আঁটোসাঁটো অন্তর্বাসে শুক্রাণুর পরিমাণ হ্রাস ! সঙ্গীর ইচ্ছাপূরণে সমস্যা

আঁটোসাঁটো অন্তর্বাসে

আঁটোসাঁটো অন্তর্বাস পরলে কমে যায় শুক্রাণুর সংখ্যা, দাবি সমীক্ষায় ৷

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষায় উঠে এসেছে যে পুরুষেরা আঁটোসাঁটো অন্তর্বাস পরলে শুক্রাণুর সংখ্যা কমে যায় ৷

বিখ্যাত লেখক লিডিয়া মিঙ্গুয়েজ অ্যালার্কন এই বিষয়ে বিশেষ গবেষণা করেছেন ৷

প্রায় ৬৫৬ পুরুষের মধ্যে সমীক্ষা করে জানা গিয়েছে, টাইট অন্তর্বাস পরে এই সমস্যার সম্মুখীন হয়েছেন ৷

ফলে যখন স্ত্রী বা সঙ্গী অন্তঃসত্তা হওয়ার ইচ্ছাপ্রকাশ করে থাকেন ঠিক তখনই সঙ্গীর ইচ্ছাপূরণে অক্ষম হয়ে থাকেন ৷

এরফলেই সন্তান ধারণের জন্যই চিকিৎসকের কাছে উপযুক্ত চিকিৎসার জন্য যেতে হয়ে থাকে ৷

প্রায় ৩২ বা ৩৯ বয়সী পুরুষদের মধ্যে সমীক্ষা করে জানা গিয়েছে ৷ আঁটোসাঁটো অন্তর্বাস তিনমাস পরে থাকার পরে তাঁদের মধ্যে এই প্রবণতা দেখতে পাওয়া যায় ৷

অতিরিক্ত আঁটোসাঁটো অন্তর্বাস পরলে শরীরে শুক্রাণু উৎপাদন কমে যায় ৷ ফলে বিবাহিত জীবনে নানা রকমের সমস্যা হয়ে থাকে ৷

আরএম-০৩/০৪/০১ (স্বাস্থ্য ডেস্ক, তথ্যসূত্র: নিউজ১৮)