ভারতই বিশ্বকাপ জিতবে

নিজেদের দেশে আয়োজিত বিশ্বকাপে ফেবারিট হিসেবেই খেলছে ভারত। এখন পর্যন্ত ফেবারিটের তকমাটা ভালোভাবে বজায়ও রেখেছে তারা, কোনো ম্যাচ না হেরেই রোহিত শর্মা বাহিনী ফাইনালে উঠেছে। তারাই শিরোপা জিতবে বলে মনে করেন দেশটির সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রী।

চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে এ কথা বলেন শাস্ত্রী।

রোববার আহমেদাবাদে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে ভারত ও অস্ট্রেলিয়া। আইসিসির বিগ ম্যাচে অজিরা সেরা রূপটা দেখালেও ফাইনালে ভারতকেই ফেবারিট মনে করছেন শাস্ত্রী। তিনি বলেন, ‘ভারতই বিশ্বকাপ জিতবে। ফেবারিট হিসেবেই ওরা ফাইনালে নামবে। রোহিতরা পুরো টুর্নামেন্টেই ভালো খেলছে।’

ফাইনাল জেতার জন্য সাবেক শিষ্যদের উপদেশও দিয়েছেন শাস্ত্রী। তিনি বলেন, ‘খেলোয়াড়দের শান্ত থাকতে হবে, চাপ সামাল দেয়ার মানসিকতা লাগবে। ফাইনাল বিধায় কিছুতেই উত্তেজিত হওয়া যাবে না।’

এবারের বিশ্বকাপে ভারতের সবাই পারফর্ম করছেন। প্রায় সব ম্যাচেই দলগত পারফরম্যান্সে জিতছে স্বাগতিকরা। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন শাস্ত্রী। তিনি বলেন, ‘ভারত তাদের করণীয় জানে। ভালো দিকটা হলো প্লেয়াররা সবাই ফর্মে আছে, একজন-দুইজনের ওপর নির্ভর করতে হচ্ছে না। একটা ম্যাচে ৮-৯ জন প্লেয়ার পারফর্ম করছে। বিষয়টা দারুণ।’

এসএইচ-১৩/১৭/২৩ (স্পোর্টস ডেস্ক)