রাত ১:২৩
মঙ্গলবার
৩০ শে এপ্রিল ২০২৪ ইংরেজি
১৬ ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
২১ শে শাওয়াল ১৪৪৫ হিজরী
spot_img

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১০ ব্যক্তি-প্রতিষ্ঠান

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে চলতি বছর ৯ ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে।

বৃহস্পতিবার (৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

মনোনীত প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। এ ছাড়া ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) সামসুল আলম, প্রয়াত লেফটেন্যান্ট এ জি মোহাম্মদ খুরশীদ, শহীদ খাজা নিজাম উদ্দিন ভূঁইয়া এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম)।

সাহিত্য ক্যাটাগরিতে প্রয়াত ড. মুহাম্মদ মঈনুদ্দিন আহমেদ (সেলিম আল দীন), সংস্কৃতি ক্যাটাগরিতে পবিত্র মোহন দে, ক্রীড়া ক্যাটাগরিতে এ এস এম রকিবুল হাসান, গবেষণা ও প্রশিক্ষণ ক্যাটাগরিতে নাদিরা জাহান (সুরমা জাহিদ) এবং ড. ফিরদৌসী কাদরী স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।

২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দেওয়া হচ্ছে। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে ৫ লাখ টাকা, আঠারো ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

এসএ-১০/০৯/২৩ (জাতীয় ডেস্ক)

প্রথমবার আল্লুর সঙ্গে ‘পুষ্পা ২’ তে সাই পল্লবী

ভারতীয় দক্ষিণী ছবি ‘পুষ্পা-দ্য রাইজ’ ২০২১ এর বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল। জনপ্রিয় এই ছবিতে তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন এবং অভিনেত্রী রাশমিকা মান্দানার দুর্দান্ত অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। এবার সিনেমাটির আপকামিং সিকুয়েলে যুক্ত হলেন দক্ষিণের আরেক জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী।

ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, গত বছরের ১২ ডিসেম্বর থেকে শ্যুটিংও শুরু হয়েছে পুষ্পা-২ নামে সিকুয়েলটির। আর এবারই প্রথম সাই পল্লবীকে আল্লু অর্জুন অভিনীত সিনেমায় দেখা যাবে।

সিনেমাটিতে যথারীতি অভিনয় করছেন পুষ্পা রাজের ভূমিকায় আল্লু অর্জুন, তার প্রেমিকার চরিত্রে রাশমিকা মান্দানা ও পুলিশ অফিসারের চরিত্রে ফাহাদ ফাসিল।

তবে এবার ‘পুষ্পা ২’-তে আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানার সঙ্গে যোগ হলেন সাই পল্লবী। জানা গেছে, ‘পুষ্পা ২’-তে অভিনেত্রী সাই পল্লবী গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন।

এসএ-৯/০৯/২৩ (বিনোদন ডেস্ক)

এক ক্লিকেই লাখ টাকা খোয়ালেন নাগমা মোরারজি!

দিনদিন বেড়েই চলেছে সাইবার প্রতারণা। প্রতিনিয়ত মানুষ এই প্রতারণার ফাঁদে পড়ছে। এবার এই ফাঁদে পড়লেন অভিনেত্রী ও রাজনীতিবিদ নাগমা মোরারজি। ফোনে আসা ম্যাসেজের লিংকে ক্লিক করে প্রায় এক লাখ টাকা খোয়ালেন তিনি!

নাগমা মোরারজি জানিয়েছেন, তার ফোনে ‘কেওয়াইসি’ সংক্রান্ত মেসেজ এসেছিল। তাতে কিছু লিংক দেওয়া ছিল, সেটিই আসলে ফাঁদ ছিল। সেই লিংকে ক্লিক করতেই ঘটে বিপত্তি। এক ব্যক্তি তাকে ফোন করে বলেন, ‘কেওয়াইসি’ সংক্রান্ত বিষয়ে তিনি তাকে সাহায্য করবেন। এরপরই তার কাছে এসেছিল একটি লিংক। যদিও অভিনেত্রীর দাবি, লিংকে ক্লিক করলেও তিনি ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো নথি ওই লিংকে শেয়ার করেননি।

অভিনেত্রী বলেন, প্রতারক আমার ইন্টারনেট ব্যাংকিংয়ে লগইন করে একটি সুবিধাভোগী অ্যাকাউন্ট তৈরি করেন। সেখান থেকেই আমার প্রায় এক লাখ টাকা স্থানান্তরিত হয়ে যায়। আমার কাছে একাধিক ওটিপি এসেছিল, তাতে বুঝেছি ওরা প্রায় ২০ বার চেষ্টা করেছে। যদিও ওরা অনেক বেশি টাকা আত্মসাৎ করতে পারেনি।

ইতিমধ্যেই নাগমা মোরারজির অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। মুম্বাই পুলিশের সাইবার শাখার পক্ষ থেকে ইতিমধ্যেই এ ধরনের জালিয়াতি নিয়ে সতর্ক করা হয়েছে। গত কয়েক দিনে প্রায় ৮০ জন এই ফাঁদে পড়েছেন বলে জানানো হয়েছে। এর মধ্যে অভিনেত্রী, রাজনীতিবিদ নাগমা অন্যতম। কিছুদিন আগে অভিনেত্রী শ্বেতা মেননের সঙ্গেও এ ধরনের ঘটনা ঘটে।

এ বিষয়ে মুম্বাই পুলিশের ডিসিপি সাইবার ক্রাইম বলসিংহ রাজপুত বলেন, অনলাইন জালিয়াতির সবচেয়ে সাধারণ ধরনগুলো ব্যাংক, অনলাইন কমার্স প্ল্যাটফরমগুলোর সঙ্গে সম্পর্কিত। যেখানে প্রতারকরা, ব্যাংক বা প্ল্যাটফরমের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে কোনো ব্যক্তিকে ওটিপি, কেওয়াইসি আপডেট শেয়ার করতে রাজি করান এবং কখনো কখনো ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশের জন্য লিংকও পাঠানো হয়। সেখানে ক্লিক করলেই সব শেষ। তবে মানুষজনের জানা উচিত, ব্যাংক বা প্রতিষ্ঠান সংক্রান্ত কোনো নথি কেউ দাবি করতে পারেন না। কিন্তু দুর্ভাগ্যবশত শিক্ষিত লোকেরা অনলাইন প্রতারণার শিকার হচ্ছেন এবং লাখ লাখ টাকা হারাচ্ছেন।

১৯৯০ সালে সালমান খানের বিপরীতে ‘বাগী’ সিনেমার হাত ধরে বলিউডে পা রাখেন নাগমা। পরবর্তী সময়ে ‘কিং আঙ্কেল’, ‘সুহাগ’, ‘ইয়ালগার’, ‘লাল বাদশা’, ‘চাল মেরে ভাই’, ‘কুনওয়ারা’, ‘আব তুমহারে হাওয়ালে ওয়াতান সাথিয়া’র মতো সিনেমায় অভিনয় করেছেন নাগমা। ২০০৪ সালে কংগ্রেসে যোগ দিয়ে মিরাট আসন থেকে প্রতিদ্বন্দ্বিতাও করেন। ২০১৫ সালে সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক নিযুক্ত হন নাগমা।

এসএ-৮/০৯/২৩ (বিনোদন ডেস্ক)

ম্যাচসেরার পুরস্কার পেয়ে যা বললেন শান্ত

২০১৯ সালের ওয়ানডে এবং গত বছরের নভেম্বরে পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ইংল্যান্ড ক্রিকেট দল। সবশেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়নদের বিপক্ষে দাপুটে জয় পেল বাংলাদেশ।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ১২ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় পায় টাইগাররা। এ ম্যাচ জেতার অন্যতম কারিগর ছিলেন নাজমুল হোসেন শান্ত।

এদিন ৩০ বলে ৮ বাউন্ডারির সাহায্যে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলে সাজঘরে ফিরেন শান্ত। বাংলাদেশকে জয় উপহার দিতে নিজের সর্বোচ্চ উজার করে দিয়ে খেলার চেষ্টায় ছিলেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে জোড়া ফিফটি করেছিলেন। এবার টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও দুর্দান্ত হলো এ ক্রিকেটারের।

শুধু ফিফটির ইনিংস খেলা নয়, ফিল্ডিংয়ের সময় গুরুত্বপূর্ণ তিনটি ক্যাচও নিয়েছেন শান্ত। ধরেছেন জস বাটলার, ডেভিড মালান আর স্যাম কারানের ক্যাচ।

ফলে ম্যাচসেরার পুরস্কার প্রত্যাশিতভাবে পেয়েছেন শান্ত। পুরস্কার বিতরণী মঞ্চে তিনি কৃতিত্ব দিয়েছেন হৃদয়কে, ‘তৌহিদ ভালো ব্যাট করেছিল। আমি শুধু বল দেখে শট খেলেছি। দুই উইকেট হারিয়ে খুব বেশি বিচলিত হইনি। বোলারদের বল ছিল অসাধারণ। বিশেষ করে হাসান ও তাসকিন। রনি ও লিটনও ভালো ম্যাচ গড়ে দিয়েছে, টি টোয়েন্টি ক্রিকেটে শুরুটা আসল।’

এসএ-৭/০৯/২৩ (স্পোর্টস ডেস্ক)

‘তেরে নাম’ খ্যাত চলচ্চিত্র পরিচালক সতীশের মৃত্যু

বলিউড অভিনেতা ও পরিচালক সতীশ কৌশিক মারা গেছেন। ভারতের রাজধানী দিল্লিতে আজ বৃহস্পতিবার ৬৬ বছর বয়সে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে ‘তেরে নাম’ খ্যাত চলচ্চিত্র পরিচালক সতীশের মৃত্যুর বিষয়টি জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আজ সকালে সতীশ কৌশিক দিল্লিতে তাঁর এক বন্ধুর সঙ্গে দেখা করতে যান। সেখানে যাওয়ার পরেই তিনি হার্ট অ্যাটাক করেন। এরপর দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা গেছেন।

তাঁর মৃত্যুতে শোক জানিয়ে টুইট করেছেন তাঁর বন্ধু ও বলিউড অভিনেতা অনুপম খের। তিনি লিখেছেন, ‘আমি জানি, জীবনের সবচেয়ে বড় সত্যটি হলো মৃত্যু। কিন্তু আমি কখনো ভাবিনি, আমার প্রিয় বন্ধুর মৃত্যুর খবর আমাকে এভাবে লিখতে হবে। ৪৫ বছরের বন্ধুত্বের সমাপ্তি। তোমাকে ছাড়া জীবন কখনোই আগের মতো হবে না।’

১৯৯৩ সালে ‘রূপ কি রানি চোরো কা রাজা’ সিনেমার হাত ধরে যাত্রা শুরু করেছিলেন পরিচালক সতীশ কৌশিক। পরবর্তী সময়ে ‘হাম আপকে দিল মে রেহতে হ্যায়’, ‘মুঝে কুছ কেহনা হ্যায়’-এর মতো সিনেমা পরিচালনা করেন তিনি। সালমান খানের ‘তেরে নাম’ সিনেমার মাধ্যমে পরিচিতি বাড়ে পরিচালক সতীশ কৌশিকের। শুধু পরিচালক হিসেবে নয়, অভিনেতা হিসেবেও নিজের জায়গা তৈরি করেছিলেন তিনি। ‘মিস্টার ইন্ডিয়া’ ছবিতে ক্যালেন্ডারের চরিত্রে তাঁর অসাধারণ অভিনয় এখনো দর্শকের মনে জায়গা করে আছে। আশি ও নব্বইয়ের দশকের একাধিক সিনেমার পাশাপাশি বর্তমান সময়ের ‘বাগি ৩’, ‘ছত্রিওয়ালি’র মতো সিনেমায়ও অভিনয় করেছেন সতীশ কৌশিক। কৌতুক অভিনেতা হিসেবে তিনি ছিলেন দুর্দান্ত।

এসএ-৬/০৯/২৩ (বিনোদন ডেস্ক)

ব্যাংকের ছিনতাই হওয়া গাড়িসহ টাকা উদ্ধার

রাজধানীর উত্তরায় অস্ত্র ঠেকিয়ে বেসরকারি ব্যাংকের গাড়ি থেকে ছিনতাই হওয়া টাকা উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছিনতাই হওয়া প্রায় সোয়া ১১ কোটি টাকার বেশিরভাগই উদ্ধার করা হয়েছে।

এ সময় গাড়িচালককে আটক করা হয়। তবে কত টাকা উদ্ধার করা হয়েছে তা এখনো জানা যায়নি। টাকা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার কর্মকর্তারা।

ডিবি জানিয়েছে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে গাড়ি চালককে আটক করা হয় ঘটনার সাড়ে আট ঘণ্টার মধ্যে। গাড়ি চালকের কাছ থেকে তিনটি বক্স উদ্ধার করা হয়েছে। একটি বক্স নিয়ে ছিনতাইকারী পালিয়ে গেছেন।

অভিযান চলমান রয়েছে, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জনিয়েছে ডিবি।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকেরাজধানীর উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় অস্ত্রধারীরা ব্যাংকের গাড়ি থামিয়ে প্রায় সোয়া ১১ কোটি টাকা ছিনিয়ে নেয়। ঘটনার পর থেকে রাজধানীজুড়ে তল্লাশি শুরু করে পুলিশ।

এসএ-৫/০৯/২৩ (জাতীয় ডেস্ক)

সিনেমা নির্মাণে সরকারি অনুদান বাড়ানো হবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা ভাইরাস মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে মূল্যস্ফীতি বেড়ে গেছে। এই সময় একটি পূর্ণাঙ্গ সিনেমার জন্য আমরা যে অনুদান দিচ্ছি সেটা কিন্তু যথেষ্ট না। সিনেমা নির্মাণে সরকারি অনুদান বাড়ানো হবে। বর্তমানে একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমার জন্য ২৫ লাখ ও স্বল্পদৈর্ঘ্য সিনেমার জন্য ২০ লাখ টাকা অনুদান দেয় সরকার। আগামী বাজেটে আমি নিজে এটা বাড়ানোর উদ্যোগ নেবো।’

বৃহস্পতিবার (৯ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এর আগে ২৭ ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি দেখেছি সবার মাঝে আলাদা একটা মেধা ও চিন্তাশক্তি আছে। একটা আর্টিস্টিক ও শৈল্পিক মেধা আছে। তাদের মাধ্যমে জীবনধর্মী সেসব সিনেমা তৈরি হয়, সেগুলো মানুষকে আকর্ষিত করে। একটা সিনেমা একজন মানুষে জীবনকে পাল্টে দিতে পারে, একটা সমাজকে পাল্টে দিতে পারে। এ ধরণের সিনেমা তৈরিতে মনোযোগ দিতে হবে। অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও চলচ্চিত্রজগতের সবাই অনেক পরিশ্রম করে যাচ্ছেন, এ জন্য সবাইকে সাধুবাদ জানাই।’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডা. হাছান মাহমুদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু। স্বাগত বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন।

এসএ-৪/০৯/২৩ (জাতীয় ডেস্ক)

বিশ্ব চ্যাম্পিয়নদের হতাশ করে বাংলাদেশের দাপুটে জয়

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ১৫৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১২ বল হাতে ৬ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ।

১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলে চার মারেন লিটন দাস। এরপর ওভারের চতুর্থ বলে চার মারেন দলে সুযোগ পাওয়া রনি তালুকদার। এই ওভার থেকে ১০ রান সংগ্রহ করে বাংলাদেশ। এরপর ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে চার মারেন রনি। পঞ্চম বলে ফের চার মারেন রনি। এই ওভার থেকে ১১ রান সংগ্রহ করে বাংলাদেশ।

ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন জোফরা আর্চার। ওভারের চতুর্থ বলে চার মারেন লিটন। এরপর ওভারের শেষ বলে চার মারেন রনি। এই ওভার থেকে ১১ রান সংগ্রহ করে বাংলাদেশ। ইনিংসের চতুর্থ ওভারে স্পিনার আলিদ রশিদকে বোলিংয়ে আনেন বাটলার। ওভারের দ্বিতীয় বলে রনিকে বোল্ড করেন রশিদ। দলীয় ৩৩ রানে ১৪ বলে ২১ রান করে সাজঘরে ফিরে যান রনি। ক্রিজে এসে ওভারের শেষ বলে চার মারেন শান্ত।

এরপর ইনিংসের পঞ্চম ওভারে ফের বোলিংয়ে আসেন আর্চার। ওভারের পঞ্চম বলে লিটন দাসকে আউট করেন আর্চার। দলীয় ৪৩ রানে ১০ বলে ১২ রান করে সাজঘরে ফিরে যান লিটন। তার বিদায়ের পর ক্রিজে আসেন অভিষিক্ত তৌহিদ হৃদয়।

হৃদয়কে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখার চেষ্টা করেন শান্ত। ইনিংসের সপ্তম ওভারে ওকসের বলে টানা চারটি চার মারেন শান্ত। এই ওভার থেকে ১৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। ইনিংসের অষ্টম এক চারের সাহায্যে ১১ রান সংগ্রহ করে বাংলাদেশ।

ইনিংসের নবম ওভারে ফের বোলিংয়ে আসেন স্যাম কুরান। ওভারের চতুর্থ বলে চার মারেন শান্ত। এই ওভার থেকে ৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। এরপর ইনিংসের দশম ওভারে চতুর্থ বলে চার মারেন শান্ত। এই ওভার থেকে ৮ রান নেয় বাংলাদেশ।

ইনিংসের ১১ তম ওভারের তৃতীয় বলে ছক্কা হাঁকান হৃদয়। অন্যদিকে ২৭ বলে নিজের অর্ধশতক পূর্ণ করেন শান্ত। তবে দলীয় ১০৮ রানে ১৭ বলে ২৪ রান করে আউট হন হৃদয়।

এরপরে দলীয় ১১২ রানে সাজঘরে ফিরে যান শান্ত। ৩০ বলে ৫১ রান করে আউট হন শান্ত। শান্তর বিদায়ের পর আফিফ হোসেন ও সাকিব মিলে রানের চাকা সচল রাখার চেষ্টা করেন। এই দুই ব্যাটারের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ের সুবাস পেতে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত আর কোন উইকেট না হারিয়ে ১২ বল হাতে ৬ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। সাকিব ২৪ বলে ৩৪ ও আফিফ ১৩ বলে ১৫ রানে অপরাজিত থাকেন। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো বাংলাদেশ।

এসএ-৩/০৯/২৩ (স্পোর্টস ডেস্ক)

শান্তর ঝড়ো ফিফটিতে উড়ছে বাংলাদেশ

৩০ বলে ৮ বাউন্ডারির সাহায্যে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলে সাজঘরে ফিরলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশকে জয় উপহার দিতে নিজের সর্বোচ্চ উজার করে দিয় খেলার চেষ্টায় ছিলেন তিনি।

কিন্তু মার্ক উডের গতির বলে দলীয় ১১২ রানে বোল্ট হন শান্ত। তার বিদায়ে ১২.২ ওভারে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।

বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারয়ে ১৫৬ রান করে ইংল্যান্ড।

গত বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ার মেলবোর্নে পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ইংল্যান্ড ক্রিকেট দল। বিশ্বকাপ জয়ের চার মাস পর বাংলাদেশ সফরে এসে টি-টোয়েন্টি খেলতে নামা ইংল্যান্ডকে ১৫৬/৬ রানে থামায় টাইগাররা।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে ইংলিশরা। ফিল সল্টকে সঙ্গে নিয়ে ১০ ওভারে ৮০ রানের জুটি গড়েন অধিনায়ক জস বাটলার।

এরপর মাত্র ৮ রানের ব্যবধানে ইংল্যান্ড হারায় ২ উইকেট। ফিল সল্টকে কট বিহাইন্ড দিয়েছিলেন আম্পায়ার মাসুদুর রহমান, সঙ্গে সঙ্গেই রিভিউ নেন ইংলিশ ওপেনার। তবে আল্ট্রা-এজ নিশ্চিত করেছে, ব্যাটের নিচের দিকে লেগেছে বল।

নাসুম আহমেদের শিকার হয়ে ৩৫ বলে ৩৮ রানে ফেরেন ফিল সল্ট। এরপর মাত্র ৮ রানের ব্যবধানে সাকিব আল হাসানের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ডেভিড মালান (৪)।

সাকিবের করা বলটি সামনে এসে খেলেন মালান। লং অনে ফিল্ডিং করা নাজমুল হোসেন শান্ত কোনো ভুল করেননি। তার ক্যাচে পরিণত হয়ে দলীয় ৮৮ রানে মালান ফেরেন সাজঘরে।

১৫.৬ ওভারে দলীয় ১৩৫ রানে মোস্তাফিজুর রহমানের করা বলে বোল্ড হয়ে ফেরেন বেন ডাকেট। ১৩ বলে ২০ রান করেন তিনি। তার বিদায়ে ইংল্যান্ড হারায় তৃতীয় উইকেট।

১৯ রানেই সাজঘরে ফেরার কথা ছিল ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের। নাসুম আহমেদের করা ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলেই ক্যাচ তুলে দেন তিনি। কিন্তু ফিল্ডার সাাকিব রাখতে পারেননি বাটলারের ক্যাচটি। সাকিবের হাত ফসকে বলটি মাটিতে পড়ে যায়।

নাসুমের বলে ক্যাচ তুলে দিয়ে সাকিবের কল্যাণে নতুন জীবন পেয়ে কাজে লাগিয়েছেন ইংলিশ অধিনায়ক। ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে ১৬.১ ওভারে দলীয় ১৩৫ রানে সাজঘরে ফেরেন তিনি।তার আগে ৪২ বলে চার বাউন্ডারি আর চারটি ছক্কার সাহায্যে করেন দলীয় সর্বোচ্চ ৬৭ রান।

হাসান মাহমুদের বলে লং অনের পরও দিয়ে ছক্কা হাঁকানোর চেষ্টা করেন ইংল্যান্ড অধিনায়ক। সেখানে ফির্ল্ডিং করা নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পরেন তিনি।

১৮.৫ ওভারে হাসান মাহমুদের বলে লং অনে ক্যাচ তুলে দেন স্যাম কারেন। ১৪৬ রানে ইংল্যান্ড হারায় পঞ্চম উইকেট। ১৪৭ রানে ক্রিস ওকসকে বোল্ড করে সাজঘরে ফেরান তাসকিন আহমদে। শেষ দিকে একের পর এক উইকেট হারানোয় বড় স্কোর গড়তে পারেনি ইংল্যান্ড। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৫৬ রানে থামে তারা।

১৫৭ রানের টার্গেট তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে খেলতে নেমে ৩.৩ ওভারে ৩৩ রানের জুটি গড়েন ২০১৫ সালের পর জাতীয় দলে ফেরা রনি তালুকদার।

দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেই দারুণ শুরু করেন রনি। ইংল্যান্ডের মতো বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ভালো শুরুর পরও নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি তিনি।

ইংলিশ তারকা লেগ স্পিনার আদিল রশিদের গুগলিতে বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে ১৪ বলে চার বাউন্ডারিতে রনি করেন ২১ রান। তার বিদায়ে ৩৩ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

রনি আউট হওয়ার পর মাত্র ১১ রানের ব্যবধানে ফেরেন আরেক ওপেনার লিটন দাস। তিনি জোফরা আর্চারের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্রিস ওকসের হাতে ক্যাচ তুলে দেন। ৪.৫ ওভারে দলীয় ৪৩ রানে সাজঘরে ফেরার আগে লিটন করেন ১০ বলে ১২ রান।

১১.২ ওভারে দলীয় ১০৮ রানে মঈন আলীর বলে স্যাম কারেনের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তৌহিদ হৃদয়। অভিষেক ম্যাচে তিনি করেন ১৭ বলে দুই চার আর এক ছক্কায় ২৪ রান।

হৃদয় আউট হওয়ার পরের ওভারেই আউট হন শান্ত। ফিফটি তুলে নেওয়ার পর বোল্ড হয়ে ফেরেন তিনি।

এসএ-১/০৯/২৩ (স্পোর্টস ডেস্ক)

ডাচ বাংলা ব্যাংকের গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা ছিনতাই

রাজধানীর উত্তরায় ডাচ-বাংলা ব্যাংকের বুথে রাখার জন্য নেওয়ার পথে একটি গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় ওই গাড়িতে ছিনতাইয়ের ঘটনা ঘটে। সশস্ত্র একটি চক্র গাড়িটি থামিয়ে টাকা ছিনতাই করে নিয়ে যায়।

পুলিশ বলছে, ডাচ-বাংলা ব্যাংকের বুথে টাকা ঢোকাতে ঢাকা থেকে সাভারের ইপিজেড যাচ্ছিল গাড়িটি। ব্যাংক কর্তৃপক্ষ দাবি করছে, ওই গাড়িতে সোয়া ১১ কোটি টাকা ছিল।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, একটি সিকিউরিটি কোম্পানির গাড়িতে করে ১১ কোটি ২৫ লাখ টাকা সাভার ইপিজেডের ডাচ-বাংলা ব্যাংকের বুথে রাখার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। পথে সশস্ত্র অবস্থায় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ পেয়েছি। আমরা টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।

এআর-০১/০৯/০৩ (ন্যাশনাল ডেস্ক)