ঘরোয়া উপায়ে ব্রণ দূর করবেন যেভাবে

ঘরোয়া উপায়ে ব্রণ

ব্রণ ও ব্রণের দাগ থেকে মুক্তি পেতে কাজে লাগাতে পারেন হাতে কাছে থাকা কিছু ভেষজ। পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাস ও ঘুমও জরুরি। প্রতিদিন প্রচুর পরিমাণে ফল ও শাকসবজি খান।

নিম ও গোলাপজল

পরিমাণ মতো নিম পাতা নিয়ে ২-৩ মিনিট পানিতে ফুটিয়ে নিন। পাতা ও পানি আলাদা করুন। সেদ্ধ পাতা বেটে গোলাপজল মিশিয়ে ব্রণ আক্রান্ত ত্বকে লাগান। আধা ঘণ্টা পর নিমের পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩/৪ দিন ব্যবহার করুন। কমে যাবে ব্রণ।

অ্যালোভেরা

টাটকা অ্যালোভেরা জেল সরাসরি লাগান ব্রণের উপর। এটি চুলকানি ও লালচে ভাব কমানোর পাশাপাশি ধীরে ধীরে দূর করবে ব্রণ।

পুদিনা পাতা

রাতে ঘুমানোর আগে পুদিনা পাতার রসে তুলা ভিজিয়ে ব্রণ আক্রান্ত ত্বকে লাগান। পরদিন সকালে ধুয়ে ফেলুন ত্বক।

টমেটো

টমেটো স্লাইস করে কেটে সরাসরি লাগান ত্বকে। ৫ মিনিট ঘষে অপেক্ষা করুন আধা ঘণ্টা। ঠাণ্ডা পানির ঝাপটায় ধুয়ে নিন ত্বক।

রসুন

রসুন থেঁতো করে সামান্য পানি মিশিয়ে রস সংগ্রহ করুন। তুলা ভিজিয়ে ত্বকে লাগান। রাতে লাগিয়ে পরদিন সকালে ধুয়ে ফেলুন।

আরএম-১৮/২৬/১২ (স্বাস্থ্য ডেস্ক)