করোনা জয় করে বাড়ি ফিরলেন পুলিশের এসআই

কিশোরগঞ্জের ভৈরবে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া প্রথম রোগী ভৈরব থানায় কর্মরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) চাঁন মিয়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত ৯ এপ্রিল তিনি সর্দি জ্বরে আক্রান্ত হলে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন।

এ সময় তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠালে কেভিড-১৯ পজেটিভ আসে। পরে ১০ এপ্রিল বিকেলে তাকে এ্যাম্বুলেন্স করে ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তিনি প্রায় ১৫ দিন চিকিৎসা নেন। পরে তিনি সুস্থতা অনুভব করলে হাসপাতাল থেকে তার পরপর দুটি নমুনা পরীক্ষা করা হলে প্রতিবারই রিপোর্ট নেগেটিভ আসে।

তৃতীয় পরীক্ষায় আবারও নেভেটিভ আসায় মঙ্গলবার তাকে কুর্মিটোলা হাসপাতাল থেকে সুস্থতার সনদপত্রসহ রিলিজ দেওয়া হয়েছে।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ জানান, এসআই চাঁন মিয়ার বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার নন্দীবাড়ি গ্রামে। তার বাবার নাম নায়েব আলী। তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েই বাড়ির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

বিএ-১১/২৮-০৪ (আঞ্চলিক ডেস্ক)