কী করে বুঝবেন এন্ডোমেট্রিয়াল ক্যানসারের ঝুঁকিতে আছেন?

এন্ডোমেট্রিয়াল

এন্ডোমেট্রিয়াল ক্যানসার নামটি হয়তো কখনো শোনেননি আপনি। জরায়ুর বিভিন্ন ধরনের ক্যানসারের মাঝে একটি হলো এন্ডোমেট্রিয়াল ক্যানসার। জরায়ুর বাইরের স্তর এন্ডোমেট্রিয়ামে হয় এই ক্যানসার। সারা পৃথিবীতে প্রচুর মৃত্যুর ঘটনা ঘটে জরায়ুর বিভিন্ন ক্যানসারে। অথচ প্রাথমিক পর্যায়ে ধরতে পারলে অস্ত্রোপচারের মাধ্যমে তা সারিয়ে তোলা সম্ভব। জেনে নিন কিছু বিষয়, যা এন্ডোমেট্রিয়াল ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।

১) ওজন

সাধারণত মেনোপজ-পরবর্তী সময়ে নারীদের এন্ডোমেট্রিয়াল ক্যানসার হতে দেখা যায়। ৬০ বছর বয়সের দিকে দেখা দিতে পারে এই সমস্যাটি। কিন্তু ওজন বেশি থাকলে আরও আগেই তা দেখা দিতে পারে। ফ্যাট সেল থেকে উৎপন্ন হয় ইস্ট্রোজেন হরমোনটি, আর এই অতিরিক্ত ইস্ট্রোজেন বাড়ায় এন্ডোমেট্রিয়াল ক্যানসারের ঝুঁকি।

২) ডায়াবেটিস

অতিরিক্ত ওজনের পাশাপাশিই থাকে ডায়াবেটিস। কিন্তু ওজন নিয়ন্ত্রণে থাকলেও শুধু ডায়াবেটিসের কারণে এন্ডোমেট্রিয়াল ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে। এমনকি ডায়াবেটিস আছে এমন নারীদের জন্য এন্ডোমেট্রিয়াল ক্যানসারের ঝুঁকি চার গুণ বেশি হতে পারে। খুব কম পরিমাণে শর্করা খাওয়া হলে এ ঝুঁকি কম হতে পারে। ওজন নিয়ন্ত্রণে রাখা ও নিয়মিত ব্যায়াম এই ঝুঁকি কমায়।

৩) বংশগতি

আপনার পরিবারে যদি কারো জরায়ু বা কোলন ক্যানসারের ইতিহাস থাকে, তাহলে আপনার এন্ডোমেট্রিয়াল ক্যানসারের ঝুঁকি বেশি হতে পারে। ডাক্তারের সঙ্গে এ বিষয়ে কথা বলুন।

৪) সন্তান ধারণে অক্ষমতা

যেসব নারী নিঃসন্তান, তাদের এই ক্যানসারের ঝুঁকি বেশি। কারণ সন্তান ধারণ করলে শরীরে ইস্ট্রোজেন হরমোনের অভাব হয় ও এর ঝুঁকি কমে যায়। অন্যদিকে বার্থ কনট্রোল পিল ব্যবহার করলেও আবার এন্ডোমেট্রিয়াল ক্যানসারের ঝুঁকি কমে যায়।

৫) মেনোপজের ওষুধ

মেনোপজের কিছু সমস্যা কমাতে ওষুধ হিসেবে হরমোন দেওয়া হতে পারে। এগুলো বাড়াতে পারে এন্ডোমেট্রিয়াল ক্যানসারের ঝুঁকি। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিতে তাই ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন উভয় ধরনের হরমোন আছে এমন ওষুধ ব্যবহার করা উচিত।

৬) মেনোপজের পর রক্তপাত

মেনোপজের পর সাধারণ পিরিয়ডের মতো রক্তপাত হওয়াটা অস্বাভাবিক। আর বেশ কিছু রোগের কারণে এই রক্তপাত হতে পারে। কিন্তু তা এন্ডোমেট্রিয়াল ক্যানসার হওয়ার ঝুঁকি বেশি। রক্ত ছাড়াও অন্য রঙের তরল নিঃসরণ হতে পারে এই ক্যানসারের লক্ষণ।

৭) পেট ফাঁপা ও তলপেটে ব্যথা

রক্তপাত ছাড়াও আরও সূক্ষ্ম কিছু লক্ষণ দেখা দিতে পারে; যেমন—পেট ফাঁপা, পেট বা তলপেটে ব্যথা, মলত্যাগ বা মূত্রত্যাগের অভ্যাস পরিবর্তন ইত্যাদি। এগুলো খুব সাধারণ সমস্যা মনে হলেও সতর্ক থাকা দরকার।

আরএম-০৮/০৩/০৩ (স্বাস্থ্য ডেস্ক, তথ্যসূত্র: রিডার্স ডাইজেস্ট)