‘স্ত্রী দিবস’ পালনের দাবি

আন্তর্জাতিক ‘স্ত্রী দিবস’ পালনের দাবি জানিয়েছেন ভারতের সামাজিক ন্যায়বিচার প্রতিমন্ত্রী রামদাস বান্দু আথাওলি।

মা দিবসের পাশাপাশি সবাই যাতে স্ত্রী দিবসও পালন করেন সেই আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার মহারাষ্ট্রের স্যাংলিতে একটি অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় তিনি এমন কথা বলেন। দিল্লিভিত্তিক টেলিভিশন চ্যানেল এনডিটিভি এমন খবর দিয়েছে।

তিনি বলেন, মা সন্তান জন্ম দিয়ে লালন করেন। আবার স্বামীদের খারাপ ও ভালো সময়ে তার পাশে থাকেন স্ত্রীরা। স্বামীদের প্রতিটি ক্ষেত্রে স্ত্রীদের অবদান অবশ্যম্ভাবী।

তিনি বলেন, পুরুষের প্রতিটি সফলতার পেছনে নারীদের অবদান আছে। কাজেই আমাদের উচিত স্ত্রী দিবস পালন করা।

মে মাসের দ্বিতীয় রোববারে আন্তর্জাতিক মা দিবস পালন করা হয়।

এসএইচ-১৪/১৬/২২ (অনলাইন ডেস্ক)