বিকাল ৩:২০
বৃহস্পতিবার
১৬ ই মে ২০২৪ ইংরেজি
২ রা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
৮ ই জ্বিলকদ ১৪৪৫ হিজরী
spot_img

ওপারে আসলেই সুখ আছে: মাহিয়া মাহি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। সদ্যই ওমরাহ পালন শেষ করে দেশে ফিরেছেন। তবে দেশে ফিরেই আইনি জটিলতায় পড়েছিলেন।

এদিকে মঙ্গলবার (২১ মার্চ) নিজের ভেরিফায়েড সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি দিয়ে পোস্ট করেছেন তিনি।

ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, সুখ যদি থাকে সাত সমুদ্রের ওপারে। তাহলে এই সাত সমুদ্র পাড়ি দেওয়া আমার জন্য এক পলকের ব্যাপার। Just ensure me, ওপারে আসলেই সুখ আছে। সেই সঙ্গে জুড়ে দিয়েছেন একটি লাভ ইমোজিও।

ইতোমধ্যে মাহির পোস্টটিতে ৬ হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। সেই সঙ্গে মন্তব্যের ঝড় উঠেছে অভিনেত্রীর ভক্ত-অনুরাগীদের। একজন লিখেছেন, আল্লাহ যেন সবপারেই আপনাকে ভালো রাখেন, এই দোয়া রইল। আরেক ভক্ত লেখেন, আল্লাহ তায়ালার রহমতে ছায়া থাকুক তোমার ওপর।

এসএ-৯/২২/২৩ (বিনোদন ডেস্ক)

ব্যস্ততাই পারে একাকিত্বকে জয় করতে

একাকিত্বের সঙ্গে লড়াই করে বেঁচে থাকা কষ্টকর। একাকিত্বের মধ্যে নিঃসঙ্গতায় ডুবে জীবনের কাছে হেরে যান অনেকে। কিছু বিষয় মেনে চললে একাকিত্বকে জয় করে নিঃসঙ্গতায় নিজেকে ভালো রাখা যায়। চলুন জেনে নেই:

সামাজিক কর্মকাণ্ডে যোগ দিতে পারেন। আগ্রহ-বোধ করেন এমন সামাজিক সংস্থা বা ক্লাবে যোগ দিয়ে নিজেকে ব্যস্ত রাখতে পারেন।
ব্যস্ততা

পুরনো বন্ধু বা পরিবারের দূর সম্পর্কের আত্মীয়ের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দিতে পারেন। তাদের সাথে দেখা করলে, গল্প করলে নিঃসঙ্গতা কিছুটা হলেও কাটতে পারে।

নতুন কোন শখ বা পুরনো কোন শখ পূরণে আগ্রহী হলে সময় কেটে যাবে খুশি মনে। পোষা প্রাণী পালার অভ্যাস করলে একাকী সময় অনেক ভালো কাটানো যায়। হতে পারে সেটা বিড়াল, কুকুর বা পাখি।

নিয়মিত একটি সময় করে ব্যায়াম বা শারীরিক চর্চা করলে খুব ভালো সময় কেটে যায়। সুযোগ থাকলে নাচের কোর্সেও ভর্তি হতে পারেন। এছাড়া খেলাধুলা করে কিংবা সাঁতার কেটেও নিজেকে ব্যস্ত রাখতে পারেন।

মন ভালো রাখতে প্রকৃতির মতো বড় বন্ধু আর নেই। তাই প্রকৃতির কাছে যান। সমুদ্র, পাহাড় বা ধারের কাছের কোনো পার্ক যেকোনো জায়গায় ঘুরে আসতে পারেন।

এসএ-৮/২২/২৩ (লাইফস্টাইল ডেস্ক)

রমজান কাটুক সুস্থতায়

বছর ঘুরে আবার আসছে পবিত্র রমজান। এ সময় চিরায়ত অভ্যাসগুলোর পাশাপাশি খাদ্যাভ্যাসও হঠাৎ করেই পাল্টে যায়। রোজা সুষ্ঠুভাবে পালন করার জন্য শরীর সুস্থ থাকা প্রয়োজন। আর রমজানে শরীর সুস্থ রাখতে ইব্রাহিম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার খাদিজা কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন। চলুন জেনে নেই পরামর্শগুলো:

ফতারের খাদ্য তালিকায় সেসব খাবার খাওয়া উচিৎ, যা শরীরের স্বাস্থ্য সুস্থ ও সতেজ রাখে। যেমন- পানি, জুস, শরবত, খেজুর, কলা, পেঁপে, শশা/খিরা, কাঁচা ছোলা, ভেজা চিড়া, খিচুরি, পায়েস, মিষ্টি, হালিম, কাঁচা ফলমূল ইত্যাদি। ইফতারে স্যুপজাতীয় খাবার খেতে পারেন।

রোজার সময় প্রতিদিনের খাবারের তালিকা পরিবর্তনের প্রয়োজন নেই। তবে পানি বেশি করে খাওয়া উচিৎ।

রাতে ও সেহরির সময় বেশি করে পানি, ভাত, ডাল, শাক-সবজি, মাছ, মাংস, ডিম একটু ঝোল করে খেতে পারেন। তবে বেশি মসলা ও তেল কসানো তরকারি খাওয়া উচিৎ না।

শরীর ও স্বাস্থ্য ঠিক রাখতে ভাজাপোড়া, শুকনো খাবার ও তৈলাক্ত খাবার না খাওয়াই ভালো। খেলেও কম খাওয়া উচিৎ। কারণ, এ জাতীয় খাবার বুকে জ্বালাপোড়া, বদহজম ও গ্যাসের সৃষ্টি করে।

রোজা রেখে অতিরিক্ত শারীরিক পরিশ্রম করা থেকে দূরে থাকুন। বেশি পরিশ্রমের ফলে শরীরের ক্ষতি হতে পারে।

সারাদিন রোজা রেখে ইফতারের সময় অতিরিক্ত খাবার না খেয়ে পরিমাণমতো খাবেন।

রোজায় যেসব খাবার খেলে হজমে সমস্যা হয় সেসব খাবার না খাওয়াই ভালো।

পর্যাপ্ত ঘুমের দিকেও লক্ষ্য রাখতে হবে। কেননা ৭-৮ ঘণ্টার কম ঘুম আপনার রোগ-প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দেবে।

সারাদিন রোজা রেখে ইফতারে পানি কম খাওয়ার কারণে হজমে সমস্যা, কোষ্ঠকাঠিন্য ও আরও অনেক সমস্যা দেখা দেয়। এ কারণে ইফতারের সময় হতে সেহরির সময় পর্যন্ত প্রচুর পরিমাণে পানি খাবেন।

যারা ডায়েট করে থাকেন রোজায় খাবারের পরিমাণ সীমিত বলে তাদের ডায়েট করার প্রয়োজন নেই।

যাদের ডায়েবেটিস আছে তারা সঠিক ও স্বাস্থ্যকর খাবার নির্বাচন করবেন। ভুল এবং অস্বাস্থ্যকর খাবার রক্তে গ্লুকোজের মাত্রার ভারসাম্য নষ্ট করতে পারে।

যারা বিভিন্ন রোগের জন্য ওষুধ সেবন করেন, তারা রোজা শুরুর আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ইফতার ও সেহরির সময় ঔষধ সেবন করতে পারেন।

এসএ-৭/২২/২৩ (লাইফস্টাইল ডেস্ক)

সুখবর দিলেন শাকিব-বুবলী

বহুদিন পর ভক্তদের সুখবর দিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও তার জীবনসঙ্গী শবনম বুবলী। আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান ও শবনম বুবলী অভিনীত সিনেমা ‘লিডার আমিই বাংলাদেশ’।

মঙ্গলবার বিকালে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া ও শাকিব খানের পেজ থেকে দেওয়া একটি পোস্টে জানানো হয়, ঈদ মাতাতে আসছে ‘লিডার’।

লিডারের প্রযোজক সৈয়দ আশিক রহমান বলেন, ‘লিডার আমিই বাংলাদেশ’ দর্শকদের কাছে হবে পূর্ণাঙ্গ বিনোদন ও মানসম্পন্ন সিনেমা। সিনেমাটি ঈদে বাংলাদেশসহ আন্তর্জাতিক থিয়েটারে একযোগে শুভ মুক্তি পেতে যাচ্ছে।

এর আগে গেল ২৬ ডিসেম্বর চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট মুক্তির অনুমতি পায় সিনেমাটি। তপু খানের পরিচালনায় এতে শাকিবের সঙ্গে অভিনয় করেছেন বুবলী।

কাহিনি ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, এলআর সীমান্ত, সুব্রত।

এসএ-৬/২২/২৩ (বিনোদন ডেস্ক)

জন্মদিনে ছেলেকে লাল গাড়ি উপহার দিলেন শাকিব

ঢালিউড সুপারস্টার শাকিব খান। বর্তমানে সিনেমা ও ব্যক্তি জীবনে বেশ টানাপড়েন চলছে তার। অপু-বুবলীর মধ্যকার অন্তর্জাল যুদ্ধের মধ্যে আবার যোগ হয়েছে অস্ট্রেলিয়া কাণ্ড। এতসব বিতর্ক-সমালোচনার ঝড় কিছুটা সামলে ব্যক্তিগত জীবনে কিছুটা স্বস্তির মুহূর্ত কাটালেন শাকিব। মঙ্গলবার সন্তান শেহজাদ খান বীরের জন্মদিন ঘরোয়াভাবে পালন করলেন শাকিব-বুবলী। এ সময় দুজন কেকে কেটে জন্মদিন উদযাপন করেন।

এদিন রাতে শাকিবের গুলশান ২ নম্বরের বাসায় ঘরোয়া আয়োজনে জন্মদিনের কেক কাটা হয়। সেখানে বীরকে নিয়ে হাজির হন বুবলী।

সেই মুহূর্তের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন বুবলী। সঙ্গে লিখেছেন, ‘পরিবারের মূল্যবান কিছু মুহূর্ত’।

এছাড়াও শাকিবের বাবা, মা, ভগ্নীপতি, বোনের ছেলে-মেয়েসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সবাই মিলে মেতে ওঠেন ছোট্ট বীরের চতুর্থ জন্মদিন উদযাপনে।

জন্মদিনে ছেলে বীরকে একটি লাল গাড়িও উপহার দিয়েছেন শাকিব খান। তবে সেই গাড়ি চলবে না রাস্তায়।

প্রসঙ্গত শাকিব খান সাবেক স্ত্রী অপু বিশ্বাস সন্তানের খবর প্রকাশ্যে নিয়ে আসায় ২০১৭ সালের ২২ নভেম্বর বিচ্ছেদের জন্য আবেদন করেন। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ হয়। এরপর ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেন আরেক চিত্রনায়িকা শবনম বুবলীকে।

গুঞ্জন ছিল, বুবলীর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় শাকিবের ঘরে নিজের সন্তান থাকার সংবাদ প্রকাশ্যে আনেন অপু। সেই হিসাবে অপুকে ডিভোর্সের ১৪৮ দিন পর বুবলীকে বিয়ে করেন শাকিব। আর সেই খবর বুবলী প্রকাশ্যে নিয়ে আসেন ১৫৩৬ দিন পর।

এসএ-৫/২২/২৩ (বিনোদন ডেস্ক)

পরিবারের সঙ্গে ছেলের জন্মদিন পালন করলেন শাকিব-বুবলী

ব্যক্তিগত জীবনে সংকটাপন্ন সময় পার করছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খান। একদিকে নতুন সিনেমার খবর নেই, অন্যদিকে অপু-বুবলীর মধ্যকার অন্তর্জাল যুদ্ধ। এর মধ্যে আবার সম্প্রতি যোগ হয়েছে অস্ট্রেলিয়াকাণ্ড। সব বিতর্কের ঝড় সামলেও ছেলে বীরের জন্মদিন পালন করলেন শাকিব খান।

মঙ্গলবার রাতে পারিবারিক আয়োজনে আনন্দঘন উদযাপনে অংশ নিয়েছেন তিনি। সে উদযাপন ছিল শাকিবের পুত্র শেহজাদ খান বীরের জন্মদিন উপলক্ষ্যে।

এদিন ফেসবুকে বীরকে শুভেচ্ছা জানিয়েছেন তার বাবা ও মা (শবনম বুবলী) দুজনেই। এর পর রাতে শাকিবের গুলশান ২ নম্বরের বাসায় ঘরোয়া আয়োজনে জন্মদিনের কেক কাটা হয়। সেখানে বীরকে নিয়ে হাজির হন বুবলী। এ ছাড়া শাকিবের বাবা-মা, ভগ্নিপতি, বোনের ছেলেমেয়েসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সবাই মিলে মেতে ওঠেন ছোট্ট বীরের চতুর্থ জন্মদিন উদযাপনে।

ওই মুহূর্তের কয়েকটি ছবি ফেসবুক পেজে শেয়ার করেছেন বুবলী। সঙ্গে লিখেছেন, ‘পরিবারের মূল্যবান কিছু মুহূর্ত’।

শাকিব-বুবলীকে একসঙ্গে দেখা একটু বিশেষ ঘটনা তো বটে। কেননা তাদের বিয়ে-সন্তানের খবর যখন প্রকাশ্যে আসে, তখন রীতিমতো বিতর্কের ঝড় উঠেছিল। ওই সময় শাকিব স্পষ্টভাবেই বলেছেন, বুবলী তার জীবনে অতীত। তার সঙ্গে সম্পর্ক কিংবা যোগাযোগ কিছু নেই। ফলে তাদের বিচ্ছেদের গুঞ্জন চাউর হয়।

সেই গুঞ্জনের আড়ালে কাগজ-কলমে তারা এখনো স্বামী-স্ত্রী কিনা, তা ধোঁয়াশায় রয়েছে। তবে পারিবারিক আয়োজনে তাদের এমন যৌথ উপস্থিতি ভক্তদের মনে নিঃসন্দেহে কিছুটা হলেও আনন্দ দিচ্ছে। যার নজির দেখা যায় বুবলীর পোস্টের কমেন্ট বক্সে। বীরকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি অনেকেই এই জুটির প্রতি ভালোবাসা জানাচ্ছেন।

জন্মদিনে ছেলে বীরকে একটি লাল গাড়িও উপহার দিয়েছেন শাকিব খান। রাস্তায় চলাচলের মতো না হলেও ঘরে দিব্যি ঘুরে-বেড়াতে পারে সেটি। আর সেই গাড়িতে বসেই উচ্ছ্বাসের সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন বুবলী ও বীর।

উল্লেখ্য, অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর ২০১৮ সালের ২০ জুলাই বুবলীকে বিয়ে করেন শাকিব খান। এর পর তাদের ঘরে একমাত্র সন্তান বীরের জন্ম হয় ২০২০ সালের ২১ মার্চ।

অন্যদিকে অপু বিশ্বাসের সঙ্গে শাকিবের বিয়ে হয়েছিল ২০০৮ সালের ১৮ এপ্রিল। এই সংসারের পুত্র আব্রাম খান জয়ের জন্ম হয়েছিল ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর।

এসএ-৪/২২/২৩ (বিনোদন ডেস্ক)

আনুশকার সঙ্গে প্রেমে পড়ার গল্প শোনালেন কোহলি!

একজন ক্রিকেট মাঠে আর অন্যজন লাইট, ক্যামেরা, অ্যাকশনে ব্যস্ত। প্রচণ্ড চাপের মাঝেও যখনই সুযোগ পান, ছুটি কাটাতে বেরিয়ে পড়েন তারকা দম্পতি বিরাট কোহলি আর আনুশকা শর্মা। বছর তিনেক প্রেম করার পর বিয়ে করেছেন তারা। কিন্তু প্রেম প্রস্তাবের আগে থেকেই আনুশকাকে নিজের প্রেমিকা ভাবতে শুরু করেছিলেন বিরাট।

প্রথমবার বিরাট কোহলির সঙ্গে আনুশকা শর্মার আলাপের পর্ব কেমন ছিল, সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন কোহলি।

আইপিএলে সাবেক সতীর্থ এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে একটি ইউটিউব ভিডিওতে আনুশকাকে নিয়ে মুখ খুলেছেন বিরাট। তাদের প্রথম আলাপ কেমন ছিল সে কথা জানিয়েছেন তিনি।

বিরাট বলেন, ২০১৩ সালে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে আনুশকাকে প্রথম দেখি। শুটিংয়ের আগে বেশ ভয় লাগছিল। ওকে কী বলব, কী ভাবে কাজ করব, সেটাই ভাবছিলাম। ও পৌঁছনোর পাঁচ মিনিট আগে আমি সেটে পৌঁছে গিয়েছিলাম। তার পরেও খুব ভয় লাগছিল।

প্রথমবার আনুশকার উচ্চতা দেখে অবাক হয়ে গিয়েছিলেন বিরাট। ভাবছিলেন তাকে কীভাবে অভিনেত্রীর পাশে মানাবে? বিরাট বলেন, একে তো আনুশকা বেশ লম্বা। তার ওপর বড় হিল পরে এসেছিল। ওকে দেখে আমি অবাক হয়েছিলাম। মজা করে ওকে বলেছিলাম, ‘এর থেকে ছোট হিল আর পেলে না?’ আনুশকা বুঝতে পারেনি আমি কেন ও রকম বলেছি।’

তবে একবার কথা বলার পর খুব তাড়াতাড়ি তাদের বন্ধুত্ব হয়ে গিয়েছিল। তার পর থেকে ফোনে কথা বলতেন তারা। তিনি বলেন, আনুশকা খুব সহজ-সরল। তাই ওর সঙ্গে তাড়াতাড়ি বন্ধুত্ব হয়েছিল। আমরা কথা বলতাম। তখনো প্রেমের সম্পর্ক হয়নি। কিন্তু আমি ভাবতাম ও আমার প্রেমিকা। একদিন ওকে মেসেজে বলেছিলাম, ‘যখন আমি সিঙ্গেল ছিলাম, তখন জীবন অন্য রকম ছিল।’ আনুশকা বলেছিল, ‘সিঙ্গেল ছিলে মানে?’ তখন আমি বুঝেছিলাম কী বলে ফেলেছি। আসলে মনে মনে ওকে প্রেমিকা ভাবতে শুরু করেছিলাম।’

ধরা পড়ে গিয়ে অবশ্য প্রেম প্রস্তাব দিতে বেশি দেরি করেননি বিরাট। প্রায় তিন বছর প্রেম করার পর ২০১৭ সালের ডিসেম্বর মাসে বিয়ে করেন তারা। ২০২১ সালের জানুয়ারিতে তাদের কন্যা ভামিকার জন্ম হয়।

এসএ-৩/২২/২৩ (বিনোদন ডেস্ক)

শাহরুখকে টপকালো রানি, ভাঙলো পাঠানের রেকর্ড

নরওয়েতে অন্য নজির গড়ল রানি মুখার্জির নতুন সিনেমা ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। সপ্তাহ শেষে বক্স অফিস সংগ্রহে বলিউডের আগের সব নজির ভেঙে দিয়েছে এই ছবি। নরওয়ের দর্শকের কাছ থেকে

বিপুল ভালবাসা পেয়ে বলিউড ছবি হিসেবেও নতুন মানদণ্ড স্থাপন করেছে অসীমা ছিব্বর পরিচালিত ছবিটি। ৭৪৫ হাজার নরওয়েজিয়ান মুদ্রা (ক্রোন) এসেছে ছবির সংগ্রহে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮৯ লাখ টাকা। সেই সঙ্গে তিন দিনে ৪.৮ হাজার অকুপেন্সি।

এর আগে সালমান খান অভিনীত ‘সুলতান’ ৪.৪ হাজার অকুপেন্সি অর্জন করেছিল ৫ দিনে। সাম্প্রতিক কালের সবচেয়ে জনপ্রিয় ছবি ‘পাঠানকে’ও ছাপিয়ে গিয়েছে রানি অভিনীত এই ছবি। পাঁচ দিনে ‘পাঠান’-এর দেশের বাইরে অকুপেন্সি ছিল ৪.১ হাজার।

সন্তানের অধিকার চেয়ে এক প্রবাসী মায়ের লড়াইয়ের কাহিনী এ ছবির উপজীব্য। মায়ের চরিত্রে রানি। কলকাতার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যও এ ছবির অন্যতম আকর্ষণ।

জানা যায় কিছুদিন আগেও রানির এই ছবি নিয়ে আপত্তি তুলেছিলেন হ্যান্স জেকব ফ্রাইডেনলুন্ড। তার বক্তব্য, ছবিতে পারিবারিক জীবন নিয়ে নরওয়ের প্রচলিত ধ্যান-ধারণাকে ভুলভাবে দেখানো হয়েছে। যার পাল্টা জবাব দিয়েছিলেন সাগরিকা ও ‘মিসেস চ্যাটার্জি’র প্রযোজক নিখিল আদবানি। এদিকে নরওয়ের সাধারণ মানুষও বেশ পছন্দ করেছেন ছবিটি।

এসএ-২/২২/২৩ (বিনোদন ডেস্ক)

মুক্তির আগেই নতুন নজির গড়লো ‘চেঙ্গিজ’

প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ‘চেঙ্গিজ’ নিয়ে রুপালি পর্দায় হাজির হচ্ছেন টলিউড সুপারস্টার জিৎ। রোজার ঈদে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে মুক্তির আগেই নতুন নজির সৃষ্টি করতে যাচ্ছে রাজেশ গঙ্গোপাধ্যায় পরিচালিত এই সিনেমা।

সাধারণত বাংলা ভাষায় মুক্তি পাওয়ার কিছু দিন পর হিন্দি ভাষায় মুক্তি পায় টলিপাড়ার সিনেমা। কিন্তু এবারই প্রথম কোনো বাংলা সিনেমা একইসঙ্গে বাংলা এবং হিন্দিতে মুক্তি পেতে চলেছে, তাও আবার একইদিনে।

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ মঙ্গলবার (২১ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘চেঙ্গিজ’-এর ছবি পোস্ট করে লেখেন, ‘এই প্রথম কোনো বাংলা সিনেমা একইসঙ্গে হিন্দি এবং বাংলা ভাষায় মুক্তি পেতে চলেছে। এটি আগামী ২১ এপ্রিল, ঈদের দিন মুক্তি পাবে।’

এ বিষয়ে এক টুইট বার্তায় অভিনেতা জানান, আমরা আনন্দের সাথে ঘোষণা করছি যে ‘চেঙ্গিজ’ হবে প্রথম বাংলা চলচ্চিত্র যেটি একসাথে বাংলা এবং হিন্দিতে মুক্তি পাবে।

‘চেঙ্গিজ’-এ জিতের বিপরীতে থাকছেন সুস্মিতা চট্টোপাধ্যায়। এছাড়াও রয়েছেন শতাফ ফিগার। সিনেমায় বিশেষ চরিত্রে অভিনয় করেছেন রোহিত বসু রায়। ইন্ডাস্ট্রির একটি সূত্রের তথ্য অনুযায়ী জানা যায়, জিৎ তার নতুন সিনেমা নিয়ে বেশ আশাবাদী। আর এ জন্যেই সিনেমাটিকে বড় পর্যায়ে মুক্তির পরিকল্পনা করা হয়েছে।

গত বছর ৩০ নভেম্বর জিতের জন্মদিনে মুক্তি পেয়েছিলো ‘চেঙ্গিজ’-এর টিজ়ার। এরপরই স্পষ্ট হয়ে যায় নতুন সিনেমায় জিৎ তার পরিচিত ঘরানাতেই বিচরণ করবেন। এখন ‘চেঙ্গিজ’ রূপে তিনি দর্শকদের মন জয় করে নিতে পারেন কিনা সেটি দেখার অপেক্ষা।

এসএ-১/২২/২৩ (বিনোদন ডেস্ক)

বাংলাদেশ-ভুটানের মধ্যে ট্রানজিট চুক্তি সই

ট্রানজিট সুবিধায় যানবাহন চলাচল নিয়ে বাংলাদেশ ও ভুটানের মধ্যে যুগান্তকারী একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ করবে।

বুধবার (২২ মার্চ) ভুটানের রাজধানী থিম্পুতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের পক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও ভুটানের বাণিজ্যমন্ত্রী কর্মা দরজি এই চুক্তি স্বাক্ষর করেন।

এ চুক্তিকে যুগান্তকারী আখ্যা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ভুটানের সঙ্গে ট্রানজিট চুক্তির বিষয়টি কেবিনেট বৈঠকে চূড়ান্ত হয়। ভুটানের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো।

বাণিজ্যমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ চুক্তির ফলে ভুটান আমদানি-রপ্তানির প্রয়োজনে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে পারবে। ভুটানেও আমাদের রপ্তানি বাড়বে।

এআর-০৭/২২/০৩ (ন্যাশনাল ডেস্ক)