বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে যুবক

বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে ২৭ বছর বয়সী এক যুবক মঙ্গলবার দুপুরে আইসোলেশন ইউনিট মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে আইসোলেশন ইউনিটে তিনিই একমাত্র সন্দেহভাজন রোগী।

ইতিপূর্বে যারা করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন নমুনা পরীক্ষায় নেগেটিভ আসায় তাদের পরে বাড়ি ফিরে গেছেন।

মোহাম্মদ আলী হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, সেখানে বর্তমানে করোনা পজিটিভ ৬ রোগী চিকিৎসাধীন।

মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিক আমিন কাজল জানিয়েছেন, শহরের সুত্রাপুর এলাকার আজাদ পাম্প এলাকার বাসিন্দা ওই ব্যক্তি শ্বাস কষ্ট নিয়ে মঙ্গলবার দুপুরে প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে তাকে করোনা আইসোলেশন ইউনিট মোহাম্মদ আলী হাসপাতালে পাঠানো হয়।

তিনি বলেন, ‘আমরা ওই রোগীকে ২টা ১০ মিনিটে রিসিভ করেছি। আমরা তার নমুনা সংগ্রহ করে শজিমেকের পিসিআর ল্যাবে পাঠাবো।’

এক প্রশ্নের জবাবে ডা. শফিক আমিন কাজল বলেন, ‘ মোহাম্মদ আলী হাসপাতালে বর্তমানে ৭ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৬ জন করোনা পজিটিভ এবং বাকি একজন সন্দেহভাজন।’

বিএ-১০/২৮-০৪ (উত্তরাঞ্চল ডেস্ক)