জমকালো আয়োজনে শেষ টেলিসিনে অ্যাওয়ার্ড

দুই বাংলার তারকাদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ১৯তম টেলিসিনে অ্যাওয়ার্ড। শনিবার (১৪ মে) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল এবারের আসর। টেলিসিনে সোসাইটির আয়োজনে এবার দুই বাংলার শতাধিক শিল্পী অংশ নেন।

আয়োজক সূত্রে জানা গেছে, এবার ২০১৯-২০-২১ সালের সম্মাননা দেয়া হয়েছে। এর আগে করোনার কারণে পরপর দুইবার এ আয়োজন করা যায়নি। তাই টানা তিনবারের আয়োজন নিয়ে অনুষ্ঠিত হয়েছে ১৯তম টেলিসিনে অ্যাওয়ার্ড।

২০১৯ সালের বাংলাদেশ অংশের সেরা সিনেমা নির্বাচিত হয়েছে ‘নোলক’। এ সিনেমার জন্য সেরা পরিচালকের সম্মাননা পেয়েছেন সাকিব সনেট। সেরা অভিনেত্রী হয়েছেন ববি। অন্যদিকে ‘নোলক’ সিনেমার গানে কণ্ঠ দিয়ে সেরা গায়িকার পুরষ্কার তুলে নিয়েছেন তাসনিম আনিকা। ২০১৯ সালের সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন শাকিব খান। মালেক আফসারি পরিচালিত ‘পাসওয়ার্ড’ সিনেমার জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি।

২০২০ সালের সেরা সিনেমা ‘গোর’। এ সিনেমায় অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন দীপান্বিতা মার্টিন। এ বছর সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন মাসুদ হাসান উজ্জ্বল। সেরা গায়িকার পুরস্কার পেয়েছেন সোমনূর মনির কোনাল। ‘বীর’ সিনেমার গানে কণ্ঠ দিয়ে সেরা নির্বাচিত হয়েছেন তিনি।

২০২১ সালের সেরা সিনেমা ‘মিশন এক্সট্রিম’। সেরা অভিনেতা আরিফিন শুভ (মিশন এক্সট্রিম), সেরা নির্মাতা মীর সাব্বির (রাত জাগা ফুল), সেরা অভিনেত্রী আজমেরী হক বাঁধন (রেহানা মারিয়ম নূর), সেরা কণ্ঠশিল্পী মমতাজ বেগম (রাত জাগা ফুল)।

এবারের আসরের আজীবন সম্মাননা পেয়েছেন সংগীতে রুনা লায়লা। অভিনয়ে আলমগীর। কলকাতার অংশের সৃজিত, প্রসেনজিৎ, শুভশ্রী, অর্পিতা পাল, জিৎ গাঙ্গুলি, অনুপম রায়, রাজ চক্রবর্তীও সম্মাননা পেয়েছেন।

এসএইচ-১৬/১৫/২২ (বিনোদন ডেস্ক)