রাত ১১:৪৮
সোমবার
২৯ শে এপ্রিল ২০২৪ ইংরেজি
১৬ ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
২০ শে শাওয়াল ১৪৪৫ হিজরী
spot_img

মেয়ের বিয়ে দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়!

কলকাতার জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী মোহর সেনকে বিয়ে করলেন গায়ক দুর্নিবার সাহা। আর নিজে দাঁড়িয়ে থেকে সেই বিয়ে দিলেন নায়ক প্রসেনজিৎ৷

আনন্দবাজারের খবরে বলা হয়, প্রায় এক বছর প্রেম পর্বের পর সাত পাকে বাঁধা পড়লেন দুর্নিবার-মোহর। পরনে লাল সুতোর কাজ করা সাদা পাঞ্জাবি, গলায় গোলাপের মালা পরে বিয়ের আসরে হাজির ছিলেন নতুন বর। আর মোহরের পরনে ছিল লাল বেনারসী। সঙ্গে মানানসই সোনার গয়না।

বিয়ের আয়োজনেও ছিল এলাহি খাওয়াদাওয়া। মালাই কবাব, ফুচকা থেকে মাছের হরেক রকম পদ, পনির, খাসির মাংসের সঙ্গে হরেক রকমের মিষ্টি।

এদিকে বিয়ের অতিথি আপ্যায়ন থেকে বিয়ের খুঁটিনাটি প্রতিটি ক্ষেত্রে দেখা গেছে প্রসেনজিৎকে। আর মোহর তার খুবই কাছের। তাই প্রতিটা মুহূর্তেই পাশে থাকলেন জনপ্রিয় এ নায়ক।

মোহর আর দুর্নিবারের প্রেম নিয়ে কম বিতর্ক হয়নি। প্রাক্তন স্ত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে গায়কের বিচ্ছেদ প্রসঙ্গে অনেকে অনেক কথাই বলেছিলেন। তবে সেই সব এখন অতীত। মোহরকে নিয়ে আবারও জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন দুর্নিবার।

এসএ-১৪/১০/২৩ (বিনোদন ডেস্ক)

দক্ষিণী ছবিতে নিষিদ্ধ হলেন ইলিয়ানা!

দক্ষিণ ভারতের সিনেমায় অভিনয় করেই জনপ্রিয়তা পান অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। এবার সেই দক্ষিণী ছবিতেই নিষিদ্ধ হলেন অভিনেত্রী। পুরো টাকা নিয়েও শুটিংয়ে না আসায় তার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সূত্রের খবর, একটি তামিল ছবির জন্য সম্পূর্ণ টাকা নিয়েও শুটিংয়ে আসেননি ইলিয়ানা। যার ফলে বিরাট অঙ্কের ক্ষতি হয় ছবির প্রযোজকের। যদিও এই প্রসঙ্গে অভিনেত্রীর পক্ষ থেকে কোনো বিবৃতি মেলেনি।

কয়েক মাস আগেই শোনা যায়, অসুস্থ ইলিয়ানা। হাসপাতালের বিছানায় শুয়ে নিজের ছবি দেন। শরীরে পানির পরিমাণ কমে যাওয়ায় হাসপাতালে ভর্তি করাতে হয় তাকে। সেই সময় প্রায় তিন বোতল স্যালাইন দিতে হয় অভিনেত্রীকে। পরে অবশ্য নিজের স্বাস্থ্যের খবর জানান, স্থিতিশীল রয়েছেন তিনি।

প্রথম বলিউড ছবি ‘বরফি’তে সাফল্য পেলেও পরবর্তীতে সেভাবে নজর কাড়তে পারেননি ইলিয়ানা। অস্ট্রেলীয় চিত্রগ্রাহকের সঙ্গে সম্পর্ক ভাঙার পর অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি। গুঞ্জন ছড়ায়, বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ভাইয়ের সঙ্গে সম্পর্কে আছেন এই লাস্যময়ী নায়িকা।

উল্লেখ্য, ইলিয়ানা ডি’ক্রুজকে সর্বশেষ দেখা গেছে, ‘দ্য বিগ বুল’ ছবিতে। এতে মীরা রাও চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হন। সিনেমার পাশাপাশি আগামীতে তাকে ওয়েব সিরিজেও দেখা যাবে।

এসএ-১৩/১০/২৩ (বিনোদন ডেস্ক)

শীর্ষে মেহজাবীন চৌধুরী!

সময় ও সভ্যতার পরিবর্তনে এখন গুণের পাশাপাশি তারকার জনপ্রিয়তা মাপা হয় অনুসারী দিয়ে। সেদিক থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন মেহজাবীন চৌধুরী, যাকে বলা হয় দেশের সর্বাধিক দর্শকের তারকা। এ অর্জনের মধ্য দিয়ে মেহজাবীনের অসংখ্য রেকর্ডের খাতায় এবার যুক্ত হল নতুন অধ্যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এমনিতেই সবচেয়ে বেশি ফলোয়ার তার।

দেশের প্রথম ব্যক্তি হিসেবে এ তারকার ফলোয়ার সংখ্যা ৫ মিলিয়ন বা ৫০ লাখের ‘ম্যাজিক ফিগার’ স্পর্শ করেছে। শুধু তাই নয়, বাংলাদেশের আর কোন তারকা কিংবা প্রতিষ্ঠানেরও ইনস্টাগ্রামে এতটা অনুসারী নেই।

৪০ লাখ ৭০ হাজার অনুসারী নিয়ে এ মাধ্যমে দ্বিতীয় অবস্থানে রয়েছেন তানজিন তিশা। তৃতীয় অবস্থানে রয়েছেন নুসরাত ফারিয়া, যার বর্তমান ইনস্টাগ্রাম অনুসারী ৩০ লাখ ৯০ হাজারেরও বেশি।

এ বিষয়ে মেহজাবীন চৌধুরী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের আলাদা একটা অডিয়েন্স আছে, তারা আমাকে অনুসরণ করে এটা আমার জন্য ভালো লাগার। আজকে ৫০ লাখ পূর্ণ হলো, এটা অন্যরকম এক ভালো লাগা সেইসাথে বাড়তি পাওয়া। যারা আমাকে অনুসরণ করছেন তাদেরকে আন্তরিক ভালোবাসা জানাই।

মেহজাবীন বলেন, আমার এই আইডিটা অনেক আগে খুলেছিলাম, ২০১২ সালে। তখন প্রায় কয়েক বছর এটার প্রাইভেসি প্রাইভেট করে রেখেছিলাম। তা নাহলে এতদিনে হয়তো আরও অনেক বেশি অনুসারী হতো। তখন শুধু আমার কাছের কয়েকজন কয়েকজনই ছিলেন আইডিতে।

এরপর ২০১৭ সালের দিকে এটার প্রাইভেসি পাবলিক করি। যখন কাজে নিয়মিত হলাম এবং বিভিন্ন প্রোডাক্টসের শুভেচ্ছাদূত হওয়া, ইনস্টাতে তাদের প্রোডাক্ট প্রমোশন করার বিষয়ে ডিমান্ড আসতে শুরু করলো যে, এ মাধ্যমেও একটা আলাদা অডিয়েন্সের কাছে পৌঁছানো সম্ভব। তখন সেটা সবার জন্য উন্মুক্ত করি। এ মাধ্যমেও দর্শকের কাছাকাছি পৌঁছানো যায়, কাজের প্রমোশন করা যায়, তাদেরকে যেকোন বার্তা দেওয়া যায়। যারা এভাবেই সবসময় আমার পাশে থেকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা।

রেকর্ড গড়া যেন মেহজাবীনের জন্য এখন পানির মত সহজ হয়ে দাঁড়িয়েছে।প্রতিভার গুণে নিজের ঝুলি ভারী করছেন অর্জনের পাল্লায়। শুধু অভিনয় গুণেই নয়, অনুসারীর দিক থেকেও এখন সর্বসেরা এ তারকা।

এসএ-১২/১০/২৩ (বিনোদন ডেস্ক)

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন রকিবুল হাসান 

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে চলতি বছর ৯ ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে। বৃহস্পতিবার (৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই প্রজ্ঞাপন জারির পর থেকেই খুশির বার্তা বইছে দেশের ক্রীড়াঙ্গনে। এবার ক্রীড়া ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এ এস এম রকিবুল হাসান।
১৯৭৯ সালে আইসিসি ট্রফিতে রকিবুল হাসান টাইগারদের অধিনায়ক ছিলেন। আর ১৯৬৯ সালে মাত্র ১৬ বছর বয়সেই পাকিস্তান টেস্ট দলের দ্বাদশ খেলোয়াড় হিসেবে স্কোয়াডে ছিলেন রকিবুল। এ ছাড়া ১৯৭১ সালের ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ম্যাচে কমনওয়েলথ একাদশে ওপেনার ছিলেন তিনি। এরপরই মহান মুক্তিযুদ্ধে যোগ দেন রকিবুল।
এখন খেলোয়াড়ি পেশা ছাড়লেও ক্রিকেটের সঙ্গেই আছেন তিনি, টাইগারদের সাবেক এই অধিনায়ক এখন ম্যাচ রেফারি হিসেবে কাজ করেন।
১৯৫৩ সালের ১ জানুয়ারি বাংলাদেশের এক কৃতি ক্রিকেট খেলোয়াড়। পাকিস্তান আমলে খেলোয়াড়ি জীবন শুরু করা রকিবুল দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এ ছাড়াও ৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। পাকিস্তান টেস্ট দলে এক সময় তার অন্তর্ভুক্তির সমূহ সম্ভাবনা ছিল। অনেকের মতে, পূর্ব পাকিস্তানি ও বাঙালি বিধায় তাকে সেই সুযোগ দেওয়া হয়নি। বাংলাদেশ সৃষ্টির পর দীর্ঘদিন জাতীয় দলের ওপেনার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
উল্লেখ্য, ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দেওয়া হচ্ছে। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে ৫ লাখ টাকা, আঠারো ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।
এসএ-১১/১০/২৩ (স্পোর্টস ডেস্ক)

রাশমিকা মান্দানার প্রেমে মজেছেন শুভমান গিল

ভারতের জনপ্রিয় খেলোয়াড় শুভমান গিল। মাঝে-মধ্যেই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন এই ক্রিকেটার। সম্প্রতি ফের আলোচনায় এসেছেন তিনি। শোনা যাচ্ছে, এবার নাকি দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানার প্রেমে মজেছেন তিনি।

এর আগেও বলি অভিনেত্রী সারা আলী খানের সঙ্গে নাম জড়িয়েছিল শুভমানের। কিন্তু রাশমিকাই নাকি গিলের বর্তমান ক্রাশ। বেশ কদিন ধরেই খবরটি ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়।

রাশমিকাকে ঠিক কবে মন দিয়েছেন তিনি, তা নিজেই জানেন না। সম্প্রতি ইন্সট্যান্ট বলিউড নামের ভেরিফায়েড ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের একটি পোস্টের মাধ্যমে এমনটাই দাবি করা হয়েছে।

আর সেই পোস্টের নিচে প্রতিক্রিয়া জানিয়েছেন এই ওপেনার। সেই পোস্টের কমেন্টে তিনি লেখেন, কোন সাক্ষাৎকারে আমি এমন কথা বলেছিলাম, তা তো আমি নিজেই জানি না।

তবে ঘুরেফিরে সারেতেই শুভমানের মন রয়েছে বলেই দাবি করছেন ক্রিকেটারের ভক্ত-অনুরাগীরা।

এসএ-১০/১০/২৩ (বিনোদন ডেস্ক)

বুড়ো হইনি, বিয়ে না করা পর্যন্ত আমি ইয়াং: জায়েদ

ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। তার সমবয়সী ও জুনিয়র শিল্পীরা সংসার শুরু করলেও এখনও এ নায়কের বিয়ের সানাই বাজেনি। যতদিন সংসার শুরু না করছেন, ততদিন নিজেকে যুবক ভাববেন তিনি!

জায়েদ খানের ভাষ্য, ‘আমি এখনও বুড়ো হইনি। যতক্ষণ পর্যন্ত সংসার না হয়, ততক্ষণ পর্যন্ত আমি ইয়াং। আমি আমার জীবনটা উপভোগ করছি।’

তিনি যোগ করেন, ‘জন্ম-মৃত্যু-বিয়ে আল্লাহর হাতে। এখনও মানসিকভাবে সংসার করার প্রস্তুতি নিইনি। সংসার করলে মন দিয়েই করব।’

নায়ক আগেই জানিয়েছিলেন, সবুরের ফল সবসময় মিষ্টি হয়। বাবা-মা’র জীবদ্দশায় আমার বিয়ে দেখে যেতে পারেননি। তাদের খুব ইচ্ছা ছিল, আমার বিয়ে দেখার। এখন আমার দুই ভাই ও এক বোন রয়েছে। সবার সঙ্গে আলোচনা করে যখন সিদ্ধান্ত নেব, তখন সবাইকে নিয়ে বেশ ঘটা করে বিয়ে করব।

এসএ-৯/১০/২৩ (বিনোদন ডেস্ক)

অকারণে হেনস্তা করার চেষ্টা চলছে অভিনেত্রী সানিকে!

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সানি লিওন। ২০২২ সালের ১৬ নভেম্বর অভিনেত্রীসহ তার স্বামী ড্যানিয়েল এবং তাদের এক সহকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন এক ইভেন্ট ম্যানেজার।

তিনি অভিযোগ করেছিলেন, অনেক টাকা পারিশ্রমিক নিয়েও অনুষ্ঠানে এসে কোনো পারফর্ম করেননি সানি। আর এই ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়। কিন্তু তাদের বিরুদ্ধে আনিত প্রতারণার অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন কেরালা হাইকোর্টের বিচারপতি বেচু কুরিয়েন থমাস।

তিনি বলেন, অকারণে হেনস্তা করার চেষ্টা চলছে অভিনেত্রী সানিকে। এর মধ্যে অপরাধ কোথায়, সেটাই বুঝতে পারছি না। এই মামলা বাতিল করার পক্ষে আমি।

তবে তদন্ত যেন চলতে পারে, সে জন্য মামলার শুনানি চলবে। পরবর্তী মামলার শুনানি আগামী ৩১ মার্চ ঘোষণা করা হয়েছে।

ওই ঘটনায় তদন্তে দেখা গেছে, সানি পারফর্ম না করলেও, অভিযোগকারীর কোনো লোকসান হয়নি। সেই সঙ্গে অভিনেত্রীর পক্ষ থেকেও এমন ঘটনার কথা অস্বীকার করা হয়েছে। আর প্রমাণ হিসাবে যা পেশ করা হয়েছে, তা যথেষ্ট বলে মনে করেনি ম্যাজিস্ট্রেট কোর্ট। তাই উপযুক্ত প্রমাণের অভাবে মামলাটি সেখানেই বাতিল হয়ে যায়।

এসএ-৮/১০/২৩ (বিনোদন ডেস্ক)

আমার শরীরের রং আকস্মিকভাবে বদলে যায়: পাওলি দাম

টালিউড ও বলিউডের সাড়া জাগানো অভিনেত্রী পাওলি দাম। অভিনয়ের নৈপুণ্যতায় যেন অভিনেত্রীর কাছে হেরে গেছে তার বোল্ডনেস। সেই সঙ্গে নিন্দুকদেরও দেখিয়ে দিয়েছেন শরীরের রং আসলে কিছু নয়, যোগ্যতাটাই আসল। প্রমাণ করেছেন চেহারা যেমনই হোক না কেন, যোগ্যতা থাকলে সাফল্য আসবেই।

প্রায় ১৭ বছর আগে অভিনয় জগতে পা রাখেন এই অভিনেত্রী। কিন্তু তার এই শুরুটা মোটেও সহজ ছিল না। চলার পথে বহুবার শিকার হয়েছেন বডি শেমিংয়ের। শুনতে হয়েছে নানা তিরস্কার। সম্প্রতি সেই সময়ের নানা বিষয় নিয়ে কথা বলেছেন পাওলি।

অভিনেত্রী বলেন, আমি যখন চলচ্চিত্রে আসি তখন ‘মেয়েটা কালো, নাকটা বাঁকা, শুধু এ দুটো প্রশংসা পেয়েছি। কিন্তু যত কিছুই হোক না কেন আমি হাল ছাড়িনি। সেই সময়ে মানুষের ধারণা ছিল, ফর্সা রঙের অধিকারীরাই শুধু প্রধান চরিত্রে অভিনয় করতে পারেন। যার কারণে বেশিরভাগ সময়ই নায়িকার বোনের চরিত্র পেতাম। কিন্তু আমার আত্মবিশ্বাস ছিল প্রখর।

কিন্তু ‘কালবেলা’ ছবিটি রিলিজের পর মানুষ আমাকে গুরুত্বের দেওয়া শুরু করেন। আমার শরীরের রং আকস্মিকভাবে বদলে যায়! সেই সঙ্গে আমার অস্বাভাবিক চেহারাও আমার জন্য কাজ করে।

তবে বডি শেমিং নিয়ে যারা খুব বেশি চিন্তিত, তাদের উপদেশ দিয়ে অভিনেত্রী বলেন, ‘যাদের টার্গেট বডি শেমিং করা তাদের জন্য আমার পরামর্শ- এসব বাদ দিয়ে নিজের লক্ষ্যে মন দিন, কাজে মনযোগী হন।

অভিনেত্রী আরও বলেন, অনেকেই বলেন আমি মোটা হয়ে গেছি। এত মোটা হওয়ার পরও কেন শর্ট ড্রেস পরেছি। আসলে এসব শুনতে শুনতে এখন আমি ক্লান্ত হয়ে গেছি। আমি মোটা না পাতলা হব সেই সিদ্ধান্ত দেওয়ার তুমি কে? কারও ওজন, গায়ের রং বা উচ্চতা দেখে মানুষ কেন মানুষকে বিচার করে?

অনেকের কাছ থেকে এমনও শুনতে হয়েছে যে, আমার শরীর নাকি ঢেকে রাখা উচিত। কারণ আমার সেরকম ফিগার নেই। কিন্তু আমি তাদের নিন্দা করছি না। বরং আমি খুবই আত্মবিশ্বাসী। আমি জানি কীভাবে ছোট পোশাক পরতে হয়।

এসএ-৭/১০/২৩ (বিনোদন ডেস্ক)

পোষা প্রাণীকে বিয়ে করে ভাইরাল অভিনেত্রী দেবলীনা!

বেশ কিছুদিন হলো ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চর্চায় রয়েছেন অভিনেত্রী দেবলীনা দত্ত। এবার এই পালে ফের হাওয়া লাগল। গুঞ্জন উঠেছে, তার পোষা প্রাণী কুকুরকে বিয়ে করেছেন তিনি।

অবশ্য সেই গুঞ্জনে দোলা দিয়েছেন তিনি নিজেই। দেবলীনা ৭ মার্চ দোল পূর্ণিমা বা হোলির দিন একটি ছবি পোস্ট করেন। যেখানে তাকে অর্ধেক বিয়ের সাজে দেখা গেছে। সঙ্গে ছিল তার পোষা কুকুর রেক্সি। ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, ‘রেক্সিকে বিয়ে করলাম।’

দেবলীনার এমন ক্যাপশন চোখে পড়তেই নড়েচড়ে বসেন নেটিজেনরা। ছবিতে দেবলীনাকে অর্ধেক বিয়ের সাজে দেখায় ক্যাপশনটি বিশ্বাসযোগ্য মনে হয় অনেকের। তবে এ নিয়ে ভয়ের কোনো কারণ নেই বলে জানিয়েছেন অভিনেত্রী।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, দেবলীনা মূলত তার নতুন ছবি ম্যারেজ অ্যানিভার্সারির শ্যুটিংয়ের জন্য সেজেছিলেন। এরপরই দুষ্ট বুদ্ধি খেলে তার মাথায়। পোষা কুকুরকে সঙ্গে নিয়ে হন লেন্সবন্দি। সেইসঙ্গে সবাইকে ভড়কে দিতে এমন ক্যাপশন দিয়ে বসেন।

প্রসঙ্গত, নেটাগরিকদের শুধু ভড়কেই দেননি দেবলীনা। দোল উৎসব নিয়ে করেছেন সতর্ক। অনেকেই দোল ও হোলির দিন রাস্তার কুকুরদের গায়ে রং দেন। যেটা একেবারেই অনুচিত। সেই বিষয় নিষেধ করে তিনি লেখেন, ‘শুধু হোলি খেলো, ওদের গায়ে রং দিও না।’ এই পোস্টে তিনি একাধিক হ্যাশট্যাগ ব্যবহার করেন।

এসএ-৬/১০/২৩ (বিনোদন ডেস্ক)

টাইগারদের বিপক্ষে আয়ারল্যান্ড স্কোয়াডে পরিবর্তন

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। টাইগারদের বিপক্ষে খেলতে তিন ফরম্যাটেই দল ঘোষণা করেছিল আইরিশরা। তবে ঢাকার পথে উড়াল দেওয়ার প্রাক্কালে সব ফরম্যাটের স্কোয়াডে পরিবর্তন এনেছে আইরিশরা।

সব ফরম্যাটে ফিওন হ্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশের হয়ে এখন পর্যন্ত ৮টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন জশ লিটল। কনোর অলফার্টের বদলি হিসেবে দলে জায়গা পেয়েছেন চোট থেকে ফেরা এই ক্রিকেটার।

সূচি অনুযায়ী, আগামী ১২ মার্চ ঢাকায় পা রাখবে আয়ারল্যান্ডের খেলোয়াড়রা। এরপর ১৫ মার্চ টাইগারদের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। পরে ১৮ মার্চ থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ মার্চ।

এ ছাড়া টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো গড়াবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ২৭, ২৯ ও ৩১ মার্চ এই টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এরপর ৪ থেকে ৮ এপ্রিল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে একমাত্র টেস্টটি খেলার জন্য ঢাকায় ফিরবে দুই দল।

ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ড একাদশ : অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), মার্ক এডের, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিল্যানি, জর্জ ডকরেল, স্টেফেন ডোহেনি, গ্রাহাম হিউম, ম্যাথিউ হামফ্রেস, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রিন, ব্যারি ম্যাকার্থি, পল স্টার্লিং, হ্যারি ট্যাক্টর, লরকান টাকার, বেন হোয়াইট।

টি-টোয়েন্টি সিরিজে আয়ারল্যান্ড একাদশ : অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), মার্ক এডের, রস এডের, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিল্যানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ম্যাথিউ হামফ্রেস, ব্যারি ম্যাকার্থি, কনর ওলফার্ট, পল স্টার্লিং, হ্যারি ট্যাক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়াং।

টেস্ট ম্যাচ আয়ারল্যান্ড একাদশ : অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), মার্ক এডের, কার্টিস ক্যাম্ফার, মুরে কমিন্স, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ম্যাথিউ হামফ্রেস, অ্যান্ড্রু ম্যাকব্রিন, ব্যারি ম্যাকার্থি, জ্যামস ম্যাককলাম, পিজে মুর, হ্যারি ট্যাক্টর, লরকান টাকার, বেন হোয়াইট।

এসএ-৫/১০/২৩ (স্পোর্টস ডেস্ক)