তিন নবজাতকের নাম ‘স্বপ্ন-পদ্মা-সেতু’

একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন দিনাজপুরের বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের টেগরা গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী সাদিনা বেগম (৩২)।

সোমবার দুপুরে পৌর শহরের ডা. ইমার উদ্দিন কমিউনিটি হাসপাতালে নরমাল ডেলিভারিতে এই তিন কন্যাশিশুর জন্ম হয়। পদ্মা সেতুকে স্মরণীয় করে রাখতে তাদের নাম রাখা হয়েছে স্বপ্ন, পদ্মা ও সেতু।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ডা. ইমার উদ্দিন কায়েস বলেন, ‘সোমবার দুপুর ১২ টা ৪০ মিনিটে নরমাল ডেলিভারির মাধ্যমে স্বপ্ন, পদ্মা ও সেতুর জন্ম হয়। মা ও সন্তানেরা সুস্থ আছে।

তবে নবজাতক শিশুদের উন্নত চেকআপের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।’

এর আগে, গত ১৭ জুন নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া তিন শিশুর নাম রাখা হয় স্বপ্ন, পদ্মা ও সেতু। এই তিন শিশুর জন্য সোনার চেনসহ বিভিন্ন উপহার পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসএইচ-১৪/১৮/২২ (উত্তরাঞ্চল ডেস্ক)