বগুড়ায় চরমপন্থী সর্বহারার দুই গ্রুপের ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। আজ শনিবার ভোররাতে জেলার শেরপুরের ভবানীপুর বাজার-সংলগ্ন ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।
পরে ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ১টি ওয়ান শুটার গান, ৮ রাউন্ড গুলি, ২টি চাপাতি, ৩টি পোস্টার উদ্ধার করে পুলিশ।
সর্বহারার দুই গ্রুপ গোলাগুলি করছে মর্মে খবর পেয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী এবং শেরপুর থানার ওসি হুমায়ুন কবির ঘটনাস্থলে গিয়ে দুই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের নাম লিটন এবং আফসার বলে জানায়।
তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে পুলিশের গাড়িতে করে শজিমেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিএ-১৬/২৬-০৪ (উত্তরাঞ্চল ডেস্ক)