দুপুর ২:১৫
শুক্রবার
১৭ ই মে ২০২৪ ইংরেজি
৩ রা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
৯ ই জ্বিলকদ ১৪৪৫ হিজরী
spot_img

হাসপাতাল থেকে চুরি হওয়া ২ নবজাতক উদ্ধার, আটক ৭

সিরাজগঞ্জে হাসপাতাল থেকে চুরি হওয়া দুই নবজাতককে উদ্ধার করা হয়েছে। আটক করা হযেছে চোর চক্রের সাত সদস‌্যকে।

রোববার দুপুরে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, একজনকে জীবিত ও আরেকজন মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

গত ২৩ ফেব্রুয়ারি সরকারি হাসপাতাল থেকে চুরি করা হয় শিশু মাহিমকে। এছাড়া, ২৭ ফেব্রুয়ারি বিকালে সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতাল থেকে চুরি হয় অপর শিশু সামিউল।

পুলিশ জানায়, শনিবার রাতে জেলার উল্লাপাড়ার আলোকদিয়া থেকে মাহিমকে মৃত অবস্থায় ও সামিউলকে জীবতি অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত চোর চক্রের ৫ জন নারী ও ২ পুরুষ সদস্যকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, সলঙ্গা থানার আলোকদিয়া গ্রামের মৃত সোলায়মান হোসেনের স্ত্রী সয়রন বিবি, তার মেয়ে আলপনা খাতুন, ছেলে রবিউল ইসলাম, রবিউলের স্ত্রী ময়না খাতুন, একই গ্রামের মৃত সাইফুল ইসলামের স্ত্রী মিনা খাতুন ও একই গ্রামের রেজাউলের স্ত্রী খাদিজা খাতুন ও গ্রাম ডাক্তার শরিফুল ইসলাম।

এসএইচ-২৫/২৮/২১ (উত্তরাঞ্চল ডেস্ক)

মিয়ানমারে বিক্ষোভে পুলিশের দমনপীড়ন, নিহত ২

মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভে পুলিশ গুলি চালানোয় অন্তত দু’জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।

রোববার দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গুন এবং দক্ষিণাঞ্চলের শহর দাওয়েতে বিক্ষোভকারীদের ওপর স্টান গ্রেনেড ও কাঁদানে গ্যাস ব্যবহার করে এবং ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এ সময় দু’জন বিক্ষোভকারী নিহত হন।

মিয়ানমার নাও মিডিয়া গ্রুপ টুইটারে একটি ভিডিও পোস্ট করে, যেখানে ইয়াঙ্গুনের হলেদান সেন্টার সড়কের মোড়ের কাছে আহত এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। পোস্টে বলা হয়, ওই ব্যক্তিকে ‘বুকে গুলি করা হয়েছে’।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক।

গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নিয়ন্ত্রণ নেয় দেশটির সেনাবাহিনী। এ ঘটনার পর পরই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে মিয়ানমার। সেনাবাহিনীর চোখ রাঙানি এবং পুলিশের দমনপীড়ন উপেক্ষা করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন মিয়ানমারের সব শ্রেণি-পেশার মানুষ।

এসএইচ-২৪/২৮/২১ (আন্তর্জাতিক ডেস্ক)

রাজশাহীতে ভোটকেন্দ্রে হাতবোমা বিস্ফোরণ

রাজশাহীর চারঘাট পৌরসভা নির্বাচনের ভোটকেন্দ্রে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার বেলা ১১টার দিকে সারদা থানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ঘটনার সময় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী একরামুল হক এবং বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী জাকিরুল ইসলাম বিকুল ওই ভোটকেন্দ্রেই ছিলেন। তারা টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। তখনই সামান্য দূরে ভোটারদের সারির পেছনে হাতবোমা দুটি নিক্ষেপ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি হাতবোমার একটি বিস্ফোরিত হয় এবং অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অবিস্ফোরিত হাতবোমাটি উদ্ধার করে। এরপর সেটি নিষ্ক্রিয় করা হয়। হাতবোমার বিস্ফোরণের সময় অনেক ভোটার ভোটকেন্দ্র থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

ভোটকেন্দ্রে হাতবোমা বিস্ফোরণের এই ঘটনার জন্য দুই প্রার্থী একে-অন্যকে দুষছেন। বিএনপি প্রার্থী জাকিরুল ইসলাম বিকুল বলেন, নৌকার প্রার্থীর সমর্থকেরা ভোটকেন্দ্র দখলে নিতে চায়। এ কারণে ভোটারদের আতঙ্কিত করে ভোটকেন্দ্র ফাঁকা করতে তারা হাতবোমার এই বিস্ফোরণ ঘটিয়েছেন।

একই কথা বলেছেন আওয়ামী লীগের প্রার্থী একরামুল হক। তিনি বলেন, এটা বিএনপি ও জামায়াত-শিবিরের ক্যাডারদের কাজ। তারা আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের সামনেই বিস্ফোরণ ঘটিয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম বলেন, কারা হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছেন তা বলতে পারব না। তবে এ ধরনের একটা ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

পৌরসভা নির্বাচনের পঞ্চম ধাপে রাজশাহীর দুটি পৌরসভায় ভোটগ্রহণ করা হচ্ছে। চারঘাট ছাড়া অন্যটি হলো দুর্গাপুর পৌরসভা। চারঘাটের এক কেন্দ্রে হাতবোমা বিস্ফোরণ ছাড়া আর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উৎসবমুখর পরিবেশেই ভোটাররা ভোট দিচ্ছেন।

এসএইচ-২৩/২৮/২১ (নিজস্ব প্রতিবেদক)

ভিভো আনছে এস৯

মোবাইল ফোনের বাজারে খুব অল্প সময়ের মধ্যে নাম করেছে ভিভো।। আন্তর্জাতিক বাজারেও যথেষ্ট জনপ্রিয় এই ব্র্যান্ড। ক্রেতা চাহিদায় নিরিখে ভিভো একের পর এক নতুন ফোন আনছে।

বিভিন্ন বাজেটের মধ্যেও ফোন বাজারে আনছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় এবার আসছে ভিভো এস৯।

শুরুতে চীনের বাজারে পাওয়া যাবে মডেলটি। এজন্য প্রি-বুকিং নেয়া হচ্ছে।

এই ফোনে থাকবে ৬.৪৪ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লে। সঙ্গে থাকছে অক্টাকোর মিডিয়াটেক ডায়মেনসিটি ৮২০ চিপসেট।

ফোনটিতে ৪১০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে। এছাড়া এই ফোনে থাকবে ৩৩ ওয়াটের দ্রুত চার্জের সুবিধা। তবে এই ফোনে কত মেমরি থাকবে টা জানা যায়নি।

মনে করা হচ্ছে বাজারে থাকা বাকি ফোনকে টেক্কা দেওয়ার জন্য যথেষ্ট বেশি পরিমানে মেমোরির সুবিধা থাকবে। পাশাপাশি লঞ্চের সময়ে এই ফোনের দাম সামনে আনা হবে বলে মনে করা হচ্ছে।

এসএইচ-২২/২৮/২১ (প্রযুক্তি ডেস্ক)

দর্শকশূন্য গ্যালারিতে হবে ভারত-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ

আগামী ২৩-২৮ মার্চ পুণেতেই অনুষ্ঠিত হবে ভারত-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ। তবে ফাঁকা গ্যালারিতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলি। ভারতের মহারাষ্ট্রে নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এমনই সিদ্ধান্ত গ্রহণ করল ভারত সরকার। প্রাথমিকভাবে পুণে থেকে ওয়ানডে সিরিজ সরে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হলেও ম্যাচ আয়োজনের ব্যাপারে শেষ পর্যন্ত পুনেকেই সিলমোহর দেওয়া হলো।

শনিবার এ ব্যাপারে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে প্রেসিডেন্ট বিকাশ কাকাটকর এবং গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মিলিন্দ নাভেরকর একটি বৈঠকে বসেন। সেই বৈঠকের পরই ঠিক হয় পুণেতেই অনুষ্ঠিত হবে ভারত-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ। তবে খেলাগুলি হবে দর্শকশূন্য গ্যালারিতে। একইসঙ্গে ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের নিরাপত্তার জন্য এমসিএ প্রেসিডেন্টকে প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে

মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, মহারাষ্ট্রে সাম্প্রতিক সময়ে কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির বিষয়টি গুরুত্ব দিয়ে ম্যাচগুলি দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতিকে অনুরোধ করা হয়েছে যাতে ক্রিকেটার এবং অফিসিয়ালদের কথা ভেবে প্রয়োজনীয় সবরকম সতর্কতা গ্রহণ করা হয়। এরই সঙ্গে তিনম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে সকল অনিশ্চয়তা দূর হল।

এই মুহূর্তে আহ্মেদাবাদে টেস্ট সিরিজ খেলছে ভারত ও ইংল্যান্ড। গত বৃহস্পতিবার শেষ হয়েছে সিরিজের তৃতীয় তথা পিঙ্ক বল টেস্ট। মোতেরায় নরেন্দ্র মোদী নামাঙ্কিত নবনির্মিত বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে প্রায় ৫০ হাজার দর্শককে মাঠে ঢোকার অনুমতি দিয়েছিল বিসিসিআই। সিরিজের শেষ টেস্টেও একই নিয়ম বলবৎ রেখেছে বোর্ড।

এর আগে চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টেও ৫০ শতাংশ দর্শকের উপস্থিতি ছিল স্টেডিয়ামে। আগামী ৪ মার্চ থেকে আমদাবাদে অনুষ্ঠিত হবে সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট। টেস্ট সিরিজের পর আমদাবাদেই হওয়ার কথা পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। তারপর দুইদলই পুণে উড়ে যাবে।

এসএইচ-২১/২৮/২১ (স্পোর্টস ডেস্ক)

ছেলে শিক্ষার্থী কমে যাচ্ছে কেন, ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে শিক্ষার্থী কেন কমে যাচ্ছে, তার কারণ উদঘাটন করে ব্যবস্থা নিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আওয়ামী লীগ সবসময়ই চেয়েছে শিক্ষা খাতের প্রসার। বর্তমানে শিক্ষার হার ৭৪ দশমিক ৪ শতাংশ।

সরকার দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশের এই ধারা অব্যাহত রাখতে উপযুক্ত শিক্ষাব্যবস্থার কোনো বিকল্প নেই।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি, টিউশন ফি, ভর্তি সহায়তা ও চিকিৎসা অনুদান বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।

অনলাইন মাধ্যমে ২০২০-২১ অর্থবছরে স্নাতক পর্যায়ে উপবৃত্তি, ভর্তি ও চিকিৎসা অনুদান হিসেবে ৮৭ কোটি ৫২ লাখ ৫৫ হাজার ৪০০ টাকা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শিক্ষার উন্নয়ন ও প্রসারে বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে সারাদেশের লাখ লাখ শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দিয়ে যাচ্ছি। আমরা শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। এ ক্ষেত্রে বিত্তশালীরাও এগিয়ে আসবেন। আমাদের শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ডে সহায়তা করবেন বা নিজ নিজ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে সহায়তা করবেন। নিজে যে প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন, সেটার উন্নয়নে ও সেখানকার শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসলেই তো হয়।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘২০০৯ সালে সরকার গঠন করে এই ট্রাস্ট গঠনের উদ্যোগ নিয়েছিলাম। ২০১২ সালে এটি প্রতিষ্ঠা করি। এর মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে উপবৃত্তি, টিউশন ফি, ভর্তি সহায়তা ও চিকিৎসা অনুদান দেয়া হচ্ছে। উচ্চশিক্ষায় ফেলোশিপ দেয়া হচ্ছে।’

গণভবন প্রান্ত থেকে এ অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া। বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান প্রমুখ।

এসএইচ-২০/২৮/২১ (ন্যাশনাল ডেস্ক)

প্রেসক্লাবে ছাত্রদলের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ১৫

জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদলের কর্মসূচিকে কেন্দ্র করে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের ১০ সদস‌্য ও ছাত্রদলের পাঁচ নেতা-নেতা-কর্মী আহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি পালন করার জন্য নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা এসেও হাজির হন।

অনুমতি না থাকায় সমাবেশ করতে নিষেধ করা হয় পুলিশের পক্ষ থেকে। এসময় উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছাত্রদলের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ‌্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন। পুলিশ লাঠিচার্জ করলে উভয় পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে।

রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদ হোসেন বলেন, প্রেসক্লাবের সামনে সমাবেশ করার অনুমতি তারা নেয়নি। এ কারণে সমাবেশ করতে বারণ করা হলেও তারা না শুনে পুলিশের ওপর হামলা করে। এতে প্রায় ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন।

সংঘর্ষের সময় প্রেসক্লাব, কদম ফোয়ারা হাইকোর্টের সামনেসহ আশেপাশের এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়। সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকে। পুরো এলাকার দোকানপাটও বন্ধ করে দেওয়া হয়। দুপুর পৌনে ১২ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, ছাত্রদল ও পুলিশের সংঘর্ষের ঘটনায় পুলিশসহ ১৫ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এসএইচ-১৯/২৮/২১ (ন্যাশনাল ডেস্ক)

‘করোনা তহবিল’ পাসে লাভবান হবেন বাংলাদেশি আমেরিকানরা

অবশেষে করোনাভাইরাস মহামারি মোকাবিলায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলার ‘করোনা তহবিল’ বিলটি পাস হয়েছে।

এতে লাভবান হবেন সাড়ে ৮ কোটি মার্কিন নাগরিক ছাড়াও ১০ লাখ বাংলাদেশি আমেরিকান।

বিলটি পাস হওয়ায় বার্ষিক আয় ৭৫ হাজার ডলারের কম (স্বামী-স্ত্রীর দেড় লাখ ডলার) আয়ের মার্কিন নাগরিকরা মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাবেন। আর বেকাররা সপ্তাহে ৪০০ ডলার করে ফেডারেল ভাতা পাবেন আগস্ট পর্যন্ত।

উল্লেখ্য, ফেডারেল ন্যূনতম মজুরি ২০০৭ সালে প্রতি ঘণ্টা ৭ দশমিক ২৫ ডলার নির্ধারণ করা হয়। এরপর আর বাড়ানো হয়নি। এ অবস্থায় নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়াসহ বিভিন্ন স্টেটের ২৫টিরও অধিক সিটি ও স্টেট তার ন্যূনতম মজুরি ঘণ্টা বাড়িয়েছে।

স্থানীয় সময় শনিবার নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভে পাস হওয়া পর্বতসম এই বিলে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন বাইডেন।

২১৯-২১২ ভোটে পাস হওয়া এ বিলে রিপাবলিকানদের সঙ্গে ডেমোক্র্যাটিক পার্টির দুই কংগ্রেসম্যানও বিরোধিতায় ছিলেন। তারা বিলের বিপক্ষে ভোট দিয়েছেন।

প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলসি আশা করছেন যে, সময়ের দাবি অনুযায়ী সিনেটও বিলটি পাস করবে। সারা যুক্তরাষ্ট্রে ভয়ংকর একটি পরিস্থিতি বিরাজ করছে, অনেক মানুষ দু’বেলা খাবার পাচ্ছে না। শিশুর অধিকাংশই পুষ্টিকর খাদ্যের অভাবে দিনাতিপাত করছে। এটা যুক্তরাষ্ট্রের দৃশ্য হতে পারে না।

এসএইচ-১৮/২৮/২১ (আন্তর্জাতিক ডেস্ক)

বাচ্চার পা ধরে টানাটানি, মাথা ছিঁড়ে রইল গর্ভে

যশোর জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে এক অন্তঃসত্ত্বা নারীর পেট থেকে মৃত বাচ্চা বের করতে গিয়ে মাথা থেকে যাওয়া নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোগীর স্বজনদের অভিযোগ হাসপাতালের আয়া বাচ্চা বের করার চেষ্টা করায় এমনটি ঘটেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বাচ্চা পচে যাওয়ায় এমনটি হয়েছে। তবে অভিযুক্ত আয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

রোগীর স্বজনরা জানান, শনিবার সকালে হাসপাতালে আন্না নামে এক অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতালে আনা হয়। চিকিৎসকের পরমার্শে আল্ট্রাসনোগ্রাম করানো হয়। এরপর চিকিৎসক জানান, পেটে বাচ্চা মারা গেছে। বাচ্চাটি নরমাল ডেলিভারির মাধ্যমে বের করতে ওষুধ দেয়া হয়।

এরপর চিকিৎসক চলে যান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গর্ভে থাকা বাচ্চার দুই পা বেরিয়ে এলে রোগী আন্নাকে লেভার ওয়ার্ডে নিয়ে যান আয়া মোমেনা। বাচ্চার পা ধরে টানাটানি করলে দেহ বেরিয়ে আসে। তবে মাথা থেকেই যায়। খবর পেয়ে চিকিৎসকরা আসেন এবং নরমাল পদ্ধতিতে নবজাতককে বের করার পরামর্শ দেন।

এ বিষয়ে হাসপাতালের আরএমও জানান, ৫ মাসের বাচ্চাটি পেটে মারা যায়। মারা যাওয়া বাচ্চাটি বের করতে গিয়ে একাংশ পেটে থেকে গেছে। তবে ওষুধ দিয়ে তা বের করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে আয়া কাজটি করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এসএইচ-১৭/২৮/২১ (আঞ্চলিক ডেস্ক)

নতুন ভিসায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

‘খাশোগি ব্যান’ নামে একটি ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার আওতায় যেসব সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট তাদের লেখা ও কাজের জন্য দেশ ছাড়তে বাধ্য হবেন, কোনো দেশের সরকারের হয়ে তাদের নির্যাতন, ক্ষয়ক্ষতি বা হুমকি দিলে সেই সব ব্যক্তিকে যুক্তরাষ্ট্রে ঢোকা বন্ধ হয়ে যাবে। খবর রয়টার্স ও সিএনএনের।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন শুক্রবার এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন।

দুই বছর আগে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে নির্বাসিত সাংবাদিক জামাল খাশোগিকে হত্যায় সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের অনুমোদন ছিল বলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ হওয়ার পর এই ঘোষণা দেওয়া হয়েছে।

ওই গোয়েন্দা প্রতিবেদনে হত্যাকাণ্ডের জন্য সৌদি যুবরাজের অনুমোদন দেওয়ার কথা উল্লেখ করা হলেও নিষেধাজ্ঞার তালিকায় তার নাম রাখা হয়নি।

এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সেই সব ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে, যারা কোনো দেশের সরকারের পক্ষে সাংবাদিক, অ্যাক্টিভিস্টদের ওপর নির্যাতন ও হয়রানি করবেন।

এসএইচ-১৬/২৮/২১ (আন্তর্জাতিক ডেস্ক)