রাত ৮:০৬
শুক্রবার
৩ রা মে ২০২৪ ইংরেজি
২০ শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
২৪ শে শাওয়াল ১৪৪৫ হিজরী
spot_img

অনলাইনে মৌখিক পরীক্ষা নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে ২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষের মৌখিক পরীক্ষা অনলাইনে গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনতিবিলম্বে ভাইভা গ্রহণের তারিখসহ বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (www.nu.ac.bd) মাধ্যমে সবাইকে জানানো হবে।

শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনলাইন প্ল‌্যাটফর্ম জুম অ্যাপসের মাধ্যমে অনুষ্ঠিত কলেজ অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

দুই ঘণ্টাব্যাপী এই ভার্চুয়াল সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন কলেজের অধ্যক্ষরা যুক্ত ছিলেন।

মতবিনিময় সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা ও অন্যান্য বিষয় আলোচনা হয়। আলোচনায় উপাচার্য চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ভাইভা পরীক্ষা অনলাইনে গ্রহণের সিদ্ধান্ত জানান। এছাড়া অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের পরবর্তী বর্ষে উন্নতি হওয়ার বিষয়েও অভিমত নেওয়া হয়।

উপাচার্য জানান, ‘শিক্ষার্থীদের শিক্ষা জীবন যাতে সংকটাপন্ন না হয় এবং একই বর্ষে যেন দীর্ঘদিন আটকে থাকতে না হয়, সে বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় গভীরভাবে চিন্তা-ভাবনা করছে। পর্যায়ক্রমে সেসব সিদ্ধান্ত জানানো হবে।’

এসএইচ-০৮/২৫/২১ (শিক্ষা ডেস্ক)

করোনায় পাবলিক টয়লেট ব্যবহারে দরকার সতর্কতা

এমনিতেই জীবাণুর আতুঁড়ঘর গণশৌচাগার বা পাবলিক টয়লেট। বাতাস চলাচল কম, মানুষের যাতায়াত বেশি এবং ঘন ঘন পানি ঢালার কারণে জলকণার পরিমাণ বেড়ে যায় সেখানে।

আর এমন অবস্থা থেকে করোনা ছড়ানোর ঝুঁকি অনেক বেশি বলে উঠে এসেছে এক গবেষণায়।

ভারতীয় গবেষক জানিয়েছেন এমন তথ্য।

আমেরিকার ফ্লোরিডা আটলান্টিক বিশ্ববিদ্যালয়ের গবেষক সিদ্ধার্থ বর্মা এখন কাজ করছেন আমেরিকার বেশ কিছু গণশৌচাগার ব্যবহার নিয়ে।

তিনি দেখিয়েছেন, পরিবেশের সুবিধা পায় বলেই গণশৌচারগুলোর ভেতরে জীবাণুদের বাড়বাড়ন্ত সবচেয়ে বেশি। শৌচাগারের ভেতরে বোতাম টিপে পানি ঢালা বা ফ্ল্যাশ করার সময় ভাসমান জলকণার পরিমাণ ব্যাপক হারে বেড়ে যায়। সেই জলকণাকে কেন্দ্র করে সহজেই ছড়িয়ে পড়ে করোনাভাইরাসের মতো জীবাণু।

সিদ্ধার্থ জানান, তিন ঘণ্টা ধরে প্রায় ১০০ বার বোতাম টিপে পানি ঢালার সময়ে শৌচাগারগুলোর বাতাস তারা পরীক্ষা করেছেন।

সেখান থেকে দেখা গেছে, ফ্ল্যাশ করার সঙ্গে সঙ্গে বাতাসে জীবাণুর পরিমাণ বেড়ে যায়। শুধু তাই নয়, জীবাণুরা প্রায় ৫ ফুট উচ্চতা পর্যন্ত উঠে গিয়ে সেখানে ২০ সেকেন্ড ধরে ভেসে থাকতে পেরেছে।

এই তথ্য থেকে অনেকের দাবি, ভারতের মতো দেশে করোনা ছড়িয়ে পড়ার পিছনে এই ধরনের গণশৌচাগার বড় ভূমিকা রেখেছে।

‘ফিজিক্স অব ফ্লুইড’ নামক জার্নালে প্রকাশ হওয়া গবেষণাপত্রে সিদ্ধার্থ দাবি করেন, সাধারণ শৌচাগারের মতো যে সব শৌচাগারে শুধুমাত্র পুরুষদের মূত্রত্যাগের জায়গা থাকে, সেগুলোর বাতাসেও তিন মাইক্রোমিটারের চেয়ে ছোট মাপের জলকণা ভেসে বেড়ায়।

এগুলো আকারে এতটাই ছোট যে সহজেই এরা বহুক্ষণ ভেসে থাকতে পারে। এর ফলে ইবোলা থেকে করোনাভাইরাস—সব ধরনের জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা বেশ বেড়ে যায়।

গবেষণায় বলা হয়েছে, পশ্চিমের দেশগুলোর মতো যেসব গণশৌচাগারে ঢাকনা ঢেকে ফ্ল্যাশ করা হয় সেগুলোতে জলকণার পরিমাণ কম ছড়ায় বলে জীবাণু ছড়ানোর পরিমাণ তুলনামূলক কম। তবে সেটাও যে খুব নিরাপদ নয় সেটি উল্লেখ করা হয়েছে গবেষণাপত্রে।

এমন অবস্থা থেকে রক্ষা পেতে গণশৌচাগারগুলোতে বাতাস চলাচল বাড়িয়ে সংক্রমণের হার কমানো যায় বলে গবেষণায় তুলে ধরেছেন সিদ্ধার্থ।

এসএইচ-০৭/২৫/২১ (স্বাস্থ্য ডেস্ক)

সড়কে গণপরিবহন নামবে ২৯ এপ্রিল?

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দ্বিতীয় দফায় সাতদিনের লকডাউন চলছে দেশে। বন্ধ আছে সব গণপরিবহনসহ দূরপাল্লার যাত্রী পরিবহনও। সরকার তরফে এরই মধ্যে আভাস মিলেছে ২৮ এপ্রিলের পর আর দীর্ঘ হবে না লকডাউন। তবে স্বাস্থ্যবিধি মানাসহ চলাচলে বিধিনিষেধের নির্দেশনা আসবে।

প্রশ্ন উঠেছে, কবে থেকে সচল হবে গণপরিবহনসহ দূরপাল্লার যান? পরিবহন খাত সংশ্লিষ্টরা বলছেন, লকডাউন উঠে যাওয়ার পরদিন অর্থাৎ ২৯ এপ্রিল ভোর ছয়টা থেকে সড়কে ফের পরিবহন নামবে। তবে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন করতে হবে তাদের।

গণপরিবহন চলাচলের বিষয়ে এখনো কোনো নির্দেশনা সরকারের পক্ষ থেকে আসেনি। তবে পরিবহন খাতের কয়েকজন মালিক জানিয়েছেন, তারা এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে কথা বলেছেন। তারা পরিবহন চলাচলের নিষেধাজ্ঞা ২৯ এপ্রিল থেকে তুলে দেওয়ার ব্যাপারে মনোভাব ব্যক্ত করেছেন। তবে তা অবশ্যই স্বাস্থ্যবিধির যথাযথ মেনেই।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রথম পর্যায়ে গত ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়। লকডাউনের সুফল পাওয়ার জন্য এ সংক্রান্ত জাতীয় কারিগরি কমিটির সুপারিশ অনুযায়ী ফের আরও এক সপ্তাহ অর্থাৎ ২৮ এপ্রিল পর্যন্ত লকডাউনের সময় লম্বা করে সরকার। এদিকে চলমান লকডাউনের মধ্যেই আগামীকাল রবিবার থেকে শপিংমলগুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার মো. এনায়েতুল্লাহ বলেন, ‘আমরা আশা করছি ২৯ এপ্রিল সকাল থেকে রাস্তায় বাস চলবে।’

সরকারের সঙ্গে বৈঠক হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘বৈঠক হয়নি। তবে মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আশা করছি ২৯ এপ্রিল থেকে বাস চলবে।’

দূরপাল্লার বাস চলবে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ, সবই চালু হবে একবারে। তবে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে।’

এর আগে গত ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল সরকার। পরে তা শিথিল করে শুধুমাত্র সিটির মধ্যে সীমিত আকারে যান চলাচল ও নির্দিষ্ট সময়ের জন্য খুলে দেওয়া হয় শপিংমল।

সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সভাপতি মোস্তাকুর রহমান বলেন, ‘করোনা ভাইরাস বেড়েছে এ জন্য সকলকে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে। তবে বাস না চললে তো পরিবহণ শ্রমিকদের পেটে ভাত হয় না। আমরা সরকারের কাছে দাবি করেছিলাম প্রত্যেক শ্রমিককে নিয়োগ প্রক্রিয়ার মধ্যে আনা হোক। সরকারও আগ্রহী ছিল। কিন্তু মালিকপক্ষ ও কিছু শ্রমিক নেতা মালিকদের সঙ্গে আঁতাত করে তা বাস্তবায়ন করতে দিচ্ছে না। তাই স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে বাস চলাচল ছাড়া আর উপায় নেই।’

শ্রমিকের নিয়োগ এবং কল্যাণ তহবিলের টাকা পেলে কেউ বাস নিয়ে বের হতো না দাবি করে তিনি বলেন, ‘সরকার থেকে পরিবহণ শ্রমিকদের প্রণোদনার ঘোষণা দেওয়া হলেও তা আমরা পাইনি। তাছাড়া শ্রমিক কল্যাণ তহবিলে যে পরিমাণ টাকা আছে, তা দিলেও আমরা ছয়মাস বসে খেতে পারতাম। কিন্তু সেসব টাকাও নেতারা দিচ্ছে না। বাধ্য হয়ে করোনা ঝুঁকি নিয়ে রাস্তায় নামতে হচ্ছে।’

এদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, আগামী ২৮ এপ্রিলের পর চলমান বিধিনিষেধ আর থাকছে না। ধীরে-ধীরে সবকিছু খুলে দেওয়া হবে। তবে মানুষকে মাস্ক পরতে হবে, শারীরিক দূরত্ব মানতে হবে। বিধিনিষেধ না থাকলেও জীবনযাত্রার বিষয়ে কিছু দিক-নির্দেশনা থাকবে। এ ব্যাপারে ২৮ এপ্রিল প্রজ্ঞাপন জারি করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, গণপরিবহন চালু হলেও স্বাস্থ্যবিধি মেনেই চলতে হবে। যাত্রীরা স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনে উঠবেন এবং যাত্রার সময়েও স্বাস্থ্যবিধি মানতে হবে। এভাবে চললে সংক্রমণ অনেকটাই কমে যাবে।

বিধিনিষেধের মধ্যেই সরকার আগামীকাল থেকে দোকানপাট ও শপিংমল খোলার অনুমতি দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে বেচাকেনা করতে হবে।

এসএইচ-০৬/২৫/২১ (অনলাইন ডেস্ক)

খুলছে দোকানপাট-শপিংমল

রোববার থেকে খুলে দেওয়া হচ্ছে দেশের সব দোকানপাট, শপিং মল, সব ধরনের মার্কেট। স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কেনাকাটার জন্য মার্কেট খোলা রাখার বিষয়ে নির্দেশনা দিয়ে শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। তা কার্যকর হচ্ছে।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাপক সংখ্যক মানুষের জীবন-জীবিকার বিষয় বিবেচনা করে এ নির্দেশনা জারি করা হলো।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন জানিয়েছেন, আশা করছি রোববার সকাল থেকে দোকানপাট, মার্কেট, শপিং মল খুলে দেওয়া হবে। পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলার বিষয়ে মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে। মার্কেট কমিটিও এ বিষয়ে পদক্ষেপ ও প্রস্তুতি গ্রহণ করেছে। ক্রেতা সাধারণকেও তিনি স্বাস্থ্যবিধি মেনে মার্কেটে আসার অনুরোধ জানান। মার্কেট খালার সিদ্ধান্ত দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এর আগে গত রোববার প্রয়োজনীয় সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ২২ এপ্রিল থেকে মার্কেট, দোকান ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানায় বাংলাদেশ দোকান মালিক সমিতি। একই সঙ্গে তারা শ্রমিক-কর্মচারীদের দুই মাসের বেতন ও বোনাস বাবদ মোট ৯৬ হাজার ৭০৮ কোটি টাকার অর্ধেক ৪৮ হাজার ৩৫৪ কোটি টাকা ঈদের আগে ঋণ প্রণোদনা হিসেবে ক্ষুদ্র ব্যবসায়ীদের দেওয়ার দাবি জানায়। এছাড়া দেশের সার্বিক অর্থনৈতিক অচলাবস্থা দূর করার লক্ষ্যে আগামী তিন মাসের মধ্যে পুরো দেশকে ভ্যাকসিনেশনের আওতায় আনারও দাবি জানায়।

উল্লেখ্য গত ১৪ এপ্রিল থেকে জারি করা কঠোর লকডাউন আগামী ২৮ এপ্রিল রাত ১২টা পর্যন্ত চলবে।

এসএইচ-০৫/২৫/২১ (ন্যাশনাল ডেস্ক)

বিধিনিষেধের পরিবর্তন হলেও পুলিশের কার্যক্রম চলবে আগের মতোই

লকডাউনের বিধিনিষেধের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হলেও পুলিশের কার্যক্রম চলবে আগের মতোই। চেকপোস্টে তল্লাশি চলবে এবং ঘরের বাইরে বের হতে হলে মুভমেন্ট পাস নিতে হবে। পুলিশ সদর দফতর ও ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন এসব তথ্য।

রোববার থেকে বিভিন্ন শপিং মল ও বিপণীবিতান খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। শুক্রবার  মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিং মল খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়। মানুষের জীবন-জীবিকার বিষয় বিবেচনা করে এই নির্দেশনা জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

আগামী ২৮ এপ্রিল পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি করা আছে। রোববার থেকে দোকান পাট খুলে যাচ্ছে। এই সময়ে মার্কেটে যেতে ক্রেতা-বিক্রেতাদের লাগবে মুভমেন্ট পাস। যদিও শপিং মল খোলার বিষয়ে জারি হওয়া প্রজ্ঞাপনে এ বিষয়ে কোনও নির্দেশনা দেওয়া হয়নি।

পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের এআইজি সোহেল রানা বলেন, চলাচল নিয়ন্ত্রণে সরকারের বিধিনিষেধ চলমান রয়েছে। চলাচল নিয়ন্ত্রণে ও সহযোগিতার জন্য যেহেতু মুভমেন্ট পাস চালু করা হয়েছে, সেটা এখনও প্রয়োজন হবে তাদের জন্য, যারা জরুরি সেবার সঙ্গে যুক্ত নন।

ইতোমধ্যে আমরা বিষয়টি শেয়ার করেছি কার কার মুভমেন্ট পাস লাগবে না। সরকারও বিষয়টি পরিষ্কার করে বলেছে কারা কারা জরুরি সেবার সঙ্গে জড়িত। তাদের ছাড়া বাকিদের বের হওয়ার জন্য মুভমেন্ট পাস নেওয়ার পরামর্শ দিচ্ছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ইফতেখায়রুল ইসলাম  বলেন, লকডাউনের বিধিনিষেধ যতদিন থাকবে সেই পর্যন্ত পুলিশের চেকপোস্টে তল্লাশি অব্যাহত থাকবে। লকডাউন যেদিন শেষ হবে সেদিন থেকে নতুন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরবর্তী যে নির্দেশনা দিবে সেই অনুযায়ী পুলিশের কার্যক্রম চলবে।

এসএইচ-০৪/২৫/২১ (ন্যাশনাল ডেস্ক)

সুপার সানডেতে মাঠে নামছে মেসি-রোনালদো

সুপার সানডেতে মাঠে নামছে মেসি-রোনালদো। লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার হাতছানি বার্সেলোনার সামনে। এমন পরিসংখ্যানের ম্যাচে ভিয়া রিয়ালের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। ম্যাচটি শুরু হবে রোববার রাত ৮ টা ১৫ মিনিটে। অন্য-ম্যাচে, ইতালিয়ান সিরি-আ’য় ফিওরেন্তিনার মুখোমুখি য়্যুভেন্তাস। এই ম্যাচটি শুরু হবে একই দিন সন্ধ্যা ৭ টায়।

বার্সেলোনা ফিরিয়ে নিয়ে গেছে অতীতে। প্রতিপক্ষের জাল তুলোধুনো করে একের পর এক গোল। দলের জয়ে লাইফলাইন লিওনেল মেসির থাকবে সবচেয়ে বড় অবদান। এমনই তো থাকবে প্রতিটি ম্যাচ। শেষ দুই ম্যাচে কোপা দেল রে শিরোপা ও গেতাফেকে ৫-২ গোলে উড়িয়ে সেই স্মৃতি ফিরিয়ে দিচ্ছিল ভক্তদের। এবার লিগ টেবিলে শীর্ষস্থানে ওঠার ম্যাচে ভিয়া রিয়ালের মুখোমুখি কাতালানের ক্লাবটা।

বার্সেলোনা এখন আছে টেবিলের তিন নম্বরে। শীর্ষে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্ট মাত্র এক। এই ব্যবধান ঘোচানোটা সহজ বার্সেলোনার সাম্প্রতিক ফর্মের জন্য। সেটা বিবেচনা না করলেও অতীত পরিসংখ্যান স্বপ্ন দেখাচ্ছে কাতালানদের। সাত নম্বরে থাকা ভিয়া রিয়ালের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে যে যোজন যোজন দূর এগিয়ে লিওনেল মেসির দল।

দলের সেরা লাইন আপ সুস্থ নেই। তাতে কি ? আক্রমণ ভাগের আনসু ফাতি, মার্টিন ব্রাথওয়েট ও ফিলিপে কৌতিনিয়ো ইনজুরিতে থাকলেও গ্রিজম্যান- মেসি যুগলবন্দী যেভাবে স্কোর করেছে। তা আশা জাগাচ্ছে রোনাল্ড কোমান শিষ্যদের। এই ম্যাচ দিয়ে একাদশে ফিরতে পারেন উসমান দেম্বেলে। নিয়মিত একাদশের বাকিরা সবাই ফিট। তাই জয় নিয়ে শীর্ষে ওঠাটা খুব নিকটে বার্সেলোনার জন্য।

মেসি মাঠে নামার দিন ইতালিয়ান সিরি-আয় ফিওরেন্তিনার মুখোমুখি হবে রোনালদোর য়্যুভেন্তাস। ইউরোপীয়ান সুপার লিগ ও চাম্পিয়ন্স লিগ। এই দুটিতে নেই তুরিনের ক্লাবটির নাম। লিগ শিরোপা জেতাই এখন মূল লক্ষ্য আন্দ্রে পিরলোর দলের। সেটা চিন্তার কারণও বটে। কেননা হঠাৎই ছোট দলের সঙ্গে পা ভরাকাচ্ছে বিয়াঙ্কোনেরিরা।

শীর্ষে থাকা ইন্টার মিলানের সঙ্গে পয়েন্ট ব্যবধান ৪ পয়েন্টের। আর এক ম্যাচ হারলেই হয়তো শিরোপা ধরে রাখাটা কঠিন হবে । তাই প্রতিটি ম্যাচেই অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে য়্যুভদের।

সুপার সানডেতে কোয়ারেন্টিন কাটিয়ে মাঠে নামছে দলের প্রাণভ্রোমড়া রোনালদো। পর্তুগীজ সুপার স্টারের সঙ্গে খেলবেন পাওলো দিবালা ও আলভারো মোরাতাও। বাকিরা আছে ফিট। শক্তিমত্তা আর পরিসংখ্যান দুটোতেই এগিয়ে থাকা য়্যুভেন্তাসের পক্ষ্যেই তাই বাজী ভক্তদের।

এসএইচ-০৩/২৫/২১ (স্পোর্টস ডেস্ক)

দ্বিতীয় টেস্টেও করোনা পজিটিভ খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্বিতীয় দফায় করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

শনিবার দিবাগত রাতে গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়াকে দেখে এসে তিনি এ কথা জানান। এর আগে রাত ১০টায় খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে যান ডা. সিদ্দিকী এবং ডা. জাহিদ হোসেন।

ডা. এফ এম সিদ্দিকী বলেন, খালেদা জিয়ার অবস্থা ভালো আছে, ১৮ তম দিনে প্রবেশ করেছি। করোনার ডেঞ্জার জোন বা আশঙ্কামুক্ত। আজকে পরীক্ষা করা হয়েছে, এখনো পজিটিভ আছে খালেদা জিয়া।

এদিকে শনিবার দুপুরে খালেদা জিয়াসহ মোট ১৪ জনের করোনা টেস্ট করানো হয়। এদের মধ্যে বেগম জিয়াসহ চারজন পজিটিভ হয়েছেন। আর পাঁচজনের নেগেটিভ এসেছে।

গত ১১ এপ্রিল বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। সে সময় থেকে গুলশানের বাসায় অবস্থান করছেন তিনি।

তার বাসার আরও কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন। শুরু থেকেই খালেদা জিয়ার স্বাস্থ্যের দেখভাল করছেন ডা. এফ এম সিদ্দিকীর নেতৃত্বে একদল চিকিৎসক।

এসএইচ-০২/২৫/২১ (ন্যাশনাল ডেস্ক)

এবার দেশে মিলল নাইজেরিয়ান ভ্যারিয়েন্ট করোনা

দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) নাইজেরিয়ার ভ্যারিয়েন্টের (বি.১.৫২৫) অস্তিত্ব পাওয়া গেছে। গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডাটার (জিসএইড) ওয়েবসাইটে আপলোড করা তথ্য থেকে এসব জানা যায়।

মার্চ ও এপ্রিল মাসের সংগ্রহ করা নমুনার সিকোয়েন্সিং করে এই ভ্যারিয়েন্টের উপস্থিতি পেয়েছেন দেশের গবেষকরা।

এর আগে যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্টে পাওয়া যায়।

জিসএইডের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দেশের দুই বিভাগের আটটি নমুনা পরীক্ষায় এই ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে।

ঢাকার উত্তরা, আজিমপুর ক্যান্টনমেন্ট এলাকার পাশাপাশি সিলেটের সুনামগঞ্জ থেকে সংগ্রহ করা নমুনায় এই ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এসব নমুনা এই বছরের মার্চ ও এপ্রিল মাসে সংগ্রহ করা হয়। এর মধ্যে পুরুষ ছয় জন এবং নারী দুজন।

জিসএইড এ এসব তথ্য আপলোড করে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) এবং চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও কানাডার সিনিয়র পলিসি বিশ্লেষক ডা. শাহরিয়ার রোজেন বলেন, নাইজেরিয়ার ভ্যারিয়েন্টের বিষয়ে এখনও ভ্যারিয়েন্ট অব কনসার্ন বলা হয়নি। তবে ধারণা করা হচ্ছে এর সংক্রমণ ক্ষমতা অনেক বেশি। একই সঙ্গে এই ভ্যারিয়েন্টের আক্রান্তদের মাঝে মৃত্যুহারও বেশি। এটি নিয়ে যেহেতু গবেষণা চলছে, অবশ্যই এর প্রভাব বোঝা যাবে।

তিনি বলেন, করোনাভাইরাসের এমন বিপজ্জনক ধরনের উদ্ভব ঘটেছে যুক্তরাজ্যে, সাউথ আফ্রিকা, ব্রাজিল, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, নিউইয়র্কে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে। এদের মাঝে সবচেয়ে বিপদজনক হলো যুক্তরাজ্য, সাউথ আফ্রিকা এবং ব্রাজিলের ভ্যারিয়েন্ট। এই ধরনগুলোর সংক্রমণ ক্ষমতা অত্যন্ত বেশি।

জিআইএসএইডের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ১১ মার্চ সিলেটের সুনামগঞ্জ থেকে সংগ্রহ করা নমুনা সিকোয়েন্সিং করে নাইজেরিয়ার ভ্যারিয়েন্ট পাওয়া যায়। ২৪ বছর বয়সী এক ব্যক্তির কাছ থেকে এই নমুনা সংগ্রহ করা হয়। এ বিষয়ে ৭ এপ্রিল জিআইএসএইডে দেশের বেসরকারি প্রতিষ্ঠান আইডিইএসএইচআই (আইদেশী) ল্যাবের পক্ষ থেকে তথ্য জমা দেওয়া হয়।

১৬ মার্চ ঢাকার উত্তরা থেকে সংগ্রহ করা নমুনা সিকোয়েন্সিং করে বি.১.৫২৫ পাওয়া যায়। ২৩ বছর বয়সী এক মেয়ের নমুনা সিকোয়েন্সিং করে এই ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া যায়। এই নমুনা সংগ্রহ করা হয় ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল মেডিসিন (এনআইএলএমআরসি) থেকে। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) পক্ষ থেকে এই তথ্য ৮ এপ্রিল জিআইএসএইডে জমা দেওয়া হয়।

১৬ মার্চ ঢাকার আজিমপুর থেকে সংগ্রহ করা নমুনা সিকোয়েন্সিং করে বি.১.৫২৫ পাওয়া যায়। ৪২ বছর বয়সী এক ব্যক্তির নমুনা সিকোয়েন্সিং করে এই ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া যায়। এই নমুনা সংগ্রহ করা হয় ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল মেডিসিন (এনআইএলএমআরসি) থেকে। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) পক্ষ থেকে এই তথ্য ১০ এপ্রিল জিআইএসএইডে জমা দেওয়া হয়।

১৪ মার্চ ঢাকা থেকে সংগ্রহ করা নমুনা সিকোয়েন্সিং করে বি.১.৫২৫ পাওয়া যায়। ২৪ বছর বয়সী এক ব্যক্তির নমুনা সিকোয়েন্সিং করে এই ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া যায়। এই নমুনাও সংগ্রহ করা হয় ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল মেডিসিন (এনআইএলএমআরসি) থেকে। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) পক্ষ থেকে এই তথ্য ১০ এপ্রিল জিআইএসএইডে জমা দেওয়া হয়।

১৪ মার্চ ঢাকা থেকে সংগ্রহ করা নমুনা সিকোয়েন্সিং করে বি.১.৫২৫ পাওয়া যায়। ঢাকা ডেন্টাল কলেজ থেকে ৩৬ বছর বয়সী এক ব্যক্তির নমুনা সিকোয়েন্সিং করে এই ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া যায়। এই নমুনা সংগ্রহ করা হয় ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল মেডিসিন (এনআইএলএমআরসি) থেকে। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) পক্ষ থেকে এই তথ্য ১১ এপ্রিল জিআইএসএইডে জমা দেওয়া হয়।

৬ এপ্রিল ঢাকার ক্যান্টনমেন্ট এলাকা থেকে সংগ্রহ করা নমুনা সিকোয়েন্সিং করে বি.১.৫২৫ পাওয়া যায়। ৬০ বছর বয়সী এক ব্যক্তির নমুনা সিকোয়েন্সিং করে এই ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া যায়। এই নমুনা সংগ্রহ করা হয় আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথলজি (এএফআইপি) থেকে। এর সিকোয়েন্সিং করে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) পক্ষ থেকে ১৪ এপ্রিল জিআইএসএইডে জমা দেওয়া হয়।

৬ এপ্রিল ঢাকার ক্যান্টনমেন্ট এলাকা থেকে সংগ্রহ করা আরেকটি নমুনা সিকোয়েন্সিং করে বি.১.৫২৫ পাওয়া যায়। ৫৩ বছর বয়সী এক ব্যক্তির নমুনা সিকোয়েন্সিং করে এই ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া যায়। এই নমুনা সংগ্রহ করা হয় আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথলজি (এএফআইপি) থেকে। এর সিকোয়েন্সিং করে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) পক্ষ থেকে ১৫ এপ্রিল জিআইএসএইডে জমা দেওয়া হয়।

৩ এপ্রিল ঢাকা থেকে সংগ্রহ করা আরেকটি নমুনা সিকোয়েন্সিং করে বি.১.৫২৫ পাওয়া গেছে। ৫৮ বছর বয়সী এক ব্যক্তির নমুনা সিকোয়েন্সিং করে এই ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া যায়। এই নমুনার সিকোয়েন্সিং করে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১৯ এপ্রিল জিআইএসএইডে জমা দেওয়া হয়।

নতুন ভ্যারিয়েন্ট প্রসঙ্গে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ড. মুশতাক হোসেন বলেন, যেকোনো সংক্রামক ব্যাধি এক দেশ থেকে আরেক দেশে যেতে পারে। তার জন্য আমাদের আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি অনুযায়ী পদক্ষেপগুলো জোর দিয়ে অনুসরণ করতে হবে। বিশেষ করে বন্দরগুলোতে স্বাস্থ্য পরীক্ষা করা, সংক্রমণ নিয়ে আসতে পারে এমন লোকদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা এবং স্থল, নৌ, বিমানবন্দরগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। দেশের ভেতরে যদি সংক্রমণ হয়, সেটা শনাক্তকরণের ব্যবস্থা রাখা, সেগুলোর সার্ভিলেন্সের ব্যবস্থা রাখা, এগুলো জোর দিয়ে করতে হবে।

উল্লেখ্য, নাইজেরিয়ার এই ভ্যারিয়েন্টের সর্ব প্রথম উপস্থিতি পাওয়া যায় যুক্তরাজ্যে। পরবর্তীতে ফেব্রুয়ারির ১৫ তারিখ নাইজেরিয়ায় এটি সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে। ২৪ ফেব্রুয়ারির দিকে যুক্তরাজ্যে ৫৬টি নমুনার সিকোয়েন্সিংয়ে এই ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া যায়।

এসএইচ-০১/২৫/২১ (ন্যাশনাল ডেস্ক)

গৃহশিক্ষক প্রেম প্রস্তাব দিয়েছিলেন কোয়েলকে

টলিউডের জনপ্রিয় চিত্রনায়িকা কোয়েল মল্লিক। দেড় শতকের বেশি সময় ধরে টলিপাড়ায় রাজত্ব করছেন তিনি। দেব-জিতের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন এ নায়িকা।

পর্দার জীবন নিয়ে কোয়েল যতটা আলোচিত ঠিক ততটাই আলোচিত তার ব্যক্তিজীবন নিয়ে। তার লাইভ লাইফ নিয়ে চর্চার শেষ নেই।

যদিও তেমন কোনো তথ্য পাওয়া যায় না কোয়েলের লাভ লাইফ নিয়ে। এক সময় জিতের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেলেও পরে তা ধোপে টেকেনি।

২০১৩ সালে প্রযোজক নিসপাল সিং রানকে বিয়ে করেন কোয়েল। গত বছর প্রথম সন্তানের মা হয়েছেন তিনি। চাপা স্বভাবের কোয়েল সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেছেন তার জীবনের বিভিন্ন বিষয় নিয়ে। অনুরাগ বসুর টক শোতে হাজির হয়ে এক তরফা প্রেমের কাহিনি জানিয়েছিলেন কোয়েল।

তিনি জানান, কলেজে কোনোদিন আমি লাভ লেটার পাননি তিনি। তবে হাইস্কুলে পড়ার সময় তার হোম টিউটর তাকে প্রপোজ করেছিল।

অভিনেত্রীর ভাষায়, ‘আমাকে ভূগোল পড়াচ্ছেন। তখন উনি বলল, তোমায় একটা কথা বলার আছে। তবে এখন না পরে বলব। আমি বললাম, না, বলুন না স্যার। আমি ভাবছিলাম হয়তো কোনো ভালো খবর আছে। উনি চাকরির সন্ধানে ছিলেন, সেই সময়।

ভাবলাম কোনো ভালো চাকরি পেয়েছেন হয়তো। এবার উনি যাওয়ার সময় আমাকে প্রপোজ করলেন। ব্যাস, আমি তো ভাবতেই পারিনি। আমার মুখ সাদা হয়ে গিয়েছিল।’

এসএইচ-৪০/২৪/২১ (বিনোদন ডেস্ক)

টাকা না দেওয়ায় নবজাতকের বাবা-মাকে আনসারের নির্যাতন

গেট পাস থাকার পরও দাবিকৃত টাকা না দেয়ায় ঢাকা শিশু হাসপাতালে আনসার সদস্যের হাতে নির্যাতনের শিকার হলেন সদ্য ভূমিষ্ঠ সন্তানের বাবা-মা।

অন্যায়ের প্রতিবাদ করায় হাসপাতাল কক্ষে আটকে রেখে নবজাতকের বাবাকে করা হয় মারধর। এ ঘটনায় বিব্রত সেখানকার চিকিৎসকরা দুঃখ প্রকাশ করেছেন। অভিযুক্ত আনসার সদস্যদের শাস্তি দাবি করেছেন ভুক্তভোগীরা।

দুদিন আগে সন্তানের মা হয়েছেন রাজধানীর আদাবরের বাসিন্দা মৌসুমী। বুধবার থেকে ভর্তি আছেন হাসপাতালে।

শনিবার সকালে হঠাৎ সিজার পরবর্তী যন্ত্রণা শুরু হলে স্বামীকে খবর দেয়া হয়। তার স্বামী সবুজ হাসপাতালের গেটে আসতেই বাধা দেন দুই আনসার সদস্য।

গেট পাস থাকার পরও অবৈধভাবে তারা সবুজের কাছে টাকা দাবি করলে তা দিতে রাজি না হাওয়ায় টেনেহিঁচড়ে একটি কক্ষে নিয়ে গিয়ে মারধর করেন ওই আনসার সদস্যরা।

এসময় মৌসুমী চারতলার ওয়ার্ড থেকে ড্রেসিং করাতে নিচে নেমে স্বামী সবুজকে মারধর করতে দেখে প্রতিবাদ করলে তাকেও নির্যাতনের শিকার হতে হয়।

নির্যাতিত সবুজ বলেন, ‘তারা আমাকে প্রশাসনের অনুমতি নিয়ে আসতে বলে। আমাকে জানায়—ডাক্তার ডাকলেও ঢুকতে দেওয়া যাবে না। প্রায় ৫ জন মিলে আমাকে নির্যাতন করেছে।’

গেট পাস থাকলেও অর্থ না দিলে রোগীর স্বজনদের হাসপাতালের ভেতর ঢুকতে দেওয়া হয় না বলে অভিযোগ রয়েছে।

চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের সঙ্গে এমন আচরণ কাম্য নয় জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন হাসপাতালের চিকিৎসকরা।

এ প্রসঙ্গে স্বাধীনতা চিকিৎসক পরিষদের ঢাকা শিশু হাসপাতালের সাধারণ সম্পাদক বলেন, যে ঘটনাটা ঘটেছে—এর জন্য চিকিৎসক হিসেবে আমি লজ্জিত।

ঘটনার সত্যতা পাওয়ায় দুই আনসার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তা জহুরুল ইসলাম।

সরকারি হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের এমন দৌরাত্ম্যের প্রতিকার চান চিকিৎসকরাও।

এসএইচ-৩৯/২৪/২১ (ন্যাশনাল ডেস্ক)