নিয়মিত এইভাবে ব্যবহার করুন তুলসীপাতা! বলিরেখা থেকে ব্রণ সব গায়েব হবে নিমেষে

নিয়মিত এইভাবে

মুখের কালো দাগ দূর করতে তুলসী পাতা মিহি করে গুঁড়ো পাউডারের মতো ব্যবহার করতে পারেন। কয়েক দিন ব্যবহার করলে মুখের কালো ছোপ ছোপ দাগ কমে যাবে।

হাত ও পায়ের কালো দাগ দূর করতে তুলসী পাতার রস, দুধ, ময়দা, কাঁচা হলুদবাটা ও জাফরান মিশিয়ে মিশ্রণটি হাত ও পায়ে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে হালকাভাবে সার্কুলার মুভমেন্টে ঘষে ধুয়ে ফেলুন। দাগ কমে যাবে।

ত্বকের রুক্ষতা দূর করতে ত্বককে সুরক্ষিত রাখতে তিলের তেলে তুলসী পাতা ভালো করে ফোটান, যতক্ষণ না তেলটা কালো হয়ে যাচ্ছে। ঠাণ্ডা হলে বোতলে ভরে রেখে দিন। শীতকালে ব্যবহার করুন।

বলি রেখা দূর করতে বয়স বাড়লে অনেক সময় চামড়া কুঁচকে যায়। এই সময় তুলসী পাতার রস-ডাবের জল সমপরিমাণে মিশিয়ে মুখে ও গায়ে নিয়মিত মাখুন, চামড়া টানটান থাকবে।

খুব বেশি ব্রণ হয়? চিন্তার কিছু নেই। ফুটন্ত জলে প্রতিদিন ৪-৫টি তুলসী পাতা ফেলে সেই ভাপটা মুখে নিন ১০ মিনিট। এরপর ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিন। ব্রণ কমবে।

আরএম-১৮/০৪/০৭ (স্বাস্থ্য ডেস্ক, তথ্যসূত্র: নিউজ১৮)