যুবকের হাতের কব্জি কাটার ঘটনায় চেয়ারম্যানসহ আটক ৪

রুবেল হোসেন নামের এক যুবকের কব্জি কেটে নেয়ার ঘটনায় গ্রেফতার হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানচেয়ারম্যান মো. ফয়েজ উদ্দিন (৩৫) গ্রেফতার হয়েছেন।

একই সাথে গ্রেফতার হয়েছেন তার তিন সহযোগীও। এরা হলেন-তারেক আহমদ (৩৫), জাহাঙ্গীর আলম (৩৫) ও আলাউদ্দিন (৩৫)।

বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে সদর উপজেলার আমনুরায় পুলিশের চেক পোস্টে গ্রেফতার হন এরা।

আত্মগোপন করতে পালিয়ে যাচ্ছিলেন এই চারজন। তল্লাছি চলাকালে তাদের আটক করে পুলিশ।

শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার পর অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করে পুলিশ। এরপর থেকেই আত্মগোপন করেন অভিযুক্তরা।

এর আগে বুধবার গভীর রাতে নিজ ব্যাক্তিগত চেম্বারের পেছনের ফাঁকা মাঠে নয়লাভাঙা রানীহাটি এলাকার রুবেল হোসেনের দুই হাতের কব্জি কেটে নেন চেয়ারম্যানের ক্যাডারবাহীনি।

ওই সময় সেখানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রুবেল।

শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, নওগাঁ পালিয়ে যাবার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ওই চেয়ারম্যান। কিন্তু আমনুরায় পুলিশের চেক পোস্টে তারা আটকা পড়েন।

পরে শিবগঞ্জ থানা পুলিশ তাদের হেফাজতে নেয়। তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিএ-০৩/২০-০৯ (উত্তরাঞ্চল ডেস্ক)