সকাল ৯:২৫
সোমবার
২৯ শে এপ্রিল ২০২৪ ইংরেজি
১৬ ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
২০ শে শাওয়াল ১৪৪৫ হিজরী
spot_img

তত্ত্বাবধায়ক সরকার বাতিল ইস্যু: কাদের

তত্ত্বাবধায়ক সরকার বাতিল ইস্যু। সংবিধান পরিবর্তন করে এ সরকার আনা কোনোভাবেই সম্ভব না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘দেশরত্ন শেখ হাসিনার স্বর্ণযুগ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন সংবিধান অনুসারেই হবে। সংবিধানের মধ্য থেকে অন্য পথ থাকলে তা বিএনপি খুঁজে বের করুক। ক্ষমতার পরিবর্তন চাইলে নির্বাচনে অংশগ্রহণের বিকল্প নেই।

এ সময় আন্দোলনের নামে বিএনপি আগুন সন্ত্রাস বা আক্রমণ করতে চাইলে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। আওয়ামী লীগ জনস্বার্থে পাহারায় আছে, থাকবে। যে হাত আগুন দিতে আসবে, সেই হাত ভেঙে দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

৫০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগ মামলা দিয়েছে বলে বিএনপি যে দাবি করে সেটি অযৌক্তিক, বানোয়াট ও মিথ্যা বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, এগুলো বিএনপির মিথ্যাচারের গল্প। বিএনপি ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে নির্যাতন করেছে, মামলা দিয়েছে।

মায়ের জানাজা এমনকি ঈদের নামাজে অংশ নিতে পারেনি আওয়ামী লীগের নেতাকর্মীরা। নির্বাচনের আগে পাঁচশ স্কুল পুড়িয়েছে। ভূমি অফিসে আগুন দিয়েছে, মানুষ পুড়িয়েছে। কী বীভৎস দিন! কত নিষ্ঠুর বিএনপি! মির্জা ফখরুলও এখন খুনি মাদকের মামলার আসামির পক্ষে বিবৃতি দেন।

এআর-০৭/১৯/০২ (ন্যাশনাল ডেস্ক)

ফ্ল্যাট ভাড়া নিয়ে ইয়াবা বিক্রি করতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী!

ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগের সম্মান ১ম বর্ষের শিক্ষার্থী আয়েশা ছিদ্দিকা রুমা ওরফে জারা (২৩)। পড়ালেখার আড়ালে দীর্ঘদিন ধরেই পরিবারসহ ইয়াবা কারবারে জড়িত এই তরুণী।

শনিবার রাজধানীর আদাবর থানাধীন শেখেরটেক এলাকার একটি ফ্ল্যাট থেকে ২৯০০ ইয়াবা ট্যাবলেটসহ আয়েশা ছিদ্দিকা রুমাকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

এ সময় তার কাছ থেকে দুইটি মোবাইল ও দুইটি পাসপোর্ট উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, সীমান্তবর্তী জেলা কক্সবাজার ও টেকনাফ থেকে নানা উপায়ে নিয়ে আসা হতো ইয়াবার চালান। এরপর ঢাকায় ভাড়া নেওয়া ওই ফ্ল্যাটে ইয়াবার চালান রেখে খুচরা ও পাইকারি বিক্রি করতেন রুমা।

র‌্যাব-২ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) শিহাব করিম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আদাবরে ফ্ল্যাট ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে মাদক কারবার চালিয়ে আসছে এক নারী – এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ রুমাকে আটক করা হয়। তার কাছ থেকে জব্দ হওয়া ২৯০০টি ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৭০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রুমা মাদক বিক্রির বিষয়টি স্বীকার করেছেন।

র‌্যাব জানায়, আটক রুমা সংঘবদ্ধ মাদকচক্রের ডিলার হিসেবেও কাজ করে আসছিলেন। তার বিরুদ্ধে ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এআর-০৬/১৯/০২ (ন্যাশনাল ডেস্ক)

‘খালেদা জিয়ার রাজনীতিতে বাধা নেই তবে নির্বাচন করতে পারবেন না’

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনীতি করতে কোনো বাধা নেই। কিন্তু তিনি ২টি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে জেলে থাকার কারণে সংবিধান অনুযায়ী নির্বাচনে অংশ নিতে পারবেন না।

রোববার রাজধানীর জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউট (জেএটিআই) আয়োজিত নবনিযুক্ত সহকারী জজদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘তার (খালেদা জিয়া) মুক্তির আদেশে এমন কোনো শর্ত ছিল না যে, তিনি (খালেদা জিয়া) রাজনীতি করতে পারবেন না। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ৪০১ ধারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাজা স্থগিত করেছেন। তিনি (খালেদা জিয়া) একজন স্বাধীন ব্যক্তি, তাই তার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হতে কোনো বাধা নেই।’

আইনমন্ত্রী বলেন, সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তি যদি কোনো নৈতিক স্খলনের দায়ে দোষী সাব্যস্ত হয়ে ২ বছর বা ২ বছরের বেশি কারাদণ্ডে দণ্ডিত হন, তাহলে তিনি সাজা ভোগের পর ৫ বছরের মধ্যে কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার ১০ বছর এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৭ বছরের কারাদণ্ড হয়েছে।

এআর-০৫/১৯/০২ (ন্যাশনাল ডেস্ক)

‘দেশে আবারও একদলীয় শাসন প্রতিষ্ঠার ষড়যন্ত্র হচ্ছে’

দেশে আবারও সম্পূর্ণভাবে একনায়কতন্ত্র ও একদলীয় শাসন প্রতিষ্ঠা করার জন্য ভয়াবহ রকমের চক্রান্ত-ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার দুপুরে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এ সময় ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব। এর আগে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, ২১ ফেব্রুয়ারি আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। প্রকৃতপক্ষে ’৫২ সালের এই একুশে ফেব্রুয়ারি আমাদের নতুন জাতিসত্তা নির্মাণের যে চেতনা, সেই চেতনা সৃষ্টি হয়েছিল। সেদিন আমাদের মাতৃভাষার অধিকার আদায়ের জন্য ছাত্রসমাজ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। অনেক ত্যাগের বিনিময়ে সেদিন বাংলা ভাষা প্রতিষ্ঠিত হয়েছিল। তার ধারাবাহিকতায় যে নতুন চিন্তা-চেতনা সৃষ্টি হয়েছিল এবং সত্যিকার অর্থেই নতুন রাষ্ট্র নির্মাণের বীজ অঙ্কুরিত সেদিন হয়েছিল।

তিনি বলেন, স্বাধীনতার এত বছর পরও জাতি তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। চিন্তার স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছে। কথা বলার স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছে। লেখার স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছে। কী দুর্ভাগ্য যে বাংলা একাডেমির প্রতিষ্ঠা হয়েছিল বাংলা ভাষা ও বিকাশের জন্য; চিন্তা-চেতনা বিকাশের জন্য। মুক্তচিন্তার জন্য। সেই বাংলা একাডেমি অন্যায়ভাবে বিভিন্ন স্টল বন্ধ করে দিয়েছে। বিভিন্ন বইয়ের প্রদর্শন বন্ধ করে দিয়ে, একটা কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।

বিএনপি মহাসচিব বলেন, এই ২১ ফেব্রুয়ারি নতুন করে শপথ নিতে চাই, বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করব। জনগণের কথা বলার অধিকার, মুক্তচিন্তার অধিকার, জনগণের লেখার অধিকার আমরা নিশ্চয়তা প্রতিষ্ঠা করব।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এআর-০৪/১৯/০২ (ন্যাশনাল ডেস্ক)

দুবাই থেকে আসার পথে প্লেনে বাংলাদেশির মৃত্যু

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ঢাকাগামী ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে বাংলাদেশি এক যাত্রীর প্রাণহানি ঘটেছে। শনিবার মাঝ-আকাশে হার্ট অ্যাটাকে ওই যাত্রী মারা গেছেন বলে ফ্লাই দুবাই কর্তৃপক্ষের এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে।

আকাশপথে মেডিক্যাল ইমার্জেন্সি পরিস্থিতি তৈরি হওয়ায় দুবাই ছেড়ে আসা ফ্লাইটটি পাকিস্তানের করাচি বিমানবন্দরে অবতরণ করা হয়েছিল। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা বাংলাদেশি ওই যাত্রীকে মৃত ঘোষণা করেছেন।

পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, বাংলাদেশি ওই যাত্রীর বয়স ৫৯ বছর। তার নাম শাব শেখ।

বিবৃতিতে ফ্লাই দুবাই বলছে, মেডিকেল ইমার্জেন্সির কারণে স্মার্টউইংসের পরিচালিত ফ্লাই দুবাইয়ের এফজেড ৫২৩ ফ্লাইটটি করাচি বিমানবন্দরে অবতরণ করা হয়েছিল। ১৮ ফেব্রুয়ারি দুবাই ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে ফ্লাইটে ওই জরুরি অবস্থা তৈরি হয়।

‘ফ্লাই দুবাইয়ের এফজেড ৫২৩ ফ্লাইটে বাংলাদেশি একজন যাত্রী মারা গেছেন। ফ্লাই দুবাই ওই যাত্রীর পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানায়।’

চিক রিপাবলিকের বিমান সংস্থা স্মার্টউইংস ফ্লাই দুবাইয়ের এফজেড ৫২৩ ফ্লাইটটি পরিচালনা করে। পাকিস্তানি সংবাদমাধ্যম শামা টিভির খবরে বলা হয়েছে, পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তাদের মতে, দুবাই থেকে ঢাকাগামী ফ্লাই দুবাইয়ের ওই ফ্লাইটের একজন যাত্রী অসুস্থ হয়ে পড়েন।

পরে ফ্লাইটের ক্যাপ্টেন করাচি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সাথে যোগাযোগ করেন এবং জরুরি অবতরণের অনুমতি চান।

করাচি বিমানবন্দরের কর্মকর্তারা বলেছেন, বিমানটিকে অবতরণের অনুমতি দেওয়া হয়। বিমানবন্দরে অবতরণের সাথে সাথে ওই যাত্রীর জন্য চিকিৎসক এবং একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু অবতরণের সময়ই ওই যাত্রী মারা যান বলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর ঘোষণা দিয়েছেন।

এআর-০৩/১৯/০২ (আন্তর্জাতিক ডেস্ক)

একুশে ফেব্রুয়ারি ঘিরে জঙ্গি হামলার হুমকি নেই

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জঙ্গি হামলার কোনো সুনির্দিষ্ট হুমকি নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সার্বিক নিরাপত্তা বিষয়ে ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার এ কথা বলেন।

তিনি বলেন, আদালত থেকে দুই জঙ্গি যারা ছিনতাই করেছে আমরা তাদের ১২ জনকে গ্রেপ্তার করেছি। তবে ছিনতাই হওয়া দুই জঙ্গি এখনো পলাতক আছে। একুশে ফেব্রুয়ারিতে জঙ্গি হামলার কোনো হুমকি নেই।

ডিএমপি কমিশনার বলেন, ২০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে একুশে ফেব্রুয়ারির আনুষ্ঠানিকতা শুরু হবে। ১২টার পর পরই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রথমে শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। কেন্দ্রীয় শহীদ মিনারে দুই ভাগে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। প্রথম ভাগে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য ও বিদেশি কূটনৈতিকরা পুষ্পস্তবক অর্পণ করবেন। তারা পুষ্পস্তবক অর্পণ করে বিদায় নেওয়ার পর জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এই দুই ভাগে শহীদ মিনারের নিরাপত্তাসহ ট্রাফিক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, পলাশী প্রান্তর থেকে দোয়েল চত্বর ও বইমেলার পুরো এলাকা সিসিটিভির আওতায় নিয়ে আসা হয়েছে। শহীদ মিনারের প্রত্যেকটি প্রবেশপথে আর্চওয়ে বসানো থাকবে। যারাই আসবেন আর্চওয়ের ভেতর দিয়ে তল্লাশির মাধ্যমে প্রবেশ করতে হবে। সঙ্গে ব্যাগ জাতীয় কোনো জিনিস নিয়ে আসবেন না।

খন্দকার গোলাম ফারুক বলেন, অন্যবারের মতো এবারও একইভাবে প্রবেশ করানো হবে। ভিভিআইপিরা দোয়েল চত্বর হয়ে প্রবেশ করবেন। মন্ত্রিপরিষদের সদস্যরা জিমনেশিয়াম মাঠে গাড়ি রেখে বাকি পথ হেঁটে আসবেন। আর সাধারণরা পলাশী মোড় হয়ে জগন্নাথ হল হয়ে প্রবেশ করবেন ও দোয়েল চত্বর-চানখাঁরপুল হয়ে বের হয়ে যাবেন।

এআর-০২/১৯/০২ (ন্যাশনাল ডেস্ক)

অডিও কাণ্ডের পর নিয়োগ বোর্ডের সভা স্থগিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিয়োগ নির্বাচনী বোর্ডের সভা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামীকাল সোমবারের মেডিকেল অফিসার, বুধবারের শারীরিক শিক্ষা ক্রীড়া বিজ্ঞান বিভাগের প্রভাষক ও কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সহকারী অধ্যাপক পদের নিয়োগ নির্বাচনী বোর্ডের সভা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। এই পদগুলোর নিয়োগ নির্বাচনী বোর্ডের সভার তারিখ পরে জানানো হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিয়োগকেন্দ্রিক আলাপচারিতার ‘অডিও কাণ্ডে’র পর এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, ‘প্রশাসন আমাকে অর্ডার করেছে স্থগিত করতে। তাই স্থগিত করা হয়েছে।’

এর আগে ইবি উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালামের ‘কণ্ঠের মতো’ একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া অডিওটিতে শিক্ষক নিয়োগ বোর্ডের বিভিন্ন বিষয়ে কথোপকথন শোনা যায়। এ বিষয়ে গত শুক্রবার রাতে ইবি থানায় সাধারণ ডায়েরি করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননূর জায়েদ বলেন, রেজিস্ট্রারের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। জিডিতে বলা হয়েছে, গত ১৬ ফেব্রুয়ারি আনুমানিক রাত ১০টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কণ্ঠ নকল করে কথোপকথনের একটি অডিও ফারহা জেবিন নামে ভুয়া আইডি থেকে ছাড়া হয়েছে।

এআর-০১/১৯/০২ (ন্যাশনাল ডেস্ক)

নাসিমকে ভুলে ফের পুরোনো প্রেমে মজলেন উর্বশী!

এইতো কদিন আগেই বলিউডের জনপ্রিয় নায়িকা উর্বশী রাউতেলা পাকিস্তানের ক্রিকেটার নাসিম শাহকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন। এমনকি তার সেই পোস্টের জবাবও দেন তারকা এ পেসার। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছিল নেটিজেনদের তুমুল কাণ্ড! যেখানে অনেকে লিখেছিলেন ‘যাক বাবা, এবার ঋষভের ভূত মেয়ের মাথা থেকে নেমেছে’। কিন্তু কোথায় কী! পুরোনো ভালোবাসা কি আর এতো সহজে ভোলা যায়? তাইতো ফের তার মুখে অসুস্থ ভারতীয় উইকেট কিপার-ব্যাটসম্যান ঋষভ পান্তের নাম!

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) এয়ারপোর্টে লাল ব্রালেট, উন্মুক্ত ক্রপ জ্যাকেট আর প্যান্টে দেখা গেছে ‘সনম রে’ খ্যাত এ নায়িকাকে। সেখানে তাকে ঋষভকে নিয়ে এক চিত্রগ্রাহক প্রশ্ন করেন, ‘ঋষভ পান্ত ইনস্টাগ্রামে ছবি দিয়েছেন, উনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন, দেখেছেন?’ সম্মতি জানিয়ে উর্বশী জানান, ‘হ্যাঁ, উনি আমাদের দেশের সম্পদ। আমাদের গর্ব ঋষভ পান্ত। আমার প্রার্থনা ওনার সঙ্গে আছে’।

আর এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতেই উর্বশী-ঋষভের সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া শুরু করে দিয়েছেন নেটিজেনরা। একজন লেখেন, ‘এখন উনি দল বদলেছেন, ঋষভ নয় কেউ নাসিমকে নিয়ে প্রশ্ন করুন’। অপর একজন লেখেন, ‘আবার পান্ত! বেচারি পালাতেও পারছে না কোথাও’। আবার অনেকেই লেখেন, মিডিয়ার এ ধরনের অস্বস্তিকর প্রশ্ন জিজ্ঞাসা করা ঠিক নয়।

বছর শেষে ভারতের দিল্লি থেকে উত্তরাখণ্ডে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে ঋষভ পান্তের গাড়ি। স্থানীয় সূত্রের খবর, উত্তরাখণ্ডের রুরকির কাছে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে ক্রিকেটারের মার্সিডিজ। কার্যত দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। কোনোক্রমে প্রাণে বেঁচে যান তারকা এ ক্রিকেটার। তবে ধীরে ধীরে সুস্থ হচ্ছেন তিনি। গত সপ্তাহেই ইনস্টাগ্রামে নতুন ছবি পোস্ট করেছিলেন ঋষভ। যেখানে ক্র্যাচে ভর দিয়ে হাঁটতে দেখা গেছে তাকে, যা দেখে স্বস্তিতে অনুরাগীরা।

ঋষভের অ্যাক্সিডেন্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট করে ট্রোলের শিকারও হয়েছিলেন উর্বশী। ফের তার নাম নিয়েই গণমাধ্যমের চর্চায় রয়েছেন এ নায়িকা।

এসএ-১৮/০২/২৩ (বিনোদন ডেস্ক)

সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

সিরাজগঞ্জের তাড়াশের দেশীগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকারকে (৬০) গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পরে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান তেল সারের দোকানে বসে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সাবেক চেয়ারম্যানকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। তবে কে বা কারা মেরেছে তা এখনই বলতে পারছি না। আমরা ঘটনাস্থলে রয়েছি।

এআর-০৮/১৮/০২ (উত্তরাঞ্চল ডেস্ক)

খাদ্য সহায়তা কমানোর খবরে হতাশ রোহিঙ্গারা

তহবিলে অর্থ সংকট দেখা দেওয়ায় রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা কমানোর ঘোষণা দিয়েছে জাতিসংঘের খাদ্য বিষয়ক সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। এমন খবর শোনার পর হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীরা।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা এএফপিকে কয়েকজন রোহিঙ্গা নেতা জানিয়েছেন, সহায়তা কমানোর প্রভাব হবে ‘বিধ্বংসী’।

শুক্রবার ডব্লিউএফপি প্রথমবারের মতো রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার পরিমাণ কমানোর ঘোষণা দেয়। সংস্থাটি জানায়, রোহিঙ্গাদের আগামী মার্চ থেকে মাসিক ভাতা ১২ ডলারের বদলে ১০ ডলার করে দেওয়া হবে। রোহিঙ্গাদের জন্য যে তহবিল গঠন করা হয়েছে সেখানে প্রায় ১২৫ মিলিয়ন ডলার ঘাটতি থাকায় এমন সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের।

ডব্লিউএফপি বলছে, যদি তহবিলে পর্যাপ্ত অর্থ না থাকে, তাহলে এপ্রিল থেকে সহায়তার পরিমাণ আরও কমবে।

২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর জ্বালাও-পোড়াও, খুন, ধর্ষণের হাত থেকে বাঁচতে সাড়ে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন। এরপর থেকেই তাদের খাদ্য সহায়তা দিচ্ছে জাতিসংঘের এই সংস্থা।

সহায়তার পরিমাণ কমানোর খবর শুনে রোহিঙ্গা নেতা সায়েদুল্লাহ বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা বুঝতে পারছি রোহিঙ্গাদের প্রতি বিশ্বের নজর কমছে।’

‘কিন্তু ডব্লিউএফপি যে সিদ্ধান্ত নিয়েছে তাতে শরণার্থী শিবিরে মানবিক বিপর্যয়ের পথ সুগম হবে।’

সলিমুল্লাহ নামের অপর এক রোহিঙ্গা নেতা বলেন, সহায়তার পরিমাণ কমানোর বিষয়টি শরণার্থী শিবিরে অপরাধ বাড়িয়ে তুলবে। যাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন নারী ও শিশুরা।

‘এটি হবে বিধ্বংসী এক আঘাত। শরণার্থী শিবিরে সন্ত্রাসবাদ, মাদক এবং মানবপাচার বৃদ্ধি পাবে,’ বলেন সলিমুল্লাহ।

২০১৭ সালে মিয়ানমারের উত্তরাঞ্চনের রাখাইনে দেশটির সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধ রক্তাক্ত সামরিক অভিযান শুরু করে সেনাবাহিনী। সেই সময় একসঙ্গে ৭ লাখ ৫০ হাজারের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। তারা বাংলাদেশে এসে হত্যা, ধর্ষণ এবং অগ্নিসংযোগের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান।

বর্তমানে এসব রোহিঙ্গাকে সহায়তা অব্যাহত রাখতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। এছাড়া রোহিঙ্গাদের অন্যত্র পুনর্বাসন অথবা তাদের নিজ দেশ মিয়ানমারে পাঠাতেও পারছে না সরকার।

যেসব রোহিঙ্গা শরণার্থী শিবিরে বসবাস করেন তাদের বাইরে কোথাও কাজ করার সুযোগ নেই। ফলে বেঁচে থাকতে তারা পুরোপুরি মানবিক সহায়তার ওপরই নির্ভরশীল।

ডব্লিউএফপি বলছে, শরণার্থী শিবিরে থাকা রোহিঙ্গা শিশুদের প্রতি ৮ জনের একজন অপুষ্টিতে ভুগছে। এছাড়া গর্ভবতী ও বুকের দুধ খাওয়ানো ৪০ শতাংশ মা রক্ত স্বল্পতায় ভুগছেন।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলছে, উন্নত জীবনের আশায় শরণার্থী শিবির থেকে অনেক রোহিঙ্গা এখন জীবনের ঝুঁকি নিয়ে সাগরপথে অন্য কোনও দেশে যাওয়ার চেষ্টা করছেন। যার মধ্যে গত বছরই এমন ঝুঁকি নিয়েছেন প্রায় ২ হাজার রোহিঙ্গা।

ধারণা করা হয়, সাগর পথ পাড়ি দিতে গিয়ে এখন পর্যন্ত প্রায় ২০০ রোঙ্গিা প্রাণ হারিয়েছেন অথবা নিখোঁজ হয়েছেন।

এআর-০৭/১৮/০২ (আন্তর্জাতিক ডেস্ক)