সন্ধ্যা ৬:০২
বৃহস্পতিবার
১৬ ই মে ২০২৪ ইংরেজি
২ রা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
৮ ই জ্বিলকদ ১৪৪৫ হিজরী
spot_img

Just where are you finding professional dissertation aid

মনে হয়েছে দেশের বাইরে খেলেছি

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতেই দলীয় রান ছাড়িয়েছে তিনশ’র ওপর। সোমবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ তুলেছে প্রায় সাড়ে তিনশ রান। তবে রেকর্ড রান করেও বৃষ্টি বাধায় স্বাগতিকরা ম্যাচ জিততে পারেনি। সিলেটে আকাশের মন খারাপ করা রাতে জয় হয়েছে বৃষ্টির। তবে টাইগার ওপেনার লিটন দাসের কাছে মনে হয়নি তিনি সিলেটে খেলছেন। মনে হয়েছে দেশের বাইরে খেলছেন তিনি।

ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর সংবাদ সম্মেলনে লিটন জানান, ‘শুরুর দিকে ব্যাটিং করা খুবই কঠিন ছিল। অনেকদিন পর মনে হয় বাংলাদেশে এমন ক্রিকেট খেললাম, যেখানে ফিল আসছে যে বাইরের দেশে ক্রিকেট খেলছি। তাও আবার এরকম কন্ডিশনে। খুব একটা যে এখন উইন্টার তা না, সামারের ভেতরে এরকম কন্ডিশনে যে বল মুভ করবে। বৃষ্টির কারণে হয়তো তারা বেনিফিট পেয়েছে। তবে তাদের জন্য ম্যাচ খুবই চ্যালেঞ্জিং ছিল।’

এরকম দলীয় সর্বোচ্চ ইনিংস ভারত বিশ্বকাপে কেমন কাজে লাগবে- এমন প্রশ্নে লিটন বলেন, ‘অবশ্যই এটি অনেকখানি সাহায্য হবে। আপনি বিশ্বকাপে যখন ভালো বোলিং অ্যাটাকের বিপক্ষে খেলবেন, তখন এরকমই মুভমেন্ট করবে। এই কোয়ালিটির বোলিংই করবে। আমার মনে হয় আপনি যখন কন্টিনিউ ৩০০-৩৫০ রান ছুঁইছুঁই অবস্থায় থাকবেন, তার মানে আপনি ভালো ক্রিকেট খেলছেন।’

লিটন আরও বলেন, ‘আমরা চাই এমন স্কোর হোক। আপনি যখন বড় বড় ইভেন্ট খেলবেন তখন কিন্তু এমনই রান হয়। হয়তো সব ম্যাচে ৩০০ হয় না, ২৮০ প্লাস হয়। সবসময় এরকম ভালো উইকেটে খেলতে চাই, যাতে ভালো ফল করি। আমার মনে হয় এটি অবশ্যই বিশ্বকাপে সাহায্য করবে।’

এসএ-১৭/২১/২৩ (স্পোর্টস ডেস্ক)

সার্বভৌমত্ব রক্ষায় সক্ষম সশস্ত্র বাহিনী গড়ে তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী

শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়তে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সশস্ত্র বাহিনীকে এমনভাবে গড়ে তোলা হচ্ছে যাতে কখনো আক্রান্ত হলে তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে পারে।

সোমবার (২০ মার্চ) নৌবাহিনীর নবনির্মিত ‘বানৌজা শেখ হাসিনা’ সাবমেরিন ঘাঁটির কমিশনিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কক্সবাজারের পেকুয়ায় নবনির্মিত ঘাঁটিতে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা কারো সঙ্গে যুদ্ধ করব না। তবে, যদি কখনো তেমন পরিবেশ-পরিস্থিতি হয় তাহলে যেন আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারি, সেভাবে আমাদেরও দক্ষতা অর্জন করতে হবে এবং সেভাবেই আমরা আমাদের বাহিনীগুলোকে তৈরি করে দিচ্ছি।

তিনি বলেন, জাতির পিতার দিয়ে যাওয়া পররাষ্ট্রনীতি ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়,’। আমরা সেই নীতিতেই বিশ্বাস করি, আমরা কারো সঙ্গে যুদ্ধ করতে চাই না। তবে আমাদের প্রতিটি প্রতিষ্ঠান স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, তারা সব ক্ষেত্রে দক্ষতা অর্জন করুক সেটাই আমরা চাই।

শেখ হাসিনা বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও আমাদের সশস্ত্র বাহিনী বিশাল ভূমিকা রেখে যাচ্ছে। সেখানে কর্তব্য পালনে তারা যেন কোনভাবেই পিছিয়ে না থাকে সেভাবেই আমরা এই বাহিনীগুলোকে প্রস্তুত করছি।

তিনি বলেন, আশা করি, দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে নৌবাহিনীর প্রতিটি সদস্য পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন- সেই ক্ষুধা ও দারিদ্রমুক্ত, উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে।

বিশাল সমুদ্র সম্পদ কাজে লাগাতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন তিনি বলেন, এই সমুদ্র সীমায় আমাদের যে বিশাল সম্পদ রয়েছে সেই সম্পদ যাতে আমাদের অর্থনীতিতে কাজে লাগে সেজন্য ‘ব্লু ইকোনমি’ নীতি বাস্তবায়ন করছে সরকার। এক্ষেত্রে আমাদের পর্যটন শিল্প গড়ে তোলা থেকে শুরু করে কাজ করার অনেক সুযোগ রয়েছে।

বানৌজা শেখ হাসিনা ঘাঁটি সংযোজনের মাধ্যমে বাংলাদেশের সমুদ্রসীমা সুরক্ষিত রাখতে বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা আরও জোরালো হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শেখ হাসিনা বলেন, তার সরকার ২০০৯ সালে ক্ষমতা নেওয়ার পর বঙ্গবন্ধুর প্রতিরক্ষা নীতি-১৯৭৪-এর সঙ্গে সঙ্গতি রেখে ‘ফোর্সেস গোল ২০৩০’ প্রণয়ন করে এবং এবং সশস্ত্র বাহিনীকে আধুনিক ও সময়োপযোগী হিসেবে রূপান্তরের লক্ষ্য বাস্তবায়ন করে যাচ্ছে।

সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গত ১৪ বছরে বাংলাদেশ নৌবাহিনীর বহরে চারটি ফ্রিগেট, ছয়টি করভেট, চারটি বড় প্যাট্রোল ক্রাফট, পাঁচটি প্যাট্রোল ক্রাফট এবং দুটি প্রশিক্ষণ জাহাজসহ মোট ৩১টি যুদ্ধজাহাজ যুক্ত হয়েছে। আর সামরিক শক্তিতে বাংলাদেশের নতুন মাইলফলক হলো এ সাবমেরিন ঘাঁটি।

তিনি বলেন, আমরা ২০১৭ সালের ১২ মার্চ দুটি সাবমেরিন যুক্ত করেছি। ফলস্বরূপ, আজ আমাদের নৌবাহিনী একটি ত্রিমাত্রিক নৌবাহিনী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে স্থানীয় শিপইয়ার্ডে নিজের এবং অন্যদের ব্যবহারের জন্য জাহাজ নির্মাণ করছে। বাংলাদেশ নৌবাহিনী খুলনা শিপইয়ার্ডে একটি বড়সহ পাঁচটি পেট্রোল ক্রাফট নির্মাণ সম্পন্ন করেছে।

অনুষ্ঠানে বানৌজা শেখ হাসিনা ঘাঁটি থেকে নৌবাহিনীর একটি সুসজ্জিত একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম জানায়।

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নৌবাহিনী প্রধান বানৌজা শেখ হাসিনা ঘাঁটির প্রধান কমোডর এম. আতিকুর রহমানের কাছে কমিশনিং ফরমান হস্তান্তর করেন। এরপরই ঘাঁটিতে প্রথমবারের মতো পতাকা উত্তোলন করা হয়।

অনুষ্ঠানে সাবমেরিন ঘাঁটির ওপর একটি সংক্ষিপ্ত অডিও ভিজ্যুয়াল প্রেজেন্টেশনও প্রদর্শিত হয়।

এসএ-১৬/২১/২৩ (জাতীয় ডেস্ক)

More and a little more people provide the need to freelance into their occupations as being a implies of creating their unique specialized schedules, functioning by themselves conditions and earning further income

On the lookout for Online Writing Jobs

Online writing jobs are a brilliant option to earn extra money by writing out of your home. These kind of freelance jobs can be very lucrative and a great source of income for new writers.

The 1st step in finding best online writing sites usually is to research publications that accept guest posts. A proper resource at the start is Who Pays Writers, that provides a listing of all publications that hire writers.

Just like any job hunt, its important to design a strong pitch and follow proper etiquette when mailing out your emails. The pitch really need to be a shorter and to-the-point overview of the work you do, and why its relevant towards publication.

The secrets to successful cold-pitching can be to locate firms that you think that would reap the benefits of your content or expertise and pitch them against your services. Its a powerful way to ensure you get your name on the internet as being a writer, and improve your credibility during this process.

Another effective path to finding online writing jobs is usually to join Facebook groups that target your distinctive niche. If youre an authority in healthcare, security and law or some other field, these groups are a wonderful place to network and pitch for writing work.

As well as aiding you to land new clients; these groups also serve as a good place to network and meet other freelancers in the neighborhood. You can even use these groups to acquire writing samples off their members, that could be invaluable when landing the first paying gig.

Where to look around for Freelance Academic Writing Jobs

Freelance academic writing jobs are a wonderful option to earn additional money at home. They can be part-time, an extra job and even a full time career for writers who are searching for a flexible work schedule and independence from corporate offices.

These freelance writing jobs let you to write books, blogs and articles or simply dissertations for a range of clients. You can choose the type of work that interests you, and you can also set your own rates if you prefer working from home.

Step one to become a successful freelance writer is proving your abilities to potential customers. Possibly the best methods of do this is really by making a well-designed online portfolio. You may do this through a freelance writing platform, that include Contently, or via your own website.

Your writing portfolio will incorporate examples of your projects, from a personal blog to guest posts on other sites. It ought to also include a case study that demonstrates how you will helped a person gain a specific result together with writing.

Before you start freelance writing, make sure that you understand all of the terms and conditions of the contract. Before you sign it, it’s a good idea to have an attorney review it for you

Freelance academic writing jobs often come along with difficult clients. Most will be easy to address, while some others may well be demanding and require constant revisions.

The best way to Were only available in Freelance Online Writing

Writing is a marvellous approach to make additional money. It’s flexible and offers a number of opportunities for freelance writers, from technical writing to copywriting, blog articles to website content.

The initial step in freelancing is usually to hone your skills. Therefore researching your topic, reading about writing conventions, and developing a solid comprehension of the writing industry.

Discover a niche that interests you and that you simply enjoy writing about. For example, if you love the idea of writing about finance, try to write about it as much as possible.

That has a portfolio of samples is really important when trying to obtain jobs. This consists of a sample resume and even samples through the writing. You can create these yourself Alternatively, hire someone to do it for you.

Use social media to improve a listing of prospective buyers. Twitter’s advanced search feature is wonderful for finding freelance writer leads, much like private Twitter lists.

Be ready with client testimonials and a long list of past try to share. Having these matters ready you will save time at a later time when new clients contact you.

Don’t forget to enhance your samples regularly! For example, if you’ve switched to a different niche or written a bunch of long-form pieces, add them all to your portfolio.

Whether you’re a beginner or an experienced writer, there’s always room for improvement. The proper writers are patient with feedback, accept it in stride and aim to increase their craft.

Freelancers’ Secrets and techniques for Online Jobs

More and more people are looking to freelance within his or her careers as a means of producing their particular schedules, working independently terms and earning extra cash, you should opt for it at https://india.prowriterstime.com/academic-writer-job. It’s a trend which includes taken off lately, employing the beginning of the downturn in the economy.

Freelance jobs tend to be a popular selection for many who want to be ones own boss, try an important career or focus on a project they’re obsessed with. If you do decide to freelance full-time you’ll need to know what to expect and how to manage the extra responsibilities involved, it’s not for everyone, and

One of the main benefits of freelancing is that it gives you greater control over your income, clients and workload. You decide what projects to battle, what clients to use and how much to charge.

Some freelancers are experts in a specific field, which often can increase their the likelihood of receiving more work from a single client and make better money. As an illustration, a graphic designer might focus on web page design or marketing campaigns.

In freelancing, it’s your responsibility in order to reach deadlines and deliver high-quality concentrate on time. You’ll also need to check your income and expenses, react to client inquiries promptly and sort your files efficiently.

As being a freelancer, you must negotiate and communicate effectively with clients to earn money from the services you provide with the correct time. Negotiating effectively will help you increase your reputation and gain more clients, while communicating clearly regarding your clients will ensure you keep a good relationship.

Learn how to get Content Writing Online Jobs

Content writing online jobs are the best way to earn extra money although you continue working. They help you work when and where you like, that means you dont have to worry about a business office environment and stressful deadlines.

Getting a content writing job isnt difficult, but you do need to be diligent and focused. Its equally important undertake a strong portfolio of content for you to demonstrate your skill to provide quality content.

Companies hire content writers to write articles, blogs, and other marketing copy to promote their products and services. These articles probably will be informative and as outlined by customers needs.

The biggest duties of your content writer will be to conduct thorough research in industry-related and SEO topics, update companys website regularly, and generate new ideas. They should certainly create compelling landing pages that convert prospective buyers into clients.

A superb content writer must be able to analyze your competition and come up with new guidelines to help their company stand out from the group. This tends to help the organization increase its market share and improve sales.

Content writing is undoubtedly an incredibly flexible career, and it is normally done from the comfort of your very own home or from your mobile. Its a suitable choice those of you that need flexibility within their work schedules, which include those people who are pursuing college degrees or working full time elsewhere.

You will find numbers of internet sites offering high-paying content writing jobs. You should be careful when choosing a site, however. Avoid people that require charges or registration fees. Legitimate sites may be more apt to pay a fair amount to suit your work.

সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড, পেছাল বাংলাদেশ

২০২৩ সালে আবারও বিশ্বের সবচেয়ে সুখী দেশের স্বীকৃতি পেয়েছে ফিনল্যান্ড। এ নিয়ে টানা ষষ্ঠবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় এক নম্বর হয়েছে দেশটি। অন্যদিকে পিছিয়েছে বাংলাদেশ।

এ তালিকায় বাংলাদেশের অবস্থান ১১৮তম। ২০২২ সালে সুখী দেশগুলোর মধ্যে ৯৪তম ছিল বাংলাদেশ। এ ছাড়া বিশ্বের সবচেয়ে অসুখী দেশের তালিকায় এবার বাংলাদেশ রয়েছে ২০তম অবস্থানে।

২০ মার্চ ছিল বিশ্ব সুখ দিবস। প্রতি বছর এ দিবস উপলক্ষ্যে সুখী দেশের তালিকা প্রকাশ করে জাতিসংঘ। এবারও সোমবার ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট-২০২৩ প্রকাশ করা হয়। জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্কের তত্ত্বাবধানে প্রতিবেদনটি করা হয়।

সুখী দেশের তালিকা করতে ছয়টি বিষয়কে বিবেচনা করা হয়। সেগুলো হচ্ছে মানুষের সুখের নিজস্ব মূল্যায়ন, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি, মানুষের ব্যক্তিগত সুস্থতার অনুভ‚তি, ব্যক্তিগত স্বাধীনতা, জিডিপি ও দুর্নীতির মাত্রা।

১৩৭ দেশের মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার একমাত্র নেপাল (৭৮) রয়েছে সুখী দেশগুলোর মধ্যে শীর্ষ ১০০ এর মধ্যে। এছাড়া বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর মধ্যে সুখী দেশের তালিকায় ভারতের অবস্থান ১২৬, পাকিস্তান ১০৮, শ্রীলঙ্কা ১১২ এবং মিয়ানমারের অবস্থান ১১৭।

তালিকায় ফিনল্যান্ডের পরের দুই অবস্থানে রয়েছে যথাক্রমে ডেনমার্ক ও আইসল্যান্ড। উন্নতি হয়েছে ইসরাইলের। গত বছরের নবম স্থান থেকে এবার চতুর্থ অবস্থানে উঠে এসেছে দেশটি।

সেরা ১০টি সুখী দেশের মধ্যে বাকি দেশগুলো হলো-নেদারল্যান্ডস (৫), সুইডেন (৬), নরওয়ে (৭), সুইজারল্যান্ড (৮), লুক্সেমবার্গ (৯) ও নিউজিল্যান্ড (১০)। যুদ্ধরত ইউক্রেন-রাশিয়া এখনও শীর্ষ ১০০ দেশের তালিকায় রয়েছে। রাশিয়া ৭০ ও ইউক্রেনের অবস্থান ৯২।

প্রতিবেদনটিতে বিশ্বের সবচেয়ে বেশি অসুখী দেশের তালিকাও দেওয়া হয়েছে। অসুখী দেশের মধ্যে সবার উপরে আছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান ও দ্বিতীয় স্থানে লেবানন। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে সিয়েরা লিওন, জিম্বাবুয়ে এবং কঙ্গো।

অসুখী দেশের তালিকায় বাংলাদেশের চেয়ে খারাপ অবস্থানে আছে ভারত। এ ক্ষেত্রে দেশটির অবস্থান ১২তম।

এসএ-১৫/২১/২৩ (জাতীয় ডেস্ক)

5 Facts About Womens Rights in Russia

In 2017, one in three Russians “do not approve of women in the political sphere.” In 2016, only twenty percent of respondents felt this way. The same study also concluded that the 2017 response against gender http://tacpen.com.tr/women-in-estonia-wikipedia/ equality among the “high echelons of power” was stronger (38%), comparatively, than in 2016, when only 28% of respondents submitted these sentiments. Furthermore, only 33% of respondents would welcome a female president. Sociological surveys show that sexual harassment and violence against women increased at all levels of society in the 1990s.

  • Women of lower classes had to live and work with their brothers, fathers, and husbands as well as manage all household matters along with them.
  • There amount of women in Russian politics has increased; at the federal level, this is partially due to electoral victories by Women of Russia bloc in the Duma.
  • One of them, 30-year-old Vladislav Staf, a historian with no military experience, said he and a dozen men who were put in the same police van were handed draft papers after being arrested on Sept. 21.
  • She nevertheless urged activists not to abandon their efforts, especially where the Russian government is indifferent to local suffering.

Women earn on average 30% less than a man, one of the largest wage gaps among high-income countries. Even in professions where the wage gap is the smallest, like in the education sector, there is a 20% difference in average salary. Women also do a significant amount of unpaid work– estimates have determined that the loss to the annual budget due to gender segregation is 40-50% in Russia. Were Russia to offer equal resources in agriculture to all genders, it could raise food production by 30%. Higher poverty rates for women affect not only women but the children they raise. Impoverished women often cannot afford higher education for their children, which limits the children’s upwards economic mobility. Therefore, the cycle of poverty is perpetuated because of systemic gender discrimination putting mothers in positions where they cannot give their children better lives.

Russia’s New Free E-Visa Will Make Traveling To St. Petersburg Easier Than Ever

The Soviet government enacted these measures in order to produce a quality labor-force from both of the sexes. While the reality was that not all women were granted these rights, they established a pivot from the traditional systems of the Russian imperialist past. In the future, Russia might find some reason to increase the number of female enlistees amongst its ranks or open more roles to women. Increasing the proportion of women in the Russian military could help Moscow not only meet manning requirements and shift towards professionalization but also provide a myriad of other advantages.

How to say days of the week and months in Russian

Outside of the military, too, an order from Vladimir Putin currently prohibits women from more than 450 professions across a number of industries—the fear being that overly strenuous activity might interfere with one’s ability to bear children. Though the Labor Ministry is reportedly working to reduce this number to 100 by 2021, restricted jobs will still include mining, construction, metalwork, firefighting, or jobs that involve heavy-lifting, diving, handling hazardous chemicals, welding, or aircraft repair. Law enforcement officers do not consider domestic violence against charged women as a significant circumstance relevant to the criminal case of the murder or causing bodily injuries to their partners or other male relatives. You can learn how to date and even get into a romantic relationship with a Russian woman from abroad and create a new family. There is an extensive number of sites where you can not only look for your future partner, you can also maintain constant and instant correspondence. reed about russian asian girls at https://thegirlcanwrite.net/russian-asian-girls/ Unfortunately, very often there misunderstanding can occur, which sometimes cannot be avoided because of language and cultural differences.

ABC News

Russian municipal councils do have a high share of women, but there was no need for quotas to achieve that; it is enough that these jobs are not very lofty for men to pursue. From the all-women Death Battalion led by Maria Bochkareva in the Russian Revolution, to the 588th Night Bomber Regiment, dubbed the “Night Witches” by the Nazis they fought in World War II, lore of women defending the Motherland is well-known among Russians. Yet, in modern day Russia, a fairly low number of women serve in the military, despite an expanded force structure approaching one million active duty personnel. In this piece, I argue that traditional gender roles that emphasize reproduction and high-level doubts about female competency are key factors limiting the role of women in the Russian Armed Forces. Barring a shortage of military-aged males, Moscow’s cost-benefit analysis is unlikely to change, and increased female representation in the Russian military—whether in proportion or scope—remains improbable in the near term. A life among the peasant class was hard whether that peasant was male or female; each led lives filled with strenuous labor.

Under the Labour law, women have the right to paid maternity leave, paid parental leave, and unpaid parental leave, that can be extended until the child is 3. Russian labor law lists 98 occupations that are forbidden to women, as they are considered too dangerous to female health, especially reproductive health (until 2019 the figure was 456). Women in Soviet Russia became a vital part of the mobilization into the work force, and this opening of women into sectors that were previously unattainable allowed opportunities for education, personal development, and training. The responsibilities of the ideal industrial Soviet woman meant that she matched working quotas, never complained, and did everything for the betterment of Soviet Russia.

Articles advising men on how to avoid mobilization proliferate in Russian media. “Legal and not so legal lifehacks” include not opening the door when someone knocks, staying off social media, undergoing a surgery, adopting a child as a single father, faking a physical or mental illness, and checking yourself into rehab for drug addiction. This is particularly relevant to people who don’t have the financial resources to just leave. Which might be one reason why Russian authorities often target men from poor and rural regions, as well as those of Muslim and Asian backgrounds. The Washington Post reported that activists in the impoverished far eastern regions of Buryatia and Yakutia believe that the mobilization disproportionately targets ethnic minorities. At the latest count, more than 14,900 Russian people have been detained by security forces and police for protesting, according to OVD-Info, a Russian human rights organization. At a time when we find ourselves in perhaps the most dangerous moment since the Cuban missile crisis, we call on the media in both our countries to stop fueling the flames of war.

To substantiate this recommendation, Human Rights Watch cites an independent study which concludes Russian women are three times as https://pragmademo.com/uncategorized/jstor-access-check/ likely to encounter violence at the hands of a family member or loved one than a stranger. Furthermore, Human Rights Watch observed that only 3% of domestic violence cases in Russia go to trial, and notes that the 2017 decriminalization makes it even harder to prosecute abusers. In 1999, there were only four women named as part of the Nezavisimaya gazeta’s monthly ranking of influential Russian politicians, the highest-ranking being Tatyana Dyachenko, Boris Yeltsin’s daughter.

Despite being better educated than men on average, women remained in the minority in senior management positions. In the later Soviet era, women’s wages averaged 70 percent of men’s; by 1995 the figure was 40 percent, according to the Moscow-based Center for Gender Studies. ], 87 percent of employed urban Russians earning less than 100,000 rubles a month were women, and the percentage of women decreased consistently in the higher wage-categories. After she left the country, Lakhina coordinated four more rallies, two of which were anti-war rallies in March and two anti-mobilization rallies in September. Lakhina now receives treatment for trauma symptoms, insomnia and panic attacks. We independent women, seekers of peace and security, understand the vital importance of engaging minds and hearts. We call on you to share this call for peace and urge our governments to keep talking, to pursue clear, creative and persistent diplomacy.

বিএনপি এখন সড়ক দুর্ঘটনা নিয়েও রাজনীতি করে: কাদের

বজ্রপাতে মৃত্যু হলেও বিএনপি তার দায় সরকারের ওপর চাপানোর অপরাজনীতিতে লিপ্ত হয় বলে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন সড়ক দুর্ঘটনা নিয়েও রাজনীতি করছে।

সোমবার (২০ মার্চ) এক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে মাদারীপুরের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মনগড়া বক্তব্য দিয়েছেন অভিযোগ করে তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিএনপির শাসনামলে সড়ক যোগাযোগ খাত সবচেয়ে অবহেলিত ছিল অভিযোগ করে কাদের বলেন, ‘শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর যোগাযোগ খাতকে অগ্রাধিকার দেন এবং তার সুদক্ষ নেতৃত্বে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান হয়েছে। এ সত্যটি স্বীকার করতেও বিএনপি লজ্জা পায়।’

মাদারীপুরের শিবচরে সড়র দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে কাদের বলেন, ‘‘প্রতিটি মৃত্যুই বেদনার। আমরা সড়কে একটি মৃত্যুও চাই না। মাদারীপুর জেলার শিবচর উপজেলার কুতুবপুরে যে দুর্ঘটনা ঘটেছে, সেটা সড়কের জন্য নয়। সড়ক ও পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা রোধে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বহুল প্রতীক্ষিত ‘সড়ক পরিবহন আইন- ২০১৮’-এর অধীনে প্রণীত বিধিমালাও কার্যকর করা হয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সড়ক দুর্ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে যথাযথ সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি সড়কে চালক, পরিবহন শ্রমিক ও পথচারীদের মধ্যে সচেতনা বৃদ্ধির জন্যও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গৃহীত সব পদক্ষেপের জন্য সরকারকে সাধুবাদ না জানিয়ে বিএনপি হীন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে শুধু সমালোচনার জন্য সরকারের সমালোচনা করে যাচ্ছে।’

এআর-০৩/২০/০৩ (ন্যাশনাল ডেস্ক)

হজে যেতে উঠলো বয়সের বাধা

এবার হজ পালনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ১২ বছর হতে হবে বলে যে শর্ত দেওয়া হয়েছিল, তা তুলে নিয়েছে সৌদি আরব। এ তথ্য জানিয়ে সোমবার (২০ মার্চ) বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

‘হজযাত্রীদের বয়সসীমা সংক্রান্ত’ বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি সরকারের ঘোষণা অনুযায়ী হিজরি ১৪৪৪/২০২৩ সনের হজে হজযাত্রীদের নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই। ১২ বছরের নিচের বয়সের ব্যক্তিরাও পবিত্র হজ পালন করতে পারবে। বিষয়টি সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অবহিত করা হলো।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি এবার হজ পালনে সৌদি আরবের দেওয়া চারটি শর্তের কথা জানিয়েছিল ধর্ম মন্ত্রণালয়।

শর্তগুলোর মধ্যে ছিল করোনাভাইরাস (কোভিড-১৯), মেনিনজাইটিস ও সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকা দিতে হবে। যারা হজ করেননি এবার হজে তাদের অগ্রাধিকার দেওয়া। হজ পালনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স হতে হবে ১২ বছর। হজযাত্রীর কোনো বড় দীর্ঘস্থায়ী রোগ থাকা যাবে না।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

এআর-০২/২০/০৩ (ন্যাশনাল ডেস্ক)

বৃষ্টিতে দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত ঘোষণা

বৃষ্টিতে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। খেলা শুরু সর্বশেষ সময় ছিল রাত ৯টা ৩৩ মিনিট। তবে বৃষ্টি থেমে এই সময়ের মধ্যে আর মাঠ প্রস্তুত করার সম্ভাবনা না থাকায় আগেভাগেই ভেস্তে গেছে ম্যাচ।

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাত ৮টা ৩২ মিনিটে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার। এদিন খেলা শুরু সর্বশেষ সময় ছিল রাত ৯টা ৩৩ মিনিট। তবে বৃষ্টি থেমে এই সময়ের মধ্যে আর মাঠ প্রস্তুত করার সম্ভাবনা না থাকায় আগেভাগেই ভেস্তে গেছে ম্যাচ।

দুপুরে আগে ব্যাটিং পেয়ে মুশফিকুর রহিমের রেকর্ডময় সেঞ্চুরিতে ৩৪৯ রান করে বাংলাদেশ। ওয়ানডেতে যা স্বাগতিকদের রেকর্ড পুঁজি। মাত্র ৬০ বলে সেঞ্চুরি অপরাজিত করে রেকর্ড বইয়ে নাম লেখান মুশফিক। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে এটি দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

মুশফিকের চার-ছক্কার ঝড়ের পর পরই মুষল ধারে নামে বৃষ্টি। ইনিংস বিরতির সময়ই প্রবল বর্ষণ ম্যাচের ফল তিনি তৈরি করে দেয় শঙ্কা। দীর্ঘ অপেক্ষার পরও পরিস্থিতির কোন উন্নতি হয়নি। এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সিরিজ জিততে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে বাংলাদেশকে।

এআর-০১/১৯/০৩ (স্পোর্টস ডেস্ক)

মুশফিক ঝড়ের পর বৃষ্টির বাগড়া

মুশফিকুর রহিমের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডের পর সিলেটের মাঠে এবার বৃষ্টির বাগড়া। বাংলাদেশের রেকর্ডগড়া ৩৪৯ রানের সংগ্রহের পর মাঝবিরতিতে বৃষ্টি শুরু হয়েছে। এতে দ্বিতীয় ইনিংস শুরু হতে বিলম্ব হচ্ছে।

এদিকে, বৃষ্টির কারণে সময় যতই গড়াচ্ছে তত ওভার কাটা পড়ছে। সন্ধ্যা ৬.৩২ মিনিটের পর থেকে বৃষ্টি আইনে এই ওভার কর্তন শুরু হয়। রাত ১১টা পর্যন্ত চলতে পারে ম্যাচ। ওয়ানডে ম্যাচে ফল আনতে ন্যূনতম ২০ ওভার খেলা হতে হয়। সেক্ষেত্রে ম্যাচ শুরু হতে হবে প্রায় ৯.৩৩ মিনিটের দিকে। ডিএলএস পদ্ধতিতে ২০ ওভারে আইরিশদের লক্ষ্য দাঁড়াবে ১৮৫ রান।

এর আগে মুশফিকের ৬০ বলের ঝোড়ো সেঞ্চুরিতে বাংলাদেশ ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে। এছাড়া ম্যাচে আরও দুই ব্যাটার পেয়েছেন ফিফটির দেখা। লিটন দাস ৭০ এবং নাজমুল হোসেন শান্ত করেছেন ৭৩ রান। এছাড়া ফিফটি থেকে মাত্র ১ রান দূরত্বে আউট হয়ে যান তাওহীদ হৃদয়। ক্যারিয়ারের অভিষেক ম্যাচে ৯২ রানের পর তিনি এই ম্যাচে ৪৯ রান করেছেন।

সবমিলিয়ে সিলেটের স্পোর্টিং উইকেট দারুণভাবেই কাজে লাগিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। এই ম্যাচে ব্যাটারদের বেশ কয়েকটি রেকর্ডও হয়ে গেছে। মুশফিক বাংলাদেশের হয়ে গড়েছেন দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এটি তার নবম সেঞ্চুরি। এর আগে ওয়ানডেতে সর্বনিম্ন ৬৩ বলে সেঞ্চুরির রেকর্ড ছিল সাকিব আল হাসানের। ২০০৯ সালে তিনি জিম্বাবুয়ের বিপক্ষে এই কীর্তি গড়েন।

এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের কীর্তি গড়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। তবে জন্মদিনের ম্যাচে তিনি রান আউটের দুর্ভাগ্যের শিকার হয়েছেন। ফলে মাত্র ২৩ রানে ফিরেছেন তিনি। এদিন ওয়ানডে ক্যারিয়ারের ৮ম ফিফটি ‍তুলে নেওয়া লিটন দাস এই ফরম্যাটে দুই হাজার পূর্ণ করেছেন।

এসএ-১৪/২০/২৩ (স্পোর্টস ডেস্ক)