ইবিতে সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু মঙ্গলবার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার থেকে সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু হবে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের সহকারী রেজিস্ট্রার রাশিদুজ্জামান খান টুটুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ওমিক্রনের প্রাদুর্ভাব দুর্বল হওয়ায় আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস ও পরীক্ষাসমূহ শুরু হবে।

উল্লেখ্য, করোনা সংক্রমণ বেড়ে যাওয়া গত ২২ জানুয়ারি থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এসময় আবাসিক হলগুলো খোলা রেখে সশরীরে ক্লাস বন্ধ ও শুধুমাত্র ঘোষিত পরীক্ষাগুলো সশরীরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে, করোনা প্রাদুর্ভাবের জন্য ২০২০ সালের ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার গত বছরে ৯ অক্টোবর ইসলামী বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়। ফের করোনার নতুন ধরণ ওমিক্রন বেড়ে যাওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের পরামর্শ মোতাবেক ২২ জানুয়ারি থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

এসএইচ-১৩/১৯/২২ (শিক্ষা ডেস্ক)