ঢাবিতে ছাত্র ধর্মঘট মঙ্গলবার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়ম, কারচুপি, জালভোট ও ছাত্রলীগের অধিপত্যের অভিযোগ তুলে ভোট বর্জন করেছে পাঁচটি প্যানেল। এছাড়া ভোট জালিয়াতির প্রতিবাদে আগামীকাল বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচির ডাক দেয়া হয়েছে জোটগুলোর পক্ষ থেকে।

ভোট বর্জনের ঘোষণা দেয়া জোটগুলো হচ্ছে- ছাত্রদল, বাম সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্র ঐক্য, কোটা সংস্কার আন্দোলনকারীদের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ ও স্বতন্ত্র জোট।

সোমবার (১১ মার্চ) দুপুরে মধুর ক্যান্টিনে যৌথ সংবাদ সম্মেলনে চারটি জোট ও পৃথক ভাবে ছাত্রদল এই ঘোষণা দেয়।

চার জোটের বিবৃতিতে বলা হয়, প্রহসন-জালিয়াতির এই নির্বাচন বাতিল করে পুনঃতফসিল ঘোষণা করতে হবে। হলে নয়, নতুনভাবে ভোট হতে হবে একাডেমিক ভবনে। সেই নির্বাচনে ব্যালট বাক্স হতে হবে স্বচ্ছ।

ছাত্রদলের ভিপি প্রার্থী মোস্তাফিজ রহমান বলেন, আমরা শুরু থেকেই এই নির্বাচনের অসঙ্গতি তুলে ধরেছিলাম। প্রায় সকল হলে সিল মারা ব্যালট পাওয়া গেছে। ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। বিভিন্ন হলে গতরাতেই ভোট দেয়া হয়েছিল।

নির্বাচন প্রহসন ও ভোট-ডাকাতির উল্লেখ করে পুনরায় নির্বাচনের দাবিও জানান তিনি।

বিএ-০২/১১-০৩ (শিক্ষা ডেস্ক)