মরণব্যাধী করোনাভাইরাস এড়াতে গোটা বিশ্বে বেড়েছে মাস্কের ব্যবহার। করোনা থেকে বাচঁতে মানুষ মাস্কের শরণাপন্ন হচ্ছেন। তবে জনস্বাস্থ্যকর্মীরা বলছে ভিন্ন কথা। করোনা এড়াতে একজন সুস্থ মানুষের মাস্ক পড়ার কোন দরকার নেই বলে মনে করছেন তারা।
কেউ অসুস্থ হলে, জ্বর সর্দিতে আক্রান্ত হলে সেক্ষেত্রে মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে সুস্থ মানুষের বাইরে বের হওয়ার আগে মাস্ক পরার কোন দরকার নেই বলে বলছেন চিকিৎসকদের বিশেষজ্ঞ দল।
চিকিৎসকরা বলছেন বেশিরভাগ মানুষেই মাস্ক পরা এবং খোলার সঠিক নিয়ম জানে না। আবার মাস্ক পরলে মুখে হাত ব্যবহার করে বেশি। এ থেকেই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যায়।
সেক্ষেত্রে মাস্ক পরার চেয়ে হাত ধোয়ার বিষয়ে গুরুত্ব দিয়েছেন চিকিৎসকরা। মাস্ক পরার পরিবর্তে আশঙ্কাজনক স্থান এড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। সমস্যা মনে হলে স্কুল, অফিস বাদ দিয়ে বাসায় বসে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এ থেকে কমবে করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা।
আরএম-০৪/০৭/০৩ (স্বাস্থ্য ডেস্ক)