বিনামূল্যে ৫০ হাজার বিমানের টিকিট!

আন্তর্জাতিক পর্যটকদের অভ্যন্তরীণ গন্তব্যের ৫০ হাজার টিকিট (যাওয়া-আসা) বিনামূল্যে দেবে জাপান এয়ারলাইনস। আগামী বছরের গ্রীষ্মে এই সুযোগ পাওয়া যাবে। তবে এখানে একটা কিন্তু আছে!

জাপানের যেসব স্থানে পর্যটকরা তুলনামূলক কম ভ্রমণ করেন, সেসব গন্তব্যে যেতে তাদের উদ্বুদ্ধ করতেই বিনামূল্যে টিকিট দেবে এই বিমান সংস্থা।

দেশটির রাজধানী টোকিওতে বসবে আগামী অলিম্পিক সামার গেমস। খেলা উপভোগের ফাঁকে বিদেশি দর্শকদের ভ্রমণে উৎসাহিত করতে উদ্যোগটি নেওয়া হয়েছে।

২০২০ সালের ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে পাওয়া টিকিটের মাধ্যমে যাতায়াত করা যাবে। এজন্য জাপান ব্যতিত অন্য দেশের ভ্রমণকারীকে অবশ্যই এই বিমান সংস্থার মাইলেজ ব্যাংক ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রামে নাম নিবন্ধন করতে হবে।

২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রতি বছর ৩ কোটি ১০ লাখ বিদেশি ভ্রমণকারী জাপানে বেড়াতে যায়। এর মধ্যে ১ কোটি যাত্রীর গন্তব্য থাকে টোকিও।

এসএইচ-১৩/৩১/১৯ (অনলাইন ডেস্ক)