রাত ৩:১১
বৃহস্পতিবার
১৬ ই মে ২০২৪ ইংরেজি
১ লা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
৮ ই জ্বিলকদ ১৪৪৫ হিজরী
spot_img

শাহরুখের স্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর

বলিউড বাদশাহ শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের বিরুদ্ধে জামিন-অযোগ্য ধারায় মামলা হয়েছে। মোটা অঙ্কের অর্থ পরিশোধ করেও নির্ধারিত সময়ে মেলেনি ফ্ল্যাট। কথা দিয়ে কথা না রাখার অভিযোগ তুলে শাহরুখ-পত্নীর গৌরী খানের বিরুদ্ধে অভিযোগটি করেছেন মুম্বাইয়ের বাসিন্দা যশবন্ত শাহ। লখনউয়ের সুশান্ত গল্ফ সিটির পুলিশ স্টেশনে জামিন-অযোগ্য ভারতীয় দণ্ডবিধির ৪০৯ ধারায় এফআইআরটি করেন তিনি।

দায়ের করা এফআইআরে গৌরী খান ছাড়াও তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের দুই শীর্ষকর্মকর্তার নাম রয়েছে। কর্মকর্তারা হলেন- অনিল তুলসিয়ানি ও মহেশ তুলসিয়ানি।

এফআইআর দায়ের করা যশবন্তের অভিযোগ, ৮৬ লক্ষ টাকা দিয়ে তাদের সংস্থার কাছ থেকে ফ্ল্যাট কিনেছিলেন তিনি। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও ফ্ল্যাটের চাবি মেলেনি। তাই বিশ্বাসভঙ্গের অভিযোগে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করেছেন তিনি।

যশবন্তের দাবি, যেহেতু গৌরী খান ওই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর, তাই এই বিশ্বাসভঙ্গের দায় তার উপরেও বর্তায়। তাই গৌরী খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি।

প্রসঙ্গত, বেশ কয়েক বছর আগে তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন গৌরী খান। সম্প্রতি ওই সংস্থার সঙ্গে তার কোনো যোগাযোগ বা চুক্তি আছে কি-না, তা জানা যায়নি।

এসএ-৬/০২/০৩ (বিনোদন ডেস্ক)

রাজশাহী জেলা তাবলিগ ইজতেমা শুরু

রাজশাহীতে তিন দিনব্যাপী জেলা তাবলিগ ইজতেমা শুরু হয়েছে।  ইজতেমা চলবে আগামী ৪ মার্চ পর্যন্ত।

বৃহস্পতিবার দুপুরে নগরীর শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাবলিগ ইজতেমার কার্যক্রম পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় তাবলিগ ইজতেমার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন ও সুষ্ঠুভাবে এই কার্যক্রম সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরিদর্শনকালে রাজশাহী জেলা তাবলিগ জামাতের আমির ডা: আমিনুল ইসলাম, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব জাহিদুল ইসলাম জাহিদ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. মোঃ সেলিম হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

এআর-০২/০২/০৩ (উত্তরাঞ্চল ডেস্ক)

জোভানের সঙ্গে এ কেমন পূজা!

বাংলাদেশে ঘটে যাওয়া এক সত্য ঘটনার ছায়া অবলম্বনে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‘পরি’। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে দীপ্ত প্লেতে আসছে ওয়েব ফিল্মটি। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন নতুন দিনের মেধাবী অভিনেত্রী পূজা চেরি। ইতোমধ্যে প্রকাশ পেয়েছে এর ফার্স্টলুক পোস্টার।

পাচারকারীদের খপ্পড়ে পড়ে থাইল্যান্ডে আটকে আছে এক বাংলাদেশি মেয়ে। ফিরে আসতে চায় দেশে। কিন্তু চাইলেই কি ফেরা যায়? ক্রমেই তার জীবন ডুবতে থাকে অন্ধকারে। ঠিক তখনই আলোর চিহ্ন নিয়ে আসে এক সেলিব্রেটি অভিনেতা। কিন্তু পর্দার এই নামী অভিনেতা কি সত্যিই হতে পারবে বাস্তব জীবনের নায়ক?

ছবিটিতে দেশীয় শোবিজ অঙ্গনের একজন সুপারস্টারের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। মানবপাচার নিয়ে গল্প হলেও এখানে ড্রামা, রোমান্স, থ্রিল সব কিছুই থাকবে।

রায়হান খানের চিত্রনাট্যে ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি। এতে পূজা, জোভান ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, মুসাফির সায়েদ বাচ্চু, নরেশ ভূঁইয়া, বাশার বাপ্পি, সাক্ষ্য শহিদ, সিনথিয়া ইয়াসমিন প্রমুখ।

এসএ-৫/০২/০৩ (বিনোদন ডেস্ক)

নিপাহ ভাইরাসে শ্বশুরের পর মারা গেলেন পুত্রবধূ, শাশুড়ি হাসপাতালে

নিপাহ ভাইরাসে সংক্রমিত হয়ে নওগাঁর মান্দায় আবদুল হক (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যুর ২২ দিন পর তার পুত্রবধূ ফরিদা বেগম একই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফরিদার শাশুড়ি রহিমা বেগম (৬০) নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ফরিদা বেগম মান্দা উপজেলার চকচোঁয়ার গ্রামের আবদুল খালেকের স্ত্রী। গত ৮ ফেব্রুয়ারি নিপাহ ভাইরাসে আক্রান্ত তার শ্বশুর আবদুল হককে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মারা যান।

স্থানীয় বাসিন্দা ও মান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত রোববার ফরিদা বেগম জ্বর, সর্দি ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। উপসর্গগুলো সন্দেহজনক হওয়ায় ওই দিনই উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা করে তার শরীরে নিপাহ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। মঙ্গলবার একই ধরনের উপসর্গ নিয়ে ফরিদার শাশুড়ি রহিমা বেগম হাসপাতালে ভর্তি হন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফরিদার স্বামী আবদুল খালেক বসতবাড়ির পাশের দুটি খেজুর গাছ থেকে শীতের শুরু থেকেই রস সংগ্রহ করেন। সেই রস তারা পরিবারের লোকজন পান করতেন। সেখান থেকে তার পরিবারের সদস্যরা নিপাহ ভাইরাসে আক্রান্ত হতে পারেন বলে স্থানীয়দের ধারণা।

মান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিজয় কুমার রায় বলেন, নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ফরিদা বেগম নামে এক নারীর মৃত্যুর সংবাদ পেয়ে রাতেই স্বাস্থ্য বিভাগ থেকে একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ঢাকা থেকে আসা আইসিডিডিআরবির একটি দল এ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কাজ শুরু করেছেন। ওই এলাকায় আরও কোনো ব্যক্তি নিপাহ ভাইরাসে আক্রান্ত কিনা, তা শনাক্তের জন্য সন্দেহভাজন ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হবে।

এআর-০১/০২/০৩ (উত্তরাঞ্চল ডেস্ক)

একসঙ্গে প্রথমবার দুই অ্যাকশন সুপারস্টার

গত বছরেই ঘোষণা এসেছিল ছবিটির। তখনই জানা গিয়েছিল, প্রথমবারের মতো একসঙ্গে পর্দা মাতাবেন দুই সময়ের দুই অ্যাকশন সুপারস্টার চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল ও অনন্ত জলিল। অবশেষে একসঙ্গে ক্যামেরাবন্দি হলেন তারা।

বুধবার (১ মার্চ) সকাল থেকেই ক্যামেরা ওপেন হয় ‘কিল হিম’ সিনেমার। এদিন শুটিং সেটে হাজির ছিলেন দুই অ্যাকশন হিরো। এর আগে চলতি বছরের শুরুতেই এই সিনেমার প্রথম লটের শুটিং সম্পন্ন হয়েছে বগুড়ায়।

প্রথম থেকেই নিজের পছন্দের অভিনেতার সঙ্গে পর্দা ভাগ নিয়ে উচ্ছ্বসিত অনন্ত জলিল। রুবেলকে বরাবরই নিজের আইকন হিসেবেই দেখেছেন এই নায়ক। পূর্বেও চিত্রনায়ক রুবেলকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন অনন্ত। নিজেকে রুবেলের একজন বড়সড় ভক্ত হিসেবেই দাবি করেন তিনি।

তার কথায়, ‘আমি রুবেল ভাইয়ের বড় ভক্ত, তাকে ফলো করি। বিশেষ করে অ্যাকশন মুভিতে। বলতে পারেন, আমার আইকন রুবেল ভাই। তার সঙ্গে পর্দা ভাগ করতে মুখিয়ে আছি। এর জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছি, মার্শাল আর্ট শিখছি। এমনি এমনিই তো রুবেল ভাইয়ের মতো তারকার মুখোমুখি হওয়া যাবে না!’

জানা গেছে, চলতি বছরেই মুক্তি পাবে মো. ইকবালের পরিচালনায় ‘কিল হিম’। এতে রুবেল ও অনন্ত জলিল ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা বর্ষা, মিশা সওদাগর, ভারতের রাহুল দেব, অ্যামি রায় প্রমুখ।

প্রসঙ্গত, ‘কিল হিম’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো নিজের প্রোডাকশন হাউজের বাইরে গিয়ে অভিনয় করছেন অনন্ত জলিল। ছবিটি নির্মিত হচ্ছে ‘সুনান মুভিজ’-এর ব্যানারে।

এসএ-৪/০২/০৩ (বিনোদন ডেস্ক)

১২ কেজির গ্যাস সিলিন্ডারে দাম কমল

দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম কমেছে। এখন ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে লাগবে ১ হাজার ৪২২ টাকা। সে হিসাবে ১২ কেজির সিলিন্ডারের দাম কমল ৭৬ টাকা।

বৃহস্পতিবার এ দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। কমিশনের সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানোনো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৬ টাকা কমিয়ে এক হাজার ৪২২ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত এক মাস এক হাজার ৪৯৮ টাকা ছিল।

সর্বশেষ ২ ফেব্রুয়ারি ১২ কেজির সিলিন্ডারের দাম ২৬৬ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৯৮ টাকা করা হয়েছিল। এর এক মাস পর ৭৬ টাকা কমানো হলো।

এসএ-৩/০২/০৩ (জাতীয় ডেস্ক)

বিশ্বকাপজয়ী সতীর্থদের স্বর্ণের আইফোন উপহার লিওনেল মেসির

আর্জেন্টিনার ৩৬ বছরের আক্ষেপ মিটিয়ে বিশ্বকাপ জিতিয়েছেন মহাতারকা লিওনেল মেসি। মিটিয়েছেন নিজের ক্যারিয়ারজোড়া আক্ষেপ। আজন্ম লালিত স্বপ্নপূরণে যাদের সাহায্য পেয়েছেন মেসি এবার তাদেরকেই উপহার দিচ্ছেন মেসি। যেনতেন উপহার নয়, একেবারে সোনায় মোড়ানো আইফোন।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ওলে’র এক প্রতিবেদনে জানা যায়, বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড় ও স্টাফ মিলিয়ে ৩৫ সদস্যের জন্য ২৪ ক্যারেটের সোনায় মোড়ানো আইফোন-১৪ অর্ডার করেছেন মেসি। বিশেষ এই আইফোনগুলোর জন্য মেসিকে গুনতে হচ্ছে ১ লাখ ৭৫ হাজার পাউন্ড, যা বাংলাদেশি টাকায় প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা।

আইফোনগুলোর ডিজাইনকারী সংস্থা আইডিজাইন ইতোমধ্যেই প্রকাশ করেছে বিশেষ সেই আইফোনের ছবি। ফোনগুলোর ডিজাইন করাও হয়েছে বিশেষভাবে। সোনার প্রলেপ দেওয়া এই ফোনের পেছনে খোদাই করা আছে তিন তারকা সম্বলিত আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) লোগো, খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বর। এছাড়াও লেখা হয়েছে ‘বিশ্বকাপ চ্যাম্পিয়ন ২০২২’। সতীর্থদের উপহার দেওয়ার পাশাপাশি নিজের জন্যও একই রকম আইফোন নিয়েছেন মেসি।

এছাড়া এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ পত্রিকা দ্য সান। সেখানে আইডিজাইন গোল্ডের সিইও বেন বলেছেন, ‘মেসি শুধু বড় তারকাই নন, তিনি আইডিজাইন গোল্ডের সবচেয়ে বিশ্বস্ত গ্রাহকদের একজন। বিশ্বকাপ ফাইনালের কিছুদিন পরই মেসি আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন।’

তিনি আরও জানান, বিশ্বকাপ জয় বিশেষভাবে উদযাপন করতে চান বলে জানিয়েছিলেন মেসি। সতীর্থদের জন্য একটি বিশেষ উপহার দিতে চান তিনি। কিন্তু সাধারণ উপহার দিতে চান না। তাই আমি তাকে সোনার আইফোনের পরামর্শ দিয়েছিলাম। তিনিও এই বিষয়টি পছন্দ করেছিলেন।

এসএ-২/০২/০৩ (স্পোর্টস ডেস্ক)

স্যুপ তৈরির পাত্রে মিললো মডেলের মাথার খুলি

সপ্তাহখানেক ধরে নিখোঁজ হংকংয়ের অভিনেত্রী ও মডেল অ্যাবি চোইয়ের (২৮) মাথার খুলি মিলেছে স্যুপ তৈরির পাত্রে। অন্যদিকে শরীরের বিভিন্ন অংশ খুঁজে পাওয়া গেছে ফ্রিজের ভিতরে।

এই অভিনেত্রীকে হত্যার অভিযোগে তার প্রাক্তন স্বামী, শ্বশুর, শাশুড়ি এবং ভাসুরকে গ্রেফতার করেছে হংকংয়ের পুলিশ।

স্থানীয় পুলিশ সুপার অ্যালান চ্যাং জানান, মঙ্গলবার সকালে মেনল্যান্ড চায়না থেকে ১৫ মিনিটের দূরত্বে তাকু লিং এলাকার একটি বাড়িতে তল্লাশি চালায় হংকং পুলিশ। স্যুপ তৈরির বড় পাত্রে ছিলো অ্যাবির মাথার খুলি। ভাড়া করা বাড়িটিতে থাকা ফ্রিজের মধ্যে থেকে এ অভিনেত্রীর টুকরো টুকরো দেহ উদ্ধার করে পুলিশ।

তিনি আরও জানান, খুলির ভিতরের মাংস সব বের করে নেওয়া হয়। স্যুপের পাত্রে রেখে তা সেদ্ধ করা হয়েছিলো বলেই ধারণা করেন এই পুলিশ কর্মকর্তা।

হংকং পুলিশের কাছে দায়ের হওয়া প্রতিবেদন অনুযায়ী জানা যায়, কিছুদিন ধরেই প্রাক্তন স্বামী এবং তার পরিবারের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছিলো চোইয়ের। যার ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

উল্লেখ্য সম্প্রতি বিলাসবহুল ম্যাগাজিনের এল ‘অফিশিয়াল মোনাকো’র একটি প্রচ্ছদে হাজির হয়েছিলেন চোই। গত মাসে ফ্রান্সের প্যারিসে এলিয়ে সাব স্প্রিং সামার ২০২৩ হাউট কউচার শোতে ফটোশুটে অংশ নিয়েছিলেন তিনি। লন্ডন, প্যারিস, সাংহাই, হংকংসহ বেশ কিছু আন্তর্জাতিক বিলাসবহুল ব্র্যান্ডের বিজ্ঞাপন ও ফটোশুটে নিয়মিত উপস্থিতির মাধ্যমে অল্প সময়ের মধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেন এই মডেল।

এসএ-১/০২/০৩ (বিনোদন ডেস্ক)

রাবিতে বীমা দিবস উদযাপন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বীমা দিবস উদযাপিত হয়েছে। আজ (বুধবার) ১ মার্চ ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের উদ্যোগে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে থেকে র‌্যালি বের করে বিভাগের শিক্ষক – শিক্ষার্থীরা। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে মিলিত হয়।

র‌্যালি শেষে আলোচনা সভায় ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের সভাপতি মো: তৌহিদুল আলম বলেন, মানুষের জীবন ও সম্পত্তির বিভিন্ন ধরনের ঝুঁকি কমাতে বীমার কোন বিকল্প নেই। পেনশন বীমার মাধ্যমে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা যেতে পারে। গ্রাহকের আস্থা অর্জনের মাধ্যমে এ শিল্পের বিকাশ সম্ভব।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগ ইনস্যুরেন্স শিল্পের দক্ষ মানব সম্পদ তৈরীতে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বিশ্ববিদ্যালয়েল ছাত্র-ছাত্রীদের বীমা সম্পর্কিত জ্ঞান বৃদ্ধিতে এ দিবস ও র‌্যালি অবদান রাখবে বলে আমি মনে করি।

অনুষ্ঠানের বিভাগের তিন শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

এলএস-০২.০৩.২৩ (নিজস্ব প্রতিবেদক)

Appearing Technologies and Asylum Steps

Technology is starting to become an essential portion of the lives of refugees and internally out of place people (IDPs). Biometric verifications, crowdmapping, cellphone fund moves, translation software, crisis forecasting systems, equipment learning and blockchain applications are generally emerging technology that can effect how world-wide companies and municipal society categories respond to abri situations.

NGOs are using digital tools to help refugees and IDPs with all their social and economic integration in their coordinator societies. They are also using technology to help them gain access to public companies and details, as well as to find volunteer website hosts who can support them with short-term www.ascella-llc.com/the-counseling-services-offers-free-confidential-counseling-services-to-enrolled-students places to stay.

However , despite these confident outcomes, there are numerous concerns about the use of technology in the asylum space. Privacy issues are one of the main kinds.

In addition , the consumption of artificial cleverness in making decisions about refugees can be susceptible to bias and errors that could result in deportations in infringement of overseas laws. These types of algorithms are sometimes procured or perhaps developed by external suppliers, which may create them difficult to observe.

Another important issue is that fresh technologies are only successful when they are used by a transparent way. Consequently, it is crucial to ensure refugees know about their privileges and what they are undertaking with their info.

In order to accomplish that, a multi-stakeholder group need to be convened to develop a statement of principles on privacy, data management and machine learning algorithms pertaining to refugees and IDPs that could be agreed upon by simply states and international establishments. This would help prevent harmful practices and secure the rights of refugees.