প্রজনন ক্ষমতা ধরে রাখতে মেনে চলুন ৫ পরামর্শ

প্রজনন ক্ষমতা

বর্তমানে ব্যস্ত জীবনযাত্রায় অনিয়মিত ডায়েট এবং স্ট্রেসের কারণে বন্ধ্যাত্ব একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পুরুষের মধ্যে বন্ধ্যাত্বের সমস্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যান বলছে, ৩০ থেকে ৫০ শতাংশ বন্ধ্যাত্বের জন্য দায়ী পুরুষরাই। তবে পুরুষের সুস্থ-সবল প্রজনন ক্ষমতা ধরে রাখতে পাঁচটি জরুরি পরামর্শ মেনে চলা উচিত। চলুন জেনে নিই সেই পাঁচ পরামর্শ-

সুস্থ সন্তানের জন্ম দিতে হলে স্বাভাবিক ওজন এবং রোগবিহীন শরীর থাকাটা আবশ্যিক। অতিরিক্ত বেশি বা অস্বাভাবিক কম ওজন সন্তান ধারণের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। তাই উচ্চতা ও বয়স অনুযায়ী ওজন ঠিক রাখতে ডায়েট মেনে পুষ্টিকর খাবার খান।

অতিরিক্ত তেলেভাজা বা মশলাদার খাবার যতটা সম্ভব কম খাওয়াই ভালো। কৃত্রিম রং ও গন্ধযুক্ত খাবার এড়িয়ে চলা উচিত।

মৌসুমি ফল বা সবজিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট। পেয়ারা, আম, আপেল, আঙুর, তরমুজ ইত্যাদি ফল আর বাঁধাকপি, ঢ্যাঁড়স, কুমড়ো ইত্যাদি সবজিতে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে প্রচুর পরিমাণে। তাই নিয়মিত এসব ফল আর সবজি খাওয়া জরুরি।

পুরুষের বন্ধ্যাত্ব প্রতিরোধে আমন্ড বাদাম অত্যন্ত কার্যকরী। জলখাবারে পাতে অন্তত গোটা চার-পাঁচেক আমন্ড খাওয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি।

ভিটামিন-ই নারী ও পুরুষ উভয়েরই বন্ধ্যাত্ব প্রতিরোধে সাহায্য করে। দই, ইস্ট ইত্যাদি খাবারে রয়েছে এই ভিটামিন।চাইলে চিকিৎসকের পরামর্শে ভিটামিন-ই ওষুধও খেতে পারেন।

আরএম-১৫/২৬/১২ (স্বাস্থ্য ডেস্ক)