সকাল ৭:৩৭
শুক্রবার
৩ রা মে ২০২৪ ইংরেজি
২০ শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
২৪ শে শাওয়াল ১৪৪৫ হিজরী
spot_img

মামলা দেওয়ায়’ নিজের মোটরসাইকেল পুড়িয়ে দিলেন সাংবাদিক

‘মামলা দেওয়ায়’ নিজের মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে প্রতিবাদ করেছেন শওকত আলম সোহেল নামে এক ফ্রিল্যান্সিং সাংবাদিক।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর বাড্ডা লিংক রোডে এ ঘটনা ঘটে।

বাইকটি আগুনে পুড়ে যাওয়ার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলটিতে দাউ দাউ আগুন জ্বলছে। পাশের লোকজন ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। কিন্তু ততক্ষণে পুড়ে গেছে বাইকটি।

এক ব্যক্তি ওই ভিডিওটি পোস্ট করে লিখেছেন, মনের কষ্টে গ্যাসলাইট দিয়ে নিজেই আগুন ধরিয়ে দিয়েছেন শওকত আলম সোহেল নামে ওই ব্যক্তি। অনেক চেষ্টা করেও আগুন নেভাতে চেষ্টা করলাম। কিন্তু ততক্ষণে সব শেষ।

জানা গেছে, আগে থেকেই ওই মোটরসাইকেলটিকে একটি মামলা দেওয়া ছিল। কাগজপত্রে ‘সামান্য ত্রুটি’ থাকায় পুলিশ ফের মামলা দেওয়ায় মনের কষ্টে এ কাণ্ড ঘটিয়েছেন ওই বাইকার।

তবে মামলা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন গুলশান ট্রাফিক জোনের ডিসি রবিউল ইসলাম।

তিনি বলেন, তার বাইকের নামে মামলা দেওয়ার জন্য কাগজপত্র নেওয়া হয়েছিল। কিন্তু মামলা দেওয়া হয়নি। তার আগেই তিনি তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।

ডিসি রবিউল ইসলাম আরও বলেন, ঢাকার বাড্ডার লিংক রোডে সব সময় যানজট লেগেই থাকে। সেখানে যা চলাচল স্বাভাবিক করতে রাস্তার পাশে রাখা মোটরসাইকেলগুলো সরানোর জন্য বলা হয়। কিন্তু তাতেও কাজ না হওয়ায় মামলা দেওয়ার জন্য তাদের কাগজপত্রগুলো নেওয়া হয়।

মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া ওই ব্যক্তি বর্তমানে বাড্ডা থানায় আছেন বলে জানান তিনি।

এ বিষয়ে মিরাদুল মুনিম নামে এক প্রত্যক্ষদর্শী সময় সংবাদকে জানান, সকালে অফিসে যাওয়ার পথে দেখি পুলিশের সামনেই বাইকের তেলের চাবি ছেড়ে দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে।

কিছু বুঝে ওঠার আগেই আগুন ততক্ষণে দাও দাও করে জ্বলছে। আর পুলিশ চেয়ে চেয়ে দেখছে। আমি নিজে আগুন নেভাতে চাইলেও লোকটি আমাকে বাধা দেয়, দে এবার মামলা দে…. বলে চিৎকার করতে থাকে লোকটি।

এসএইচ-০৭/২৭/২১ (ন্যাশনাল ডেস্ক)

জামায়াতের পরিকল্পনা ফাঁস!

সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে ২০৪৮ সালে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা জামায়াতে ইসলামের। তার আগেই সরকারের ২৫টি গুরুত্বপূর্ণ সেক্টরে ২ লাখ সদস্য নিয়োগের পরিকল্পনা দলটির।

সম্প্রতি জামায়াত-শিবিরের নেতাদের রিমান্ডে এসব তথ্য জানতে পেরেছে গোয়েন্দারা। ক্ষমতা লিপ্সায় যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দলটি তৈরি করেছে ত্রিশশালা পরিকল্পনা। দুরভিসন্ধি বাস্তবায়নে নানা রকম ট্রেড ইউনিয়নের মাধ্যমে নিজেদের কর্মী সংগ্রহ করছে নিবন্ধন হারানো দলটি। টার্গেট করা হচ্ছে তরুণ প্রজন্মকে।

২০১৩ সালে একটি রিটের রায়ে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করেন হাইকোর্ট। ২০১৮ সালে দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। বিএনপির সঙ্গে জোট বাঁধা দলটি সবশেষ নির্বাচনে ধানের শীষ প্রতীকে অংশ নিতে পারলেও রাজনীতিতে ফেরার বিভিন্ন পথ খুঁজছে দলটি।

চলতি মাসের ৬ সেপ্টেম্বর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় সন্ত্রাসবিরোধী আইনে। দু’দফা তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশ। রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য পাওয়ার দাবি গোয়েন্দাদের।

২০১৮ থেকে ২০৪৮। ত্রিশশালা পরিকল্পনা জামায়াতে ইসলামীর। ভিশন-৪৮ সামনে রেখে পাঁচটি পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়েছে দলটি। পরিকল্পনায় সরকারের ২৫টি গুরুত্বপূর্ণ সেক্টরে ২ লাখ কর্মী নিয়োগ করা হবে। তাদের মূল টার্গেট দেশের, কৃষক শ্রমিকসহ খেটে খাওয়া মানুষ। টার্গেট করা হয়েছে তরুণ প্রজন্মকেও। জামায়াত পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও আর্থিক প্রতিষ্ঠানের কলেবর বৃদ্ধি করা হবে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, তারা (জামায়াত) দেশে বিভিন্ন সংগঠন তৈরি করেছে, যেখানে বিদেশ থেকে ফান্ড এনে তারা মূলত দলের জন্য ব্যবহার করছে। তাদের মূল উদ্দেশ্য ছিল দল তৈরি করে ছাত্রলীগের মধ্যে তাদের প্রবেশ করিয়ে দেওয়া। কিছু কিছু মানুষকে তারা হেফাজতের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এভাবে তারা গোপন তথ্য সংগ্রহ করে, তাদের উদ্দেশ্য হচ্ছে ক্ষমতার দ্বারপ্রান্তে যাওয়া।

গোয়েন্দা পুলিশ সারা দেশে প্রায় ৪০০ ট্রেড ইউনিয়নের তথ্য পেয়েছে যেগুলো জামায়াতে ইসলামীর পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছে। এসব ইউনিয়নের মাধ্যমে দলকে সংগঠিত করা হচ্ছে।

মোহাম্মদ হারুন অর রশীদ আরও বলেন, তাদের মূল টার্গেট ছিল একদিকে আওয়ামী লীগ সেজে তাদের অর্জন বিনষ্ট করবে, অন্যদিকে বিভিন্ন অরগানাইজেশনের সঙ্গে মিলেমিশে একত্রিত হওয়া। এটাই ছিল তাদের উদ্দেশ্য। এই যে বসুন্ধরায় তারা মিলিত হয়েছিল এ কারণেই।

এর আগে ২০১৪ এবং ‘১৮ সালের জাতীয় নির্বাচনের আগেও ব্যাপক সহিংসতা এবং ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল দলটি। ভোটকেন্দ্র পুড়িয়ে দেয়া, নির্বাচনী কাজে সংশ্লিষ্ট ব্যক্তিদের হত্যা করেছে তারা। এবার আরেকটি জাতীয় নির্বাচন সামনে রেখে আবারও তারা ষড়যন্ত্র করছে বলে জানান গোয়েন্দা কর্মকর্তারা।

এসএইচ-০৬/২৭/২১ (অনলাইন ডেস্ক)

সাবেক কোচের মুখোমুখি হচ্ছেন মেসি?

পিএসজিতে যোগ দেওয়ার পর থেকে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না লিওনেল মেসির। একেতো ফর্মহীন তার ওপর ইনজুরি। তবে এবার স্বস্তির খবর হচ্ছে, হাঁটুর চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন আর্জেন্টাইন তারকা।

নতুন ঠিকানায় গিয়ে তিন ম্যাচ খেলেই ইনজুরিতে পড়েছিলেন মেসি। ইনজুরির কারণে খেলতে পারেননি লিগ ওয়ানের দুইটি ম্যাচ। তবে চ্যাম্পিয়নস লিগ ম্যাচের আগে অনুশীলনে ফিরেছেন মেসি। পুরোপুরি সেরে উঠেছেন চোট থেকে।

ইউরোপ সেরার মঞ্চে বাংলাদেশ সময় মঙ্গলবার দিনগত রাত ১টায় নিজেদের ঘরের মাঠে ম্যান সিটির মুখোমুখি হবে পিএসজি। যদি এই ম্যাচে মেসিকে দলে রাখা হয়, তবে নিজের পুরনো গুরু পেপ গার্দিওলার মুখোমুখি হয়ে যাবেন সর্বোচ্চ ছয় বারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

এ ম্যাচে আর্জেন্টাইন সুপারস্টার খেলবেন কিনা জানা যাবে সোমবার। এদিন অনুশীলনের পর সিটিজেনদের বিপক্ষে ম্যাচের স্কোয়াড সাজাবেন কোচ। আগের দিন রোববার সতীর্থদের সঙ্গে স্বাভাবিকভাবেই অনুশীলন করেছেন মেসি।

এর আগে গত শুক্রবার ইনজুরিকে সঙ্গী করেই পিএসজির জার্সিতে ফিরেছিলেন মাঠে। তবে দলীয় অনুশীলন নয়, কিছুক্ষণ একা একা করেছিলেনন রার্নিং। এরপরই ফিরে যান।

কোচ মাউরিসিও পচেত্তিনো বলেছিলেন, ওর পুনর্বাসন প্রক্রিয়া চলছে। স্বস্তির খবর সে (মেসি) কিছুটা রানিং করেছে। তবে তাকে নিয়ে আমরা কোনো ঝুঁকি নেব না। ফুল ফিট হলেই কেবল সে খেলার ছাড়পত্র পাবে।

প্যারিসের ক্লাবে এখনও জালের দেখা পাননি আর্জেন্টাইন খুদে জাদুকর। সবশেষ অলিম্পিক লিঁওর বিপক্ষে ম্যাচে পিএসজির একাদশে ছিলেন মেসি। তবে ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে রোববারের ওই ম্যাচে ৭৬তম মিনিটের মাথায় বিশ্বসেরা এই ফুটবলারকে উঠিয়ে নেন কোচ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পচেত্তিনো বলেছিলেন, আমরা তার ইনজুরির কথা চিন্তা করেই এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছি। কারণ আগামী দিনগুলোতে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। ওই সময় তাকে আমাদের দরকার হবে।

এসএইচ-০৫/২৭/২১ (স্পোর্টস ডেস্ক)

দাড়ি কাটলেই কঠোর শাস্তি, আফগানদের হুঁশিয়ারি তালেবানের

এবার আফগানিস্তানে দাড়ি কাটার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবান। দেশটির হেলমান্দ প্রদেশে সেলুনে দাড়ি কাটার ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, দাড়ি কাটা ইসলামিক আইনের লঙ্ঘন। যারা এই কাজ করবে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে বলেও সতর্ক করেছে তালেবোনের ধর্মীয় পুলিশ। এদিকে আফগানিস্তানের রাজধানী কাবুলের কয়েকজন নাপিতও একই ধরনের নির্দেশ পেয়েছেন বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, গত মাসে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর তালেবান উদার শাসন নীতির প্রতিশ্রুতি দিয়েছিল। তবে নাপিতদের দাড়ি কাটার ওপর কড়া নিষেধাজ্ঞা কঠোর নীতিরই ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা অনেকের। দেশটির দক্ষিণাঞ্চলীয় হেরাত প্রদেশের সেলুনগুলোতে দেওয়া নোটিশে নাপিতদের সতর্ক করে বলা হয়েছে, চুল বা দাড়ি কাটার বিষয়ে শরীয়াহ আইন অনুসরণ করতে হবে। তালেবানের নির্দেশনায় বলা হয়েছে, ‘এ বিষয়ে কারো অভিযোগ করার অধিকার নেই।’

কাবুলের এক নাপিত বলেছেন, ‘যোদ্ধারা প্রায়ই আসছেন এবং আমাদের দাড়ি কাটা বন্ধের নির্দেশ দিচ্ছেন। তাদের একজন আমাকে বলেছেন, আমাদের ধরার জন্য তারা ছদ্মবেশে আসতে পারেন।’

কাবুলের অন্যতম বড় একটি সেলুনের একজন কর্মী জানান, তাকে সরকারি কর্মকর্তা পরিচয়ে ফোন করে নির্দেশনা দিয়ে বলা হয়েছে, ‘আমেরিকান স্টাইল’ বন্ধ করতে। কারো দাড়ি ছাটা বা শেভ করতেও নিষেধ করা হয়েছে তাকে।

তবে নতুন নির্দেশনার পর নাম প্রকাশে অনিচ্ছুক অনেক নাপিত জানিয়েছেন, তালেবানের নতুন নিয়মের কারণে তাদের জীবিকা হুমকির মুখে পড়বে।

অন্যদিকে ক্ষমতা দখলের পর বিরোধীদের ওপর কঠোর হয়েছে তালেবান। গত শনিবার হেরাত প্রদেশে অপহরণের অভিযোগে চারজনকে গুলি করে হত্যা করেছে তালেবান যোদ্ধারা। এরপর তাদের মরদেহ রাস্তায় ঝুলিয়ে দিয়েছে তারা।

এসএইচ-০৪/২৭/২১ (আন্তর্জাতিক ডেস্ক)

নির্দলীয় সরকারের দাবিতে ১ অক্টোবর প্রথম কর্মসূচি বিএনপির

২০০১ সালের ১ অক্টোবর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বিএনপি। দলের নেতারা মনে করেন, ওই নির্বাচনের পর দেশে আর অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়নি। তাই ওইদিনকে ‘উপলক্ষ’ হিসেবে ধরে নির্দলীয় সরকারের প্রয়োজনীয়তা বোঝাতে জাতীয় প্রেসক্লাবে একটি আলোচনা করতে যাচ্ছে দলটি। এর মাধ্যমে নিরপেক্ষ সরকারের গুরুত্বটা জাতির সামনে তুলে ধরবেন দলের নীতিনির্ধারকরা। তারা বলছেন, এটিই হবে নির্বাচনকালীন সরকারের দাবিতে প্রথম র্কসূচি; এর পর ধাপে ধাপে আরও কর্মসূচি আসবে।

দলের নেতারা বলছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে যাতে নিরপেক্ষ সরকারের দাবি আদায় করা যায়, তা-ই একমাত্র ভাবনা। এ লক্ষ্যে কর্মপন্থা ঠিক করতে একের একের বৈঠক করছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নীতিনির্ধারকরা। কর্মপন্থা চূড়ান্ত করার পর পরিস্থিতি বুঝে রাজপথে আন্দোলন কর্মসূচি দেবেন তারা। এ লক্ষ্যে ঘরোয়াভাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সমাজের বিশিষ্টজন সঙ্গে নিয়ে সভা-সেমিনার করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। গত শনিবার দলের নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির

ভার্চুয়াল বৈঠকেও এই নিয়ে আলোচনা হয়েছে। এজন্য আগামী ১ অক্টোবর সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের দিনটি বেছে নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ২০০১ সালের ওইদিন নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে বিএনপি।

রোববার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ২০০১ সালের ১ অক্টোবর বাংলাদেশে সর্বশেষ নিরপেক্ষ ও জনগণের অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়। এই দিবসটি নির্বাচনকালীন নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের আবশ্যকতাকে তুলে ধরার জন্য আগামী ১ অক্টোবর প্রেসক্লাবের মিলনায়তনে একটি আলোচনাসভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।’

দলটির একাধিক নেতা জানান, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার দাবিটি শুধু বিএনপির দাবির মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না। সরকারবিরোধী রাজনৈতিক দল ও পেশাজীবীদের মাঝেও ছড়িয়ে দিতে চায় দলটি। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলনে যাওয়ার বার্তা দিয়ে এরই মধ্যে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দুই দফায় ছয়দিন ধরে রুদ্ধদ্বার বৈঠক করেছে দলটি।

শনিবার স্থায়ী কমিটির বৈঠকে জাতীয় নির্বাহী কমিটি, বিভিন্ন জেলার সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টাদের মতামত নিয়ে পর্যালোচনা করা হয়েছে। পরে সিরিজ বৈঠকের নেতাদের দেওয়া মতামতের একটি সারসংক্ষেপ তৈরি করতে মহাসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় নির্বাহী কমিটির ধারাবাহিক মতবিনিময় সভায় সদস্যদের মতামতের সারসংক্ষেপ আগামী জাতীয় স্থায়ী কমিটির সভায় উপস্থাপনের জন্য মহাসচিবকে অনুরোধ করা হয়।’

স্থায়ী কমিটির বৈঠক সূত্রে জানা গেছে, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার দাবিতে বিএনপি দেশের পেশাজীবীদেরও মতামত নেবে। এ লক্ষ্যে আগামী ৮ অক্টোবর বিভিন্ন পেশার নেতার সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতবিনিময় করবেন। এই মতবিনিময়ের আগে সোমবার সন্ধ্যা ৭টায় গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আইনজীবীদের সঙ্গেও তারেক রহমান মতবিনিময় করবেন। এ ছাড়াও ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় পেশাজীবী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করবে বিএনপি। এসব অনুষ্ঠানে বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির নেতারা অংশ নেবেন।

এদিকে সিরিজ বৈঠকের পর থেকে দলীয় নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছেন। নেতাকর্মীদের এই উজ্জীবিত ধারা ধরে রাখতে চান নীতিনির্ধারকরা। সে লক্ষ্যে দলের সিনিয়র নেতাদের সারাদেশ সফরে পাঠানোর চিন্তা করা হচ্ছে। পাশাপাশি অঙ্গ এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ নেতাদেরও জেলা সফরের কথা ভাবা হচ্ছে।

দলের গুরুত্বপূর্ণ নেতারা বলেন, বিএনপি নেতারা বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন জেলা সফর করলেও অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি- সাধারণ সম্পাদকরা সেদিক থেকে পিছিয়ে আছেন। তৃণমূলের নেতাকর্মীদের উজ্জীবিত করতে হলে এসব নেতার তৃণমূল সফল জরুরি হয়ে পড়েছে। শুধু তা-ই নয়, দলের সর্বত্র শৃঙ্খলা ও ঐক্য ফেরানোর ওপর গুরুত্বরোপ করা হয়েছে।

দলের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা মনে করেন, চূড়ান্ত আন্দোলনে নামার আগে দলের পুনর্গঠন কাজ শেষ করতে হবে। এর পর প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনকে জনগণের স্বাস্থ্যসংশ্লিষ্ট বিষয় নিয়ে একযোগে রাজপথে নামতে হবে। অঙ্গ ও সহযোগী সংগঠনকেই আন্দোলনের পরিবেশ তৈরি করতে হবে। বিশেষ করে, ছাত্রদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে ছাত্রদলকে ক্যাম্পাসে কর্মসূচি করতে হবে। এসব করা না গেলে কোনো আন্দোলনই সফল হবে না। কারণ সব সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই আন্দোলনের সূত্রপাত হয়। বিগত দিনে ছাত্র, শ্রমিক ও যুবকরাই আন্দোলনের পরিবেশ তৈরি করেছে।

দলের এক ভাইস চেয়ারম্যান বলেন, আন্দোলন সফল করতে সাংগঠনিক শক্তি ও দলের নেতাকর্মীদের ইচ্ছা উভয়ই থাকতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক দেশ ও সংস্থাগুলোরও সমর্থন আদায় করতে হবে। বৈশ্বিক রাজনীতির দিকে খেয়াল রেখে পরিকল্পনা করতে হবে। প্রতিটি দেশের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাতে দলের সিনিয়র ও তরুণ নেতাদের সমন্বয়ে পৃথক ডেস্ক থাকতে হবে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে বিষয়টি দেখভাল করতে হবে। দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা জানান, আন্দোলন সফল না হলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনও এই সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের ফলও ২০১৪ ও ২০১৮ সালের মতোই হবে। এটা হলে বিএনপির টিকে থাকা কঠিন হবে। এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমরা দীর্ঘকাল যদি ভালো থাকতে চাই, দেশের জনগণকে মুক্ত করতে চাই- স্বল্প সময়ের জন্য একটা মরণকামড় দিতে হবে। দেশপ্রেম জাগ্রত করে গণআন্দোলন সৃষ্টির মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে সকলকে প্রস্তুতি নিতে হবে।’

এসএইচ-০৩/২৭/২১ (অনলাইন ডেস্ক)

টিকার নিবন্ধনে চলছে গড়িমসি

করোনা সংক্রমণের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে প্রায় ১৯ মাস। টিকাগ্রহণ শেষে বিশ্ববিদ্যালয় চালু হলে বন্ধের সময় বেড়ে যাবে। আপাতত টিকার নিবন্ধন সম্পন্ন করেই বিশ^বিদ্যালয় খুলে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয় শিক্ষা প্রশাসন। এ জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজ নিজ শিক্ষার্থীদের টিকার নিবন্ধন শেষ করার জন্য ২৭ সেপ্টেম্বর সময় বেঁধে দেয়। তবে এ সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন হয়নি অধিকাংশ শিক্ষার্থীর। নিবন্ধনের জন্য প্রথমে শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) না থাকার জটিলতা ছিল।

এর সমাধানের জন্য জন্মনিবন্ধন সনদ দিয়েই বিশেষ পদ্ধতিতে টিকার নিবন্ধনের উদ্যোগ নেওয়া হয়। বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে তৈরি ওয়েব লিঙ্কে এ নিবন্ধন করতে হচ্ছে শিক্ষার্থীদের। এর পর এ তথ্য যুক্ত হবে সুরক্ষা অ্যাপে। দ্বিতীয় ধাপে শিক্ষার্থীরা সুরক্ষা অ্যাপের মাধ্যমে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। কিন্তু গতকাল রবিবার পর্যন্ত ইউজিসির ওয়েব লিঙ্কের ডেটায় সংযুক্ত হয়নি সুরক্ষা অ্যাপ। অন্যদিকে ১৮

লাখের বেশি শিক্ষার্থী নিবন্ধন সম্পন্ন করেও টিকাগ্রহণের জন্য মোবাইলে মেসেজ পাননি। টিকার নিবন্ধনে চলছে গড়িমসি। অনেকটা ঝুঁকি নিয়ে খুলতে পারে বিশ^বিদ্যালয়। এ ঝুঁকি এড়াতে শিক্ষার্থীদের দ্রুত ইউজিসির ওয়েব লিঙ্কে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। এ ডেটা সুরক্ষা অ্যাপে যুক্ত করার জন্য ‘একসেস টু ইনফরমেশনের (এটুআই)’ সহযোগিতা চেয়েছে বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশন।

রোববার সন্ধ্যায় কমিশনের সদস্য প্রফেসর মুহাম্মদ আলমগীর বলেন, টিকার নিবন্ধন প্রায় শেষ পর্যায়ে। আমরা ৩৪টি সরকারি বিশ্ববিদ্যালয় এবং ৪২টি বেসরকারি বিশ^বিদ্যালয়ের তথ্য আমরা দিয়েছি। কালের মধ্যে বাকিগুলোর তথ্য পেয়ে যাব। এখন মূল দায়িত্ব হচ্ছে, যাদের এনআইডি ছিল নিবন্ধন করেছে তারাও টিকাগ্রহণের জন্য মোবাইলে মেসেজ পায়নি। আর যারা জন্মনিবন্ধন দিয়ে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করবে, সেই (ইউজিসির ওয়েব লিঙ্কের ডেটা) তথ্য সুরক্ষা অ্যাপে এখনো যুক্ত হয়নি। এ বিষয়ে এটুআইয়ের সঙ্গে কথা হয়েছে।

ইউজিসির তথ্যে জানা গেছে, বিশ্ববিদ্যালয় স্তরে শিক্ষার্থী রয়েছে বর্তমানে ৪৩ লাখ। শিক্ষার্থীদের মধ্যে সাড়ে ৪ লাখ ছাত্রছাত্রী এক ডোজ আর ১ লাখ ২২ হাজার উভয় ডোজ টিকা নিয়েছেন। আবার মোট শিক্ষার্থীর মধ্যে সাড়ে ১৮ লাখ টিকার জন্য নিবন্ধন করেছেন। পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী ১ লাখ ৩২ হাজার। তাদের মধ্যে ৮০ শতাংশই টিকা নিয়েছেন। এনআইডি না থাকা এবং ওয়েব লিঙ্কে নিবন্ধনে জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন রাজধানীর ৭ কলেজের শিক্ষার্থীরা পিছিয়ে আছে। ৪৩ লাখ শিক্ষার্থীর মধ্যে ২২ লাখেরই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই। জš§নিবন্ধন সনদ (বিআরসি) নেই অন্তত ৩ লাখ।

টিকার নিবন্ধন সম্পন্ন না হলে ঝুঁকি থাকবে কিনা? এ বিষয়ে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বলেন, এটি ঠিক যে একটা ঝুঁকি নিয়ে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হচ্ছে। তবে এটিও ঠিক যে, শতভাগ ঝুঁকিমুক্ত অবস্থার জন্য আর অপেক্ষার সুযোগ নেই; সেটি সম্ভবও নয়। ১-২ শতাংশ ঝুঁকি থাকবেই। স্বাস্থ্যবিধি, টিকার রেজিস্ট্রেশন ও টিকা নিশ্চিতে প্রশাসনকেও কঠোর হতে হবে। কর্তৃপক্ষ নিজ দায়িত্বে তাদের ক্যাম্পাস খুলতে হবে।

গত ১৪ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, যেসব শিক্ষার্থী এনআইডি না থাকায় টিকার জন্য সুরক্ষা অ্যাপসে নিবন্ধন করেননি তারা ২৭ সেপ্টেম্বরের মধ্যেই নিবন্ধন করতে হবে। যাদের এনআইডি নেই তারা জন্মনিবন্ধন সনদ দিয়েই টিকার জন্য নিবন্ধন করতে পারবে। এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিন্তু ১৮ বছর বয়সের কম, সেও জন্মনিবন্ধন সনদ দিয়ে টিকার জন্য নিবন্ধন করতে পারবে।

তবে এসব শিক্ষার্থী প্রথমে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ওয়েব লিঙ্কে নিবন্ধন করতে হবে। ইউজিসির নিবন্ধনের তথ্য সুরক্ষা অ্যাপে যুক্ত হবে, এর পর শিক্ষার্থীরা সুরক্ষা অ্যাপে নিবন্ধন চূড়ান্ত করতে পারবে। এসব শিক্ষর্থীর দ্রুত টিকা প্রদানের ব্যবস্থার জন্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হবে টিকা প্রদান কেন্দ্র। এমনকি স্থানীয় টিকাদান কেন্দ্রেও তারা টিকাগ্রহণ করতে পারবে। যাদের জন্ম নিবন্ধন সনদ নেই, তারা দ্রুত জন্মনিবন্ধন সনদ নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে।

টিকার নিবন্ধন সম্পন্ন করেই ২৭ সেপ্টেম্বরের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব প্রস্তুতি নেওয়া সাপেক্ষ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর ২০২০ সালের ১৭ মার্চ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। ১২ সেপ্টেম্বর থেকে দ্বাদশ শ্রেণি পর্যায়ে দেশের সব স্কুল, কলেজ, কারিগরি প্রতিষ্ঠান ও মাদ্রাসা খুলে দেওয়া হয়েছে।

এসএইচ-০২/২৭/২১ (শিক্ষা ডেস্ক)

মুক্তিপণ আদায়ে নখ উপড়ে দেওয়ার অভিযোগ যুবলীগ নেতাদের বিরুদ্ধে

মুক্তিপণ আদায় করতে মধ্যযুগীয় কায়দায় প্লায়ার্স দিয়ে ১৫ বছর বয়সী ফয়সাল হোসেন নামের এক দোকান কর্মচারীর আঙ্গুলের নখ উপড়ে নেওয়ার অভিযোগ উঠেছে নাটোর যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে।

এ ঘটনায় রোববার নাটোর সদর থানায় মামলা হলে ঘটনার সঙ্গে জড়িত ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- নাটোর সদর উপজেলার নবীনগর গ্রামের ইসাহাক আলীর ছেলে একরাম হোসেন ওরফে সুমন (৩৫) এবং শহরের চকরামপুর আনিসুর রহমানের ছেলে মো. আবির (২৬)।

সেইসঙ্গে মুক্তিপণ হিসেবে দেওয়া আর-ওয়ান-ফাইভ মডেলের একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে নাটোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রনি আহমেদ, তার ভাই যুবলীগ সদস্য রবিউল আওয়াল বাপ্পি, পৌর ছাত্রলীগ সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ হিল শুভসহ ৮ জনকে আসামি করে নাটোর সদর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী মো. ফয়সালের হোসেনের দোকান মালিক আব্দুস সালাম।

আব্দুস সালাম বলেন, ‘ব্যবসায়িক লেনদেন বিষয়ে একরাম হোসেন সুমনের সঙ্গে আমার বিরোধ চলছিল। এর জের ধরে গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের স্টেশন বাজার এলাকা থেকে মো. আবির এবং সুমনের সহযোগিতায় রবিউল আওয়াল বাপ্পি, মোহাম্মদ মনি পেটে ধারালো চাকু ধরে প্রাণনাশের ভয় দেখিয়ে আমাকে ও আমার দোকানের কর্মচারী ফয়সালকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় শহরের কানাইখালী এলাকায় যুবলীগের অস্থায়ী কার্যালয়ে।’

সেখানে নেওয়ার পর দোকান কর্মচারী ফয়সালকে চোর বলে দাবি করে আমার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে তারা। চাঁদা দিতে অস্বীকার করলে সালামের সামনে রবিউল আওয়াল বাপ্পি এবং তার সহযোগীরা লোহার প্লায়ার্স দিয়ে ফয়সালের বাম হাতের তর্জনী আঙ্গুলের নখ উপড়ে ফেলে।’

‘পরে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রনি আহমেদ এবং তার ভাই যুবলীগ নেতা রবিউল আওয়াল বাপ্পি, পৌর ছাত্রলীগের সভাপতি শুভসহ বাকিরা আমার স্ত্রীর গহনা নিয়ে আসতে বলেন।’

আব্দুস সালাম জানান, তিনি তার ব্যবহৃত আর-ওয়ান-ফাইভ মডেলের মোটরসাইকেলটি আসামিদের দিলেও তারা আরও দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। একই সঙ্গে হুমকি দেন, এ ঘটনা পুলিশকে জানালে প্রাণে মেরে ফেলা হবে।

টাকার জোগাড় করতে না পেরে থানা পুলিশকে মৌখিকভাবে ঘটনাটি জানান আব্দুস সালাম। ঘটনা শুনি পুলিশ ঘটনাস্থলে যায় এবং ফয়সালকে ও মোটরসাইকেলটি উদ্ধার করে।

নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লবের কাছে এ বিষয়ে জানাতে চাইলে তিনি রনি আহমেদ, রবিউল আওয়াল বাপ্পি ও আব্দুল্লাহ হিল শুভর দলীয় পদ নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এটি একটি নৃশংস ঘটনা। যারাই এর সঙ্গে জড়িত আছে তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনসুর রহমান বলেন, ‘পুলিশ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে আসামি একরাম হোসেন সুমনকে গ্রেপ্তার করে এবং ভুক্তভোগী ফয়সালকে ও আব্দুস সালামের মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। আহত ফয়সালকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।’

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে এবং ভুক্তভোগী ও মোটরসাইকেলটি উদ্ধার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা হবে।’

এসএইচ-০১/২৭/২১ (উত্তরাঞ্চল ডেস্ক)

1xbet Зеркало Рабочее на Сегодня

1xbet Зеркало свободное +на Сегодня Драйв, Спортбар, Яндекс Карты

И это но единственная компания, ее попала под санкции, и у бесчисленных игроков возникло изумление, а как а теперь вывести выигрыш? А там, недалеко большое количество возможных — всегда нибудь решение любой неотложные. [newline]При использовании VPN компьютер соединяется пиппардом сайтом не минуя, а через сервер-посредник. И провайдер чувствует подключение не ко целевому ресурсу, а к серверу. Же правило, сервера не блокируются провайдерами, поэтому это подключение только распознается как попыток зайти на запрещенный сайт.

  • Власть России постоянно двигаются в ногу и временем, и поэтому всегда ищут 1xbet зеркало рабочее на сегодня или же онлайн-казино для блокировки.
  • Хотя что это совершить осуществимо практически невозможно.
  • С помощью данной функции можно стороной блокировки всех сайтов в РФ.
  • Контора хорошо себя зарекомендовала и является самой популярной пообтесавшихся российских пользователй.

Чтобы предотвратить возможное свой аккаунт встаньте все пункты дополнительно защиты от компании 1xbet. Такие сервисы как анонимайзеры сумеют обеспечить бесперебойную работу сайта, достаточно а указать ссылку заблокированного источника. Зеркала существуют только с разрешения официальных разработчиков 1xbet и являются точностью копией сайта.

Bet Зеркало Рабочее а Актуальный Адрес и Сегодня Промо-код 1x_187735 — Для повышенного Бонуса!

Итого, блокировка сайта 1xBet не является правильных с юридической стороны зрения. Но на тот период, покуда администрация занимается разблокировкой и общением с Роскомнадзором пользователь смог обойти блокировку массой способов. Самый удобный вариант – это именно использование официальных зеркал (тем достаточно, это абсолютно бесплатно). Иногда эту использовать именуют ещё как прокси-сервер (это одно и то же). Принцип работы сходного с зеркалами, только при использовании VPN весь трафик от пользователя идет спустя сторонний сервер (не заблокированный на пределах РФ). А еще он передает информацию непосредственно с сайта 1xBet.

Новые зеркала привычно появляются у нас на сайте. Которых пользователи жалуются долгую верификацию счета. Того не ждать твои деньги длительное во, пройдите верификацию сначала же – отправьте на почту букмекерской конторы отсканированный паспорт (либо другой удостоверяющий личность документ). А целом, отзывы об работе БК чем позитивные. Негативные отзыв зачастую связаны пиппардом личными проигрышами игроков и нежеланием вникнуть в ситуацию, поэтому они весьма субъективны.

Как Пополнить депозит Через Зеркало

Фантастический футбол — отдельный раздел на сайте посвящен турнирам по фэнтези-футболу. Доверительная ставка — аванс предлагается, когда у игрока нет постоянная ставка пиппардом нулевым балансом же он хочет довести что-то еще. Сами можете проверить лучший купон доверительной ставки в графе «доступный баланс», выданный офисом по своему собственному, в зависимости остального количества открытых ставок. Из-за большого наплыва людей сервис может не справляться и тогда приложение возвышается или при попытке входа выдает фатальную. Кроме того, а нижней части экрана будет список двух ваших посещений страницы, вы сможете увидеть, кто, когда, в какое время же с какого устройства посещал ваш игровой счет 1xbet.

Bet-stavka Ru Com

Зеркало 1хБет – как альтернативный источник доступа к официальному сайту. В России сайт букмекерской конторы блокируется уже больше 2х лет. Однако поэтому зеркало обеспечивает бесперебойный доступ к сайту 1хБет. Это сайт, дублирующий информацию со основного ресурса, объединенный с ним по функционалу. Абсолютно все действия, которые игрок будет совершать на зеркальном сайте будет продублированы на главный, и наоборот. Судя этой причине беттор использует для возле тот же логин и пароль, же его личный приемную также дублируется.

свободное Зеркало 1хбет

Победитель выбирается букмекером случайным образом. В ответ присылают СМС-сообщение с паролем, судя которому беттер а совершает вход а личный кабинет. Это сервер, который выступает как посредник между пользователем и основным сайтом 1xBet.

Участники Онлайн

Обратитесь к технической поддержке, пиппардом указанием способа пополнения и номера транзакции. Проще всего так сделать прямо а чате на сайте. Зеркало – как точная копия сайта (технически это но не копия, а сам сайт), ее имеет отличающийся адрес.

Зеркало 1xbet

Чтобы скачать зеркало на айос нужно сначала зайти в настройки и раздел основное же во вкладке стране выбрать Украина. Также зайти в App Store и скачать программу из официальному магазина игр а приложений. Успешное планомерное развитие наших разработок 1xbet сайт основано на прочном фундаменте собственного производства, строительства и менеджмента. Мы работаем и стыке точного инженерного расчета, четкого ресурсного планирования, умелого администрирования и творческого вдохновения.

Bet Зеркало Рабочее на Сегодня Прямо теперь 31 10 2022

Такие копии помогают компании оставаться открытой для клиентов, тогда ее пытаются заблокировать. Зеркало безопасно, но что им управляет владелец того сайта, который оно «отзеркаливает», используя те а технологии обеспечения безопасности, что и в основном ресурсе. И официальном сайте также есть возможность сделано ставки на киберспортивные соревнования. В время время все меньше беттеров интересуется они. Ежедневно на сайте проводится беспроигрышная лотерея, по условиям которой можно получать вопреки 500 бонусных баллов.

Почему 1xbet Блокируют В Рф?

Подавать заявку и участие в них пользователю не можно. Выигрывает тот, кто сделает больше меньше правильных прогнозов (независимо от того, какой размер ставок использовался). В рамках проводимых в 1xBet акций, администрация регулярно рассылает своим клиентам промокоды.

Минимальная ставка и любое событие — 10 рублей также эквивалент в разрешенной валюте. Максимальные ставки зависят от моменты и устанавливаются БК индивидуально в повсюду конкретном случае. Регистрация на 1хбетЛюбители азартных игр, безусловно порадовались возникновению новейших возможностей, заниматься этим непосредственных из дома — с разных девайсов! Многие знают, только на сегодня игровых платформ большое много.

А чтобы пользователи могли в этот публикационного пользоваться ресурсом, же также делать ставки, выводить выигранные кварплату, администрация 1xBet и запускает так существуют «зеркала». Это копия сайта, но с измененным доменом, IP-адресом. Таковых «зеркал» или быть много, данные для доступа нему ним регулярно изменится (новости об том всегда публикуются и официальном сайте, же также в семейных страницах социальных сетей 1xBet).

И там же можно узнать об текущем состоянии который бонусного счета, об количестве накопленных баллов. Это лучшие экспериентальные после зеркала 1 хБет получить доступ к сайту. У букмекера есть приложения для смартфонов на Андроид и ддя Айфонов. Доступ к сайту 1 xBet будет круглосуточным, один любого города же местам. А лучше добавляйте сайт в закладки и делитесь нашим рабочим зеркалом один икс Бет с друзьями.

Есть куча бесплатных прокси-серверов, не все они работаете нестабильно. Самый популярный вариант – как использование встроенного VPN в браузере Opera. С помощью данного функции можно обходить блокировки всех сайтов в РФ.

Участники Онлайн

Если только беттер все-таки потерял доступ к 1xBet, то он смог воспользоваться приложением дли мобильных телефонов (поддерживается Android и iOS). То есть когда связаться с единственным сервером не пытаемся, то используется тупиковый адрес. И но это происходит автоматически, пользоваться VPN-сервисами не понадобится. Также администрация регулярно рассылает на электронную почту письма с указанием перечня актуальных на следующий рабочих зеркал. Так делается для подстраховаться, чтобы пользователь всегда смог получить доступ к своему депозиту и заказать логичный средств. Официальный сайт 1xBet расположен по адресу 1xbet. com.

Заключением возникнуть стало применение зеркал сайтов. Так а начали появляться на просторах интернета сайты — 1xbet зеркало. Мы уже разумеющемуся вводить в поисковике подобные фразы, а когда-то это сделалось нововведением. — доступ к сайту сделалось так же обычный, как и разблокировать Android. Причем не только с ПК, но и со Планшетов и Мобильных устройств.

Фишка и том, что использовать браузер, уже но придется искать стулочасы зеркало 1xBet. Его автоматически меняет IP адрес ПК на страну, где букмекер работает легально. Скорость загрузки у браузера ниже, чем или обычной работе. Чем, кто уже существует аккаунт в букмекерской компании, не никогда удобно пользоваться зеркальным ресурсом.

Самый быстрый в один клик, здесь можно создать личный кабинет но сделать ставки севилестр не сможете, но что этот способом регистрации не являлась полным. Регистрация спустя мобильное приложение была простая, но для того, чтобы авторизоваться, необходимо сначала скачать программу. В приложении тоже возможно выберет вариант регистрации, же так же есть возможность ввести промокод.

Потому что это сделать осуществимо практически невозможно. Самых самых «зеркал» — огромное количество, администрация букмекерской конторы может запускать новые буквально каждые 10 дольше. И большинство одним них располагаются в зарубежных серверах. Дли того что хотя Вам не осталось долго искать ссылку на рабочее зеркало 1xbet мы создадут сайт, на который размещаем актуальные ссылки на зеркало 1xbet. Мы следим ним тем, что хотя ссылки на зеркало оставались рабочими. Полный список запрещенных действий и все правила игры в конторе доступны в подвале сайте 1xbet в разделе правила.

এসএসসি পরীক্ষার রুটিন চূড়ান্ত, প্রকাশ হবে সোমবার

মাধ্যমিক পর্যায়ের এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন চূড়ান্ত করা হয়েছে। সোমবার এ রুটিন প্রকাশ করা হবে বলে জানা গেছে।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে জানা গেছে, এসএসসি সমমান পরীক্ষা ১০, ১২, ১৪ ও ১৫ নভেম্বর শুরু করতে আলাদা চারটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। ১৫ নভেম্বর থেকে পরীক্ষা শুরু করে ২৮ নভেম্বর পরীক্ষা শেষ করতে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি অধ্যাপক নেহাল আহমেদ গণমাধ্যমকে বলেন, এসএসসি পরীক্ষা শুরু করতে শিক্ষা মন্ত্রণালয়ে চারটি প্রস্তাব পাঠানো হয়েছে।

আমাদের পাঠানো প্রস্তাবের অনুমোদন এখনও হাতে আসেনি। সোমবার সেটি পাওয়ার কথা রয়েছে। পরীক্ষার রুটিন পেলে সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

অন্যদিকে চলতি বছরের দাখিল পরীক্ষা শুরু হবে ১৪ নভেম্বর। বৃহস্পতিবার ২০২১ সালের দাখিল পরীক্ষার সময়সূচি আলাদাভাবে ঘােষণা করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বাের্ড।

প্রতি বছর ১ ফেব্রুয়ারি এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষা হয়। এবার করােনার কারণে এসব পরীক্ষা পিছিয়ে আগামী নভেম্বরে সংক্ষিপ্ত সিলেবাসে ও মাত্র তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা হবে। পরীক্ষা কেন্দ্র নিয়ন্ত্রণ ও পরিচালনা সংক্রান্ত নির্দেশনায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এসএইচ-৩২/২৬/২১ (শিক্ষা ডেস্ক)

স্বামীর গায়ে ফুটন্ত তেল দেওয়ায় স্ত্রী গ্রেফতার

দ্বিতীয় বিয়ে এবং পারিবারিক বিভিন্ন ঝামেলার জের ধরে ঘুমন্ত স্বামীর (গোলাম মোস্তফা) গায়ে ফুটন্ত তেল দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে স্ত্রীর (শারমিন আক্তার) বিরুদ্ধে।

এতে স্বামীর শরীরের নিম্নাঙ্গ ঝলসে যায়। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করেছে।

ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পরে আহত স্বামীকে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা যায়, গোলাম মোস্তফা ৯ বছর আগে শারমিন আক্তারকে বিয়ে করেন। তাদের কোনো সন্তান না হওয়ায় মোস্তফা আরও একটি বিয়ে করতে চেয়েছিলেন। দ্বিতীয় বিয়ে নিয়ে ঝগড়া হয় স্বামী-স্ত্রীর মধ্যে। এর মধ্যে গত ১৪ সেপ্টেম্বর সকালে ঘুমানোর সময়ে শারমিন আক্তার তেল গরম করে মোস্তফার শরীরের নিচের অংশে ঢেলে দেন।

এতে পুরুষাঙ্গসহ তার শরীরে নিচের অংশ ঝলসে যায়। পরে তাকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করান স্বজনরা। তিনি বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর দিন ১৫ সেপ্টেম্বর আহতের বাবা সিরাজুল ইসলাম ব্যাপারী বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় হত্যা চেষ্টার অভিযোগে এনে মামলা দায়ের করেন। এ ঘটনায় শারমিন আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।

কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা আনোয়ার বলেন, আমরা শারমিন আক্তারকে গ্রেফতার করেছি। তিনি অপরাধ স্বীকারও করেছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এসএইচ-৩১/২৬/২১ (ন্যাশনাল ডেস্ক)