৬ শ্যালিকার সঙ্গে সৃজিতের জমজমাট আড্ডা

৬ শ্যালিকার

কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেছেন বাংলাদেশের মডেল ও অভিনেত্রী মিথিলা। তাদের বিয়েটা হয়ে গেছে গত বছরের ৬ ডিসেম্বর। ঘরোয়া আয়োজনেই সাদামাটাভাবে বিয়েটা সেরে ফেলেছিলেন তারা। এ কারণে দুই পরিবারের আত্মীয় ও স্বজনদের মধ্যে জানাশোনার সুযোগ হয়নি।

সেই শূন্যতা পূরণার্থে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করছে দুই পরিবার। কলকতায় সৃজিতের রাজকুটিরে আগামীকাল শনিবার হবে সেই অনুষ্ঠান।

এরই মধ্যে বিবাহোত্তর সংবর্ধনার যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছে দুই পরিবার। আমন্ত্রণপত্র ছাপা হয়েছে। সুন্দর শিরোনামও দেয়া হয়েছে বিয়ের কার্ডে– ‘বসন্ত এসে গেছে’।

বিবাহোত্তর সংবর্ধনার নানা আয়োজন চলছে। বোন ও দুলাভাইয়ের বিয়ের সংবর্ধনার আয়োজনের আগে সৃজিতের সঙ্গে আড্ডায় মেতেছেন মিথিলার বোনরা। একজন-দুজন নয়- সৃজিতের শ্যালিকা ছয় জন। আর সেই ছয় শ্যালিকার সঙ্গে ছবি তুলে পোস্ট করেছেন দুলাভাই সৃজিত।

বিবাহোত্তর সংবর্ধনা উপলক্ষে সৃজিতের বাসায় গিয়ে হাজির হয়েছেন মিথিলার পরিবার। মিথিলার বোনরা এখন সৃজিতের বাসায়। ছয় শ্যালিকাকে নিয়ে আড্ডায় প্রাণবন্ত সময় কাটছে সৃজিতের। ছয় শালির সঙ্গে আড্ডার ছবি পোস্ট করেছেন সৃজিত নিজেই। ইনস্টাগ্রামে ওই ছবি দিয়ে নিজের একটি গানের লাইন ক্যাপশনে জুড়ে দিয়েছেন মিথিলাপতি। লিখেছেন– ‘বোলো না শ্যালিকা তারে, যেও না যেও না প্রিয়।’ ছবিটি মুহূর্তে সৃজিতের ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়েছে।

এদিকে বিবাহোত্তর সংবর্ধনা ঘিরে মিথিলাও বেশ আমুদে। রোববারও সৃজিতের একিট ছবি শেয়ার করে লেখেন– ‘সাদা কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে, তোমার আমার লাল-নীল সংসার।’

উল্লেখ্য, গত বছরের ৬ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেন সৃজিত-মিথিলা। ভারতের কলকাতায় অনুষ্ঠিত হওয়া ওই আয়োজনে দুই পরিবারের সদস্যসহ ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

বিয়ের পরই হানিমুন করতে সৃজিত-মিথিলা গিয়েছিলেন সুইজারল্যান্ডে।

জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে। মিথিলা-সৃজিতের পরিচয় হয় অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখান থেকেই বন্ধুত্ব, এর পর প্রেম।

আরএম-০৬/২৮/০২ (বিনোদন ডেস্ক)