বিদেশে ১১২ হলে মুক্তি পাচ্ছে ‘পাপ পুণ্য’

জনপ্রিয় নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। তার সিনেমা মানেই সিনেমা হলে দর্শকের উপচে পড়া ভিড়। গুনীন-এর পর এবার আসছে তার সিনেমা ‘পাপ পুণ্য’। যদিও গুঞ্জন উঠেছিল–ঈদুল ফিতরে মুক্তি দেওয়া হবে। তবে পরবর্তী সময়ে জানা যায়, ঈদের পরই মুক্তি দেওয়া হবে সিনেমাটি।

জনপ্রিয় নির্মাতার এই সিনেমাটি শুধু দেশেই নয়, বাংলাদেশের কোনো সিনেমা হিসেবে প্রথমবারের মতো দেশের বাইরের শতাধিক হলে মুক্তি পেতে যাচ্ছে। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে হলের তালিকা। সেখান থেকে দেখা যাচ্ছে, উত্তর আমেরিকার ১১২টি হলে আগামী ২০ মে বাংলাদেশের সঙ্গে একই দিন মুক্তি পাচ্ছে সিনেমাটি। এ নিয়ে নির্মাতা সময় সংবাদকে জানান, দেশের বাইরে নিজের সিনেমা মুক্তির বিষয়ে তিনি অত্যন্ত আনন্দিত ।

জানা গেছে, আমেরিকার বিশ্ববিখ্যাত এএমসি, রিগ্যাল, সিনেমার্ক, হারকিন্স, শোকেইস চেইনে ২৫টি স্টেট-এর ১০৪টি মাল্টিপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘পাপ পুণ্য’।

‘মনপুরা’র বিশাল সাফল্যের পর গিয়াসউদ্দিন সেলিম ও চঞ্চল চৌধুরী জুটির সিনেমা নিয়ে দর্শকের বিশাল আগ্রহ রয়েছে। সেই সঙ্গে এ সিনেমায় আছেন আফসানা মিমি, সিয়াম আহমেদ, নবাগত সুমিসহ একঝাঁক তারকা।

এসএইচ-২৫/১০/২২ (বিনোদন ডেস্ক)