ। বর্তমানে সেতুতে কার্পেটিং, ভায়াডাক্ট কাপের্টিং, ওয়াটারপ্রুফ মেমব্রেন, মুল সেতু ও ভায়াডাক্টের মুভমেন্ট জয়েন্ট, ল্যাম্পপোস্ট, অ্যালুমিনিয়াম রেলিং, গ্যাসের পাইপলাইন, ৪০০ কেভিএ বিদ্যুৎ এবং রেললাইন নির্মাণের কাজ চলমান। ২০২২ সালের শেষ নাগাদ পদ্মা সেতু চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

পদ্মা সেতু প্রকল্পের সংশোধিত ব্যয় ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা বলে তিনি জানান।

এসএইচ-১৯/০৬/২২ (ন্যাশনাল ডেস্ক)

বাংলাদেশ দলে কে কলকাঠি নাড়ছেন

দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজে রূপকথা লেখার পর প্রথম টেস্টেই ভরাডুবি। অপেক্ষাকৃত দুর্বল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে সাদা পোশাকের বাংলাদেশ। এ ছাড়া নিজেদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর গড়ে পড়তে হয়েছে লজ্জায়। তবে ম্যাচের ফল ছাপিয়ে এখন আলোচনায় বাইশ গজের বাইরের নানা বিতর্ক।

ম্যাচ শেষ হওয়ার দুদিন পরও জোর কথা উঠছে অধিনায়ক মুমিনুল হকের টস সিদ্ধান্ত নিয়েও। টস জিতেও ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়ে টিম টাইগার্স অধিনায়ককে ধুয়ে দিচ্ছেন মিডিয়া থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষক কিংবা সমর্থকসহ সবাই।

দেশের একটি সংবাদমাধ্যম বাংলাদেশ দলের বিশ্বস্ত সূত্রের বরাতে দাবি করেছে, একজন সিনিয়র ক্রিকেটার পেছন থেকে কলকাঠি নাড়ছেন। তার কারণে দক্ষিণ আফ্রিকা সফরে থাকা দলের অভ্যন্তরে অস্বস্তি বাড়ছে। এরই মধ্যে অভিযোগ উঠেছে, কথিত ওই সিনিয়র ক্রিকেটারের প্রভাবে হেড কোচ রাসেল ডমিঙ্গো এবং অধিনায়ক মুমিনুল হক নিজেদের মতো করে স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। অথচ বেশির ভাগ ক্ষেত্রেই বলির পাঁঠা হতে হয় এক ডমিঙ্গো কিংবা মুমিনুলকে।

যদিও ডারবান টেস্টের সব ব্যর্থতার দায় নিজের ওপর নিয়েছেন মুমিনুল। কিন্তু দেশের ক্রিকেট পাড়ার খবর বলছে, প্রধান কোচ ডমিঙ্গো এবং পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের পরামর্শ ছিল, টস জিতলে আগে ব্যাটিং নেওয়ার। অধিনায়ক মুমিনুলেরও সমর্থন ছিল তাতে। কিন্তু ম্যাচের আগের দিনের টিম মিটিংয়ে দলের দুই সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল আর মুশফিকুর রহিম ভিন্ন মতপ্রকাশ করেন।

বিসিবির একটি সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি দাবি করেছে, দক্ষিণ আফ্রিকার বোলারদের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে চাননি তামিম-মুশফিকরা। যে কারণে টস জিতলেও শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনেরও এতে সমর্থন ছিল। যদিও ম্যাচ শেষে সব দায় নিজের ওপর নিয়েছেন মুমিনুল হক।

অনেক আগে থেকেই খবর, দেশের কথিত সিনিয়র ক্রিকেটাররা দলে স্বেচ্ছারিতা করেন। এমনকি দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া এক খেলোয়াড়ও নাম না প্রকাশ করার শর্তে বলেছেন, কিছু খেলোয়াড় দলটাকে পুতুল মনে করে। তারা যা চাইবে সেটিই এখানে শেষ কথা। মুমিনুল ভাই জুনিয়র এবং সহজ-সরল হওয়ায় কিছু করতে পারছেন না। সাকিব ভাই অধিনায়ক হলে এমনটা হতো না।

ডারবান টেস্টের আগের দিন টিম মিটিংয়ে টস নিয়ে সিদ্ধান্ত নিলেও ম্যাচের একাদশে ছিলেন না দেশসেরা ওপেনার তামিম ইকবাল। পেটের পীড়ার কারণে তাকে বাইরে রেখেই একাদশ ঘোষণা করা হয়। তবে একাদশে না থাকলেও ড্রেসিংরুমে সরব উপস্থিতি ছিল তামিমের। সবচেয়ে বেশি বিতর্ক হয়, যখন খেলা চলাকালে ড্রেসিংরুম থেকে মাঠে গিয়ে আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। এ সময় বেশ খানিকটা সময় তামিমের দিকে ক্যামেরা তাক করা ছিল। একাদশের বাইরের একজন খেলোয়াড়ের এভাবে মাঠে ঢুকে পড়া নিয়ে ধারাভাষ্যকাররাও বিরূপ মন্তব্য করেছেন।

তবে তামিমের ব্যাপারে দেশের গণমাধ্যমে খবর রটেছিল, আম্পায়ার এরাসমাসকে প্রচ্ছন্ন হুমকি দিয়েছিলেন তামিম। এ ছাড়া আম্পায়ারদের কিছু সিদ্ধান্তের ব্যাপারে নাকি আপত্তিও জানিয়েছিলেন। তবে আদতেই কি কথা হয়েছিল, তা নিয়ে কিছু জানা যায়নি। তবে এটা পরিষ্কার, দেশের মিডিয়ায় বারবার দল থেকে ভুল বার্তা দেওয়া হচ্ছে।

এসএইচ-১৮/০৬/২২ (স্পোর্টস ডেস্ক)

জেলা পরিষদ না রাখার পক্ষে সরব বিরোধীদলীয় এমপিরা

জেলা পরিষদের কোনো কর্মকাণ্ড নেই। এখানে জনগণের কোনো প্রতিনিধিত্ব নেই। জেলা পরিষদ দুর্নীতির একটা আখড়ায় পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপিদলীয় সংসদ সদস্য হারুনুর রশিদ।

বুধবার জাতীয় সংসদ অধিবেশনে জেলা পরিষদ সংশোধন বিল ২০২২ এর ওপর আলোচনায় অংশ নিয়ে এমন অভিযোগ করেন হারুনুর রশিদ। এ সময় তিনি বলেন, ‘যেখানে জনগণের প্রতিনিধিত্ব নেই সেখানে জেলা পরিষদের মতো অথর্ব প্রতিষ্ঠানের দরকার আছে বলে মনে করি না। জেলা পরিষদের নামে ঘরের মধ্যে ঘর করা কি দরকার?’

একই বিষয়ে সংসদে কথা বলেন জাতীয় পার্টির সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, ‘লোকাল গভর্মেন্ট অবশ্যই জনগণের নির্বাচিত প্রতিনিধিত্ব হতে হবে। এই বিলে অনেক সমস্যা আছে। এটি সম্পূর্ণ অসাংবিধানিক। পুরো আইনটি পুনর্গঠন দরকার। এটির জনমত যাচাই করা দরকার।’ ভোট না করে কেন প্রশাসক দিয়ে চালানো হবে- সেটাও জানতে চান তিনি।

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘বিলটি রাখার আদৌ কোনো প্রয়োজন নেই। এর কোনো কাজ নেই। জেলা পরিষদ চেয়ারম্যানের কোনো সম্মান নেই।’

এই এমপি বলেন, ‘চেয়ারম্যানের প্রাতিষ্ঠানিক অবস্থান কী, তিনি নিজেও জানেন না। তার কোনো মর্যাদা নেই। কে ক্ষমতাধর জেলা প্রশাসক, না জেলা পরিষদ চেয়ারম্যান, না উপজেলা নির্বাহী কর্মকর্তা? এটা সুনির্ধারিত না। তাই এটি একটি দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে।’

তবে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘স্থানীয় সরকারের প্রতিটি স্তরে লিঙ্কেজ রাখার জন্য এই আইনটি করা হচ্ছে। কারণ এই সংশোধনী বিলের মাধ্যমে ইউপি চেয়ারম্যানরা জেলা পরিষদের সদস্য হিসেবে হিসেবে তিনি নিজ ইউনিয়নকে সেখানে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন।’

এসএইচ-১৭/০৬/২২ (ন্যাশনাল ডেস্ক)