একসঙ্গে গাঁটছড়া বাঁধলেন ৩৪ বর-কনে!

জমকালো আয়োজনে একসঙ্গে গাঁটছড়া বাধলেন ৩৪ বর-কনে। ঘোড়ায় চড়ে তাদের রাজকীয় বেশ নজর কাড়ে সবার। এমন বর্ণিল গণবিয়ের আয়োজন করে ভোলা সমিতি-ঢাকা।

বিশেষ পোশাকে আর নানা রঙে রাঙিয়ে ধুমধাম আয়োজনে বিয়ের পিঁড়িতে বসার স্বপ্ন সবারই থাকে। কিন্তু দরিদ্র্যতা অনেকের এই স্বপ্ন পূরণের অন্তরায়।

ঢাকার ভোলা সমিতি এমন ৩৪ নারী পুরুষের স্বপ্নকে বাস্তব রূপ দিয়েছেন। জেলার বিভিন্ন স্থান থেকে বিবাহ উপযোগীদের বাছাই করে রাজধানীতে এনে একটি কনভেনশন সেন্টারে ১৭ দম্পতির বিয়ে দেওয়া হয়।

বিবাহ সহায়তা প্রকল্পের আহ্বায়ক এম. ইউ. গোলাম রসুল বেলাল বলেন, আমরা ২০১৯ সাল থেকে শুরু করেছি এখন পর্যন্ত মোট ১২ জোড়া দম্পতিকে আমরা পাত্রস্থ করেছি এবং অন্তবর্তীকালীন সময়ে আমরা খোঁজ খবর নিয়েছি। তাদের যেখানে যে সমস্যা সেটা দেখেছি, তাদের বাচ্চা হয়েছে সেটার খোঁজ নিয়েছি।

বিবাহ পরবর্তী জীবনযাপনের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয় নবদম্পতিদের। এতে তারা সন্তোষ প্রকাশ করেন।

একজন কনে বলেন, আপনাদের দোয়া নিয়ে আমি আমার সংসার সাজাতে চাই। আজকে আমার অনেক ভালো লাগছে। আর এভাবে বিয়ে হওয়াই আমার আরও ভালো লাগছে।

ভোলা সমিতির এমন আয়োজন আর সহায়তা সুন্দর আগামীর স্বপ্ন দেখায় নবযুগলকে।

এসএইচ-২১/০৪/২১ (অনলাইন ডেস্ক)