সকাল ৯:৫২
বৃহস্পতিবার
৯ ই মে ২০২৪ ইংরেজি
২৬ শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
১ লা জ্বিলকদ ১৪৪৫ হিজরী
spot_img

রাতে ‘প্রেমিকার’ সঙ্গে দেখা করতে গিয়ে আ’লীগ নেতা ধরা

আজম আলী, রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বয়স গড়িয়েছে ৫৮ বছরে। তবুও করেননি বিয়ে।

তবে মঙ্গলবার রাতে মধ্যবয়সী এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন তিনি। পরে গ্রামবাসীর চাপে বাধ্য হন বিয়ের পিঁড়িতে বসতে।

বুধবার বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন ইউসুফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শফিউল আলম রতন।

তবে ঘরে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, আজম আলী অনেক বয়স হওয়ার পরও বিয়ে করছিলো না। এদিকে ওই নারীর সঙ্গে তার ভালো সম্পর্ক ছিলো। তিনিও বিধবা ছিলেন। আর তাই দুই পরিবারের মধ্যে আলাপ-আলোচনা করেই মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তাদের বিয়ে হয়। এখানে কোনো প্রকার আপত্তিকর কিছুই ঘটেনি বা কাউকে চাপ প্রয়োগ করা হয়নি।

তবে স্থানীয়দের কাছে খোঁজ নিয়ে জানা গেছে, দুবছর আগে ওই নারী একটি জমি বিক্রয় করেন আজম আলীর কাছে। এ থেকেই তাদের মধ্যে পরিচয় ও সম্পর্কের সূত্রপাত। এ সম্পর্কের টানে মঙ্গলবার রাতে মধ্যবয়সী নারীর বাড়িতে যান আওয়ামী লীগ নেতা আজম।

বিষয়টি গ্রামবাসী জানতে পারলে তাকে হাতে-নাতে ধরেন। পরবর্তীতে উভয়ের সঙ্গে আলাপ-আলোচনা সাপেক্ষে কাজি ডেকে তাদের বিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে কাজী আবুল বাশার বলেন, ঘটনাটি আমার বাড়ির পাশেই ঘটেছে। লোকজন জানাজানি হলে আমাকে খবর দেয়। সাড়ের ১০টার দিকে সাড়ে ৬ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ের রেজিস্ট্রি করা হয়। তবে শুনেছি তাদের মধ্যে অনেক আগে থেকেই একটি সম্পর্ক ছিল।

এসএইচ-০৭/২৯/২১ (নিজস্ব প্রতিবেদক)

পরীমনির রিমান্ড: দুই বিচারককে আবারও ব্যাখ্যা দেওয়ার নির্দেশ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনির বারবার রিমান্ডে নেওয়ার বিষয়ে দুই বিচারক ও তদন্ত কর্মকর্তার ব্যাখ্যা সন্তোষজনক নয় উল্লেখ করে ২৪ অক্টোবরের মধ্যে তাদের আবারও আদালতে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি এ বিষয়ে ওই দিন পরবর্তী শুনানির দিন ধার্য রেখেছেন আদালত।

বুধবার এ বিষয়ে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের কাজলের ভার্চুয়াল বেঞ্চে শুনানি হয়। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

আদালতে আজ আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না। সঙ্গে ছিলেন সৈয়দা নাসরিন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবু ইয়াহিয়া দুলাল ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান।

আইনজীবীরা জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় করা মামলায় চিত্রনায়িকা পরীমনির দ্বিতীয় ও তৃতীয় দফার রিমান্ড মঞ্জুরের বিষয়ে দুই বিচারককে আবারও ব্যাখ্যা দিতে বলেছেন হাইকোর্ট।

এ বিষয়ে গত ১৫ সেপ্টেম্বর দুই বিচারক যে লিখিত ব্যাখ্যা দিয়েছিলেন তাতে সন্তুষ্ট নন বলে ওই দিনই জানিয়েছিলেন হাইকোর্ট। আজ নির্ধারিত দিনে আবারও বিষয়টি নিয়ে শুনানি শুরু হলে নিম্ন আদালতের বিচারকের পক্ষের আইনজীবী আবদুল আলীম মিয়া জুয়েল আদালতকে বলেন, ‘মাই লর্ড কী কারণে ওনারা (রিমান্ড) দিয়েছেন তা বলেছেন।

সেসময় অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন হাইকোর্টকে বলেন, ‘মাই লর্ড ওনারা ইয়াং অফিসার। ঠিকমতো হয়তো ব্যাখ্যাটা দিতে পারেননি। আর ওনারা ক্ষমাও চেয়েছেন।’

তখন আদালত বলেন, ‘আচ্ছা তাহলে আবার তারা ব্যাখ্যা দিক। আমরা পরবর্তী শুনানির জন্য ২৪ অক্টোবর দিন রাখছি।’

রিমান্ড মঞ্জুরের কারণ উল্লেখ করে গত ১৫ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলামের

দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট হননি হাইকোর্ট। আদালত বলেছিলেন, ‘ত্রুটি হয়েছে যে তা ম্যাজিস্ট্রেট বিশ্বাস করেন না। হাইকোর্টকে আন্ডারমাইন করা হয়েছে।’

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের মাধ্যমে বিচারকদের লিখিত ব্যাখ্যা আগের দিন ১৪ সেপ্টেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে জমা দেওয়া হয়। পরের দিন হাইকোর্টে তাদের লিখিত ব্যাখ্যা উপস্থাপন করা হয়। এরপর আদালত আজ পরবর্তী আদেশের দিন ধার্য করেছিলেন।

গত ৪ আগস্ট পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র্যাব। অভিযানের পর তাকে গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে বনানী থানায় মামলা হয়। এ মামলায় পরীমনিকে প্রথমে চারদিন, দ্বিতীয় দফায় দুদিন, তৃতীয় দফায় একদিনসহ মোট সাতদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

মামলায় ম্যাজিস্ট্রেট আদালতে বিফল হয়ে জজ আদালতে জামিন চান পরীমনি। তবে জজ আদালত জামিন আবেদনের শুনানির তারিখ দেরিতে নির্ধারণ করায় হাইকোর্টে আবেদন করেন তিনি। হাইকোর্ট রুলও জারি করেন। পরে জজ আদালত পরীমনির জামিন আবেদনের ওপর শুনানির তারিখ এগিয়ে আনেন। ৩১ আগস্ট তাকে জামিন দেওয়া হয়। পরদিন পরীমনি কারামুক্ত হন।

অন্যদিকে, হাইকোর্টে পরীমনির আবেদনের শুনানিতে তাকে দফায় দফায় রিমান্ড নেওয়া নিয়ে প্রশ্ন ওঠে। ২ সেপ্টেম্বর হাইকোর্ট ওই দুই বিচারককে ব্যাখ্যা দিতে ও মামলার তদন্ত কর্মকর্তা গোলাম মোস্তাফাকে নিজের অবস্থান ও কারণ ব্যাখ্যা করতে ১৫ সেপ্টেম্বর আদালতে হাজির হতে নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় দুই বিচারকের ব্যাখ্যা আদালতে দাখিল করা হয়। তদন্ত কর্মকর্তাও আদালতে উপস্থিত হন।

মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস দ্বিতীয় দফায় পরীমনির দুদিন ও ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম তৃতীয় দফায় একদিন রিমান্ড মঞ্জুর করেছিলেন।

রিমান্ড মঞ্জুরের কারণ তুলে ধরার পাশাপাশি পৃথক লিখিত ব্যাখ্যায় দুই ম্যাজিস্ট্রেট রিমান্ড মঞ্জুরের আদেশে ত্রুটি-বিচ্যুতি হয়ে থাকলে তা অনিচ্ছাকৃত ও সরল বিশ্বাসে বলে উল্লেখ করেছেন। আর অনিচ্ছাকৃত ও সরল বিশ্বাসে করা ভুলত্রুটি মার্জনা করে পৃথক ব্যাখ্যা গ্রহণ করে অধিক ব্যাখ্যার দায় থেকে তাদের অব্যাহতি দেওয়ার আরজিও জানান দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

এসএইচ-০৬/২৯/২১ (বিনোদন ডেস্ক)

কোপা ইউরোআমেরিকা খেলবে ইতালি-আর্জেন্টিনা

গত জুলাইয়ে ইউরো কাপ ও কোপা আমেরিকার ফাইনালের পরই শোনা যাচ্ছিলো গুঞ্জন। তখনই বলাবলি হচ্ছিলো, দুই মহাদেশের দুই চ্যাম্পিয়নকে নিয়ে হতে পারে একটি বিশেষ ম্যাচ।

অবশেষে এলো সেই ঘোষণা। ইউরো কাপের সবশেষ চ্যাম্পিয়ন ইতালি ও কোপা আমেরিকার সবশেষ চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়ে কোপা ইউরোআমেরিকা ম্যাচ।

শুধু এবারই নয়। ইউরো ও কোপার পরবর্তী দুই আসরের চ্যাম্পিয়নদের নিয়েও হবে এই ম্যাচ।

বিশেষ এই ম্যাচটি হবে আগামী বছরের জুনে। মঙ্গলবার এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। তবে তারা ম্যাচটির ভেন্যু চূড়ান্ত করেনি।

উয়েফা তাদের বিবৃতিতে জানিয়েছে দুই মহাদেশের মধ্যকার ফুটবলীয় সম্পর্কের উন্নতির লক্ষ্যেই মূলত এ বিশেষ ম্যাচের আয়োজন করছে তারা। এছাড়া মেয়েদের ফুটবল, ফুটসাল এবং যুব ফুটবলও তাদের পরিকল্পনায় রয়েছে।

পুরো বিবৃতিতে কোথাও ফিফার নাম উল্লেখ করেনি উয়েফা। কিন্তু ক্লাব পর্যায় হোক কিংবা আন্তর্জাতিক; যেকোনো ভিন্ন মহাদেশীয় টুর্নামেন্ট মূলত আয়োজন করে থাকে ফিফা। তাই এ বিষয়ে একটা খটকা রয়েই যাচ্ছে।

এসএইচ-০৫/২৯/২১ (স্পোর্টস ডেস্ক)

মসজিদ থেকে ফিরেই স্ত্রীকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের গৌরীপুরে স্বামীর দায়ের কোপে ললিতা বেগম (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় স্বামী মো. রফিকুল ইসলাম রফিককে (৫০) আটক করেছে পুলিশ।

বুধবার উপজেলার বীর আহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ললিতা বেগম নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মো. নায়েব আলী ফকিরের মেয়ে। আটক মো. রফিকুল ইসলাম রফিক উপজেলার মাওহা ইউনিয়নের বীর আহাম্মদপুর গ্রামের আবুল তালুকদারের ছেলে। তাদের সংসারে চারটি কন্যা সন্তান রয়েছে। তাদের মধ্যে একজন বিবাহিত।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর আটক করা হয়েছে স্বামী মো. রফিকুল ইসলাম রফিককে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে রফিক ফজরের নামাজ পড়ে ঘরে এসেই দা দিয়ে কুপিয়ে তার স্ত্রীকে গুরুতর জখম করে। এসময় ঘরে থাকা তার মেয়েরা তাকে ফেরাতে গেলেও পারেননি। পরে স্থানীয়রা ললিতাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই শামীম আহাম্মেদ জানান, মো. রফিকুল ইসলাম রফিকের সঙ্গে তার বোনের কোনো বিরোধ ছিল না। কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় তার দুলাভাই গুরুতর আহত হন। এর পর থেকেই তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।

এসএইচ-০৪/২৯/২১ (আঞ্চলিক ডেস্ক)

ছাগল আর বানর ছানার বন্ধুত্ব

ছাগল আর বানর ছানার মধ্যে ভীষণ ভাব। বানর ছানাটি সারাক্ষণ ছাগলের গলায় ঝুলে থাকে। তাদের একসঙ্গে ঘুরে বেড়ানোর ভিডিও এরইমধ্যে ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। চারদিকে গাছপালা ঘেরা একটি জায়গায় এক ব্যক্তি হাতভর্তি বেরী নিয়ে ডাকছিলেন। সে সময় গুটি গুটি পায়ে হেঁটে আসে একটি ছাগল।

কাছে এসে ওই ব্যক্তির হাত থেকে বেরী খেতে শুরু করে ছাগলটি। সে সময় মজার একটি দৃশ্য চোখে পড়ে। ছাগলের গলা ধরে ঝুলে আছে একটি বানর ছানা।

ছাগলটি বেরী খেতে শুরু করার পর বানরটি বেশ কয়েকবার বেরীর দিকে তাকাচ্ছিল। সে কি করবে তাই হয়তো ভাবছিল।

এর কিছুক্ষণ পর সেও একটা বেরী নিয়ে খেতে খেতে ছাগলের গলা ধরে এর পিঠে চড়ে বসে। দুই প্রাণীর মধ্যে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি বেশ পছন্দ করেছে সবাই। তাদের এমন দুষ্ট-মিষ্টি আচরণের ভিডিওটি এরইমধ্যে ভাইরাল হয়ে গেছে।

ভিডিওটি ১ কোটি ২০ লাখ বার দেখা হয়েছে। টুইটারে এতে লাইক দিয়েছে ৫ লাখ ৩৪ হাজার মানুষ। ১ লাখ ৫ হাজারের বেশি বার এটি রিটুইট হয়েছে।

এসএইচ-০৩/২৯/২১ (অনলাইন ডেস্ক)

সিটি ব্যাংকে চাকরির সুযোগ

দ্য সিটি ব্যাংক লিমিটেডে ‘অ্যাসিস্ট্যান্ট/অ্যাসোসিয়েট কালেকশন’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৪ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: দ্য সিটি ব্যাংক লিমিটেড
বিভাগের নাম: ক্রেডিট ও কালেকশন বিভাগ

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট/অ্যাসোসিয়েট কালেকশন
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
অভিজ্ঞতা: ০২ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: যে কোনো স্থান

আবেদনের নিয়ম: আগ্রহীরা www.jobs2.bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ০৪ অক্টোবর ২০২১

এসএইচ-০২/২৯/২১ (জবস ডেস্ক)

ইউপি নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট ১১ নভেম্বর

আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ধাপে দেশের ৮৪৮টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বুধবার নির্বাচন কমিশনের (ইসি) কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় ধাপের ৮৪৮টি ইউপির মধ্যে ২০টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে বলেও জানিয়েছেন ইসি সচিব।

এর আগে সকালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সভাপতিত্বে ইসির কমিশন সভা অনুষ্ঠিত হয়।

আগামী সপ্তাহে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের সিদ্ধান্ত

নির্বাচন কমিশনের পরবর্তী সভায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন ইসি সচিব।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আমরা কাজ করছি। আগামী সপ্তাহে কমিশনের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিলের সিদ্ধান্ত আসতে পারে।

ডিসেম্বরের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদের ভোট অনুষ্ঠিত হবে বলে অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান। তবে কত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করা হবে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

এসএইচ-০১/২৯/২১ (ন্যাশনাল ডেস্ক)

লতা মঙ্গেশকরকে বিষ দিয়ে মারার চেষ্টা হয়েছিল!

উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর। মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর তিনি ৯২ বছরে পা দিয়েছেন। গোটা ভারত তাকে শ্রদ্ধা জানাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। দীর্ঘ সংগীত জীবনে অনেক ভালো-মন্দ স্মৃতি জড়িয়ে রয়েছে লতা মঙ্গেশকরকে। এত নাম-যশ-খ্যাতি-প্রতিপত্তি সহজে পাননি কোকিলকণ্ঠী। যত তার খ্যাতি ছড়িয়েছে, ততই তার শত্রুও বেড়েছে।

তারই জেরে একসময় নাকি লতা মঙ্গেশকরকে খাবারের সঙ্গে বিষ দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল! এমনটাই জানা গেছে পদ্মা সচদেব নামে এক লেখকের লেখা ‘লতা মঙ্গেশকর: অ্যায়সা কাঁহা সে লাউঁ’ বই থেকে। পরে প্রবাসী সাংবাদিক নাসির মুন্নি কবির এই শিল্পীর একটি সাক্ষাৎকার নিয়েছিলেন। সেখান থেকেও জানা যায়, ১৯৬২ সালে খাবারে বিষ মিশিয়ে তাকে হত্যাচেষ্টা করা হয়েছিল।

পরে এই খবরের সত্যতায় সিলমোহর দিয়েছিলেন লতা মঙ্গেশকরের বোন ঊষা মঙ্গেশকর। গায়িকার জন্মদিনে নতুন করে আলোচনায় সেই ভয়ংকর দিনের কথা। উষা জানিয়েছিলেন, লতার বয়স তখন ৩৩ বছর। খ্যাতির চূড়ায়। হঠাৎই এক ভোরে তার পেটে প্রচণ্ড ব্যথা। এর পরেই সবুজ বমি করতে থাকেন তিনি। আস্তে আস্তে সারা শরীর অসাড়। হাত-পা নাড়ানোর ক্ষমতাটুকুও নেই। অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন গায়িকা। চিকিৎসককে খবর দিতেই তিনি বাড়িতে এক্স রে’র ব্যবস্থা করেন। ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেন।

পরে এক্স রে থেকে জানা যায়, মতা মঙ্গেশকরের পাকস্থলীতে বিষ রয়েছে। সে বার টানা তিন দিন মৃত্যুর সঙ্গে লড়েছিলেন এই গায়িকা। ১০ দিন পরে অবস্থার উন্নতি হয়। ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠেন তিনি। কিন্তু তখন ভীষণ দুর্বল। তখনই চিকিৎসক জানান, তাকে কেউ বিষপ্রয়োগ করে খুন করতে চেয়েছিল। বিষক্রিয়ার প্রভাবে অনেক দিন পর্যন্ত লতা গরম খাবার খেতে পারতেন না। বরফের টুকরো মেশানো তরল খাবার খেতেন তিনি।

তকে কে লতাকে বিষপ্রয়োগ করে মেরে ফেলতে চেয়েছিলেন, তা জানা যায়নি। তবে লেখক পদ্মা তার বইয়ে জানিয়েছেন, ওই ঘটনার পরই লতার রাঁধুনি নাকি পারিশ্রমিক না নিয়ে আচমকা কাজ ছেড়ে চলে যান। তিনি এর আগে বলিউডের বেশ কিছু তারকার বাড়িতে কাজ করেছিলেন।

লতা মঙ্গেশকরের প্রাণসংশয়ের খবর ছড়াতেই টানা বেশ কিছু দিন সন্ধ্যা ৬টায় তার বাড়িতে আসতেন বিখ্যাত গীতিকার মজরুহ সুলতানপুরী। তিনি এসে তার প্রিয় গায়িকার সঙ্গে সময় কাটিয়ে যেতেন। তাকে দেওয়া স্যুপ আগে নিজে চেখে দেখতেন। তার পরে সেটি খেতে দেওয়া হত লতা মঙ্গেশকরকে।

এসএইচ-৩১/২৮/২১ (বিনোদন ডেস্ক)

পিএসজিতে মেসি নয়, এমবাপ্পেই সেরা

স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে ফরাসি ক্লাব পিএসজিতে পাড়ি জমিয়েছেন আর্জেন্টোইন সুপারস্টার লিওনেল মেসি।

সময়ের অন্যতম সেরা তারকা হলেও পিএসজিতে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকাকে সেরা মানছেন না ফ্রান্সের সাবেক ফরোয়ার্ড নিকোলাস আনেলকা। তার চোখে পিএসজির সেরা এমবাপ্পেই।

সম্প্রতি ফরাসি সংবাদ মাধ্যম লা প্যারিসিয়েনকে দেয়া সাক্ষাৎকারে আনেলকা এমন মন্তব্যই করেছেন। সেই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘পিএসজির আক্রমণের নেতৃত্বের ভারটা এমবাপ্পেকেই দেয়া উচিত।

কারণ সে দলে সবার সেরা। মেসি বার্সেলোনায় এক নম্বর ছিল। কিন্তু এখন তার এমবাপ্পেকে খেলাতে হবে। সে (এমবাপে) পাঁচ বছরে এই ক্লাবে। মেসির তাকে সম্মান করতে হবে।’

সাবেক এই ফুটবলার আরও বলেন, ‘খেলায় গতির দিকটা বিবেচনা করলে এমবাপ্পে অনন্য এক খেলোয়াড়। এমন ক্ষিপ্রগতির ফুটবলার আর নেই। যদি পিএসজি তাদের দলের ভালো চায়, তাহলে তাকে রাখার জন্য সম্ভাব্য সবকিছুই করতে হবে।’

প্রসঙ্গত, বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেওয়ার পর এখনও নিজেকে মেলো ধরতে পারছেন না আর্জেন্টাইন সুপারস্টার। অভিষেক হওয়ার পর বেশ কয়েকটি ম্যাচ খেললেও এখনও গোলের দেখা পাননি মেসি। অন্যদিকে পিএসজির হয়ে আপনতালেই খেলে যাচ্ছেন উদীয়মান ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। ফ্রেঞ্চ লিগ ওয়ানে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ চারটি গোল করেছেন ২২ বছর বয়সী এই তারকা ফুটবলার।

এসএইচ-৩০/২৮/২১ (স্পোর্টস ডেস্ক)

কার মুখে মুখ লাগিয়ে চুমু খেলেন জয়া?

মুখে মুখ লাগিয়ে চুমু খাচ্ছেন অভিনেত্রী জয়া আহসান। পাল্টা আদর আসছে অপর পক্ষের কাছ থেকেও। আদর খেতে খেতে জয়ার কোলে শুয়েই পড়ল সে। তবে বেশিক্ষণ সে অভিনেত্রীর কাছে থাকতে নারাজ। পরক্ষণেই সে কোল ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা জুড়ে দিল।

এমনই একটি সুন্দর মুহূর্তের ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন জয়া আহসান। কিন্তু অভিনেত্রীর এই ভালোবাসাটি কে? সে হল জয়ার আদরের পোষ্য। নাম ‘বো’। পোষ্যটির সঙ্গে খুনসুটির মুহূর্ত শেয়ার করে তিনি ক্যাপশন দিয়েছেন, ‘মাই লাভ বো’।

প্রিয় অভিনেত্রীর এই ভিডিওতে মন মজেছে নেটজনতার। উঠে এসেছে বিভিন্ন কমেন্ট। অনেকেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রী ও তার প্রিয় পোষ্যকে।

এই মুহূর্তে নিউ ইয়র্কে রয়েছেন জয়া। সেখানে কাছের কিছু মানুষের সঙ্গে সময় কাটাচ্ছেন। তারই বেশকিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন অভিনেত্রী।

কাজের ক্ষেত্রে কয়েক বছর ধরে দুই বাংলাতেই জমিয়ে অভিনয় করছেন জয়া আহসান। সম্প্রতি ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে তার ‘বিনি সুতোয়’ ছবিটি মুক্তি পেয়েছে। বাংলার গণ্ডি পার করে তিনি বলিউডেও পা রাখতে চলেছেন। সায়ন্তন মুখোপাধ্যায়ের পরিচালনায় খুব শিগগির রণিত রায় ও নওয়াজউদ্দিন সিদ্দিকীর সঙ্গে হিন্দি ওয়েব সিরিজে দেখা যাবে তাকে।

জানা গেছে, নকশালবাড়ি আন্দোলনের পটভূমিকায় তৈরি হতে চলেছে এই ওয়েব সিরিজ। সেখানে চারু মজুমদারের ভূমিকায় অভিনয় করবেন নওয়াজউদ্দিন। তার স্ত্রী লীলা মজুমদারের ভূমিকায় দেখা যাবে বাংলাদেশের জয়াকে।

এসএইচ-২৯/২৮/২১ (বিনোদন ডেস্ক)