যুক্তরাজ্যে যাওয়া হলো না, বিমানবন্দর থেকে ফিরে এলেন ঈশিকা

যুক্তরাজ্যে

করোনাভাইরাসের প্রকোপের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের ট্যুরিস্ট ভিসা বাতিল করায় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরে আসতে হয়েছে ছোটপর্দার অভিনেত্রী ঈশিকা খানকে।

বৃহস্পতিবার সকাল ১০টার ফ্লাইটে দুবাই হয়ে যুক্তরাজ্য যাওয়ার কথা ছিল তার; বিমানবন্দরে গিয়ে দুবাইয়ের ট্যুরিস্ট ভিসা বাতিলের বিষয়টা জানার পর তাকে বাসায় ফিরতে হয়েছে বলে এক ফেইসবুক স্ট্যাটাসে জানান ঈশিকা।

২০১৬ সালে ব্যবসায়ী কায়সার খানের সঙ্গে বিয়ের পর যুক্তরাজ্যের লন্ডনে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি; কয়েক মাস আগে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে ঢাকায় আসেন তিনি।

করোনা নিয়ে বিশ্বজুড়ে অচলবস্থার মধ্যে তিনি আদৌ কবে লন্ডনে ফিরতে পারবেন-তা নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন এ অভিনেত্রী।

এই পরিস্থিতিতে সবাইকে সচেতন হওয়ার অনুরোধ জানিয়ে ঈশিকা ফেইসবুকে লেখেন, “আমার দেশের সব মানুষ আমার কাছের। যে কোনো সময় আমরা এইভাবে চলতে থাকলে ইতালির থেকেও কঠিন অবস্থার মুখোমুখি হতে হবে। প্লিজ, সবাই বাসায় থাকুন। খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না। আমরা নিরাপদে থাকলে আমাদের সবার জন্য ভালো।”

করোনা নিয়ে উদ্ভুত পরিস্থিতির মধ্যে বাংলাদেশে জনসমাগমে লাগাম টানতে স্কুল-কলেজ, প্রেক্ষাগৃহ বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক দেশের ভিসাও বন্ধ করেছে বাংলাদেশ।

আরএম-০১/১৯/০৩ (বিনোদন ডেস্ক)