করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মুখে মাস্ক ব্যবহার এবং হাত ধুতে স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন অনেক বিশেষজ্ঞ। সংবাদমাধ্যমেও এই সংক্রান্ত পরামর্শে এসব বিষয় উল্লেখ করা হচ্ছে।
এতে মাস্ক এবং স্যানিটাইজার লিকুইড কিনতে ফার্মেসি ও দোকানগুলোতে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ।
এ ক্ষেত্রে মার্কিন গবেষকদের পরামর্শ, আক্রান্ত না হলে মাস্ক ব্যবহারের কোনো প্রয়োজন নেই। অতএব সুস্থ মানুষের মাস্ক সংগ্রহ নিয়েও দুশ্চিন্তার কোনো কারণ নেই।
একইভাবে স্যানিটাইজার ব্যবহার নিয়েও পরামর্শ দিয়েছেন সিডনির নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির রসায়ন বিভাগের অধ্যাপক প্যালি থোরডার্সন।
মার্কিন অর্থনীতি ও বাজার বিশ্লেষণ বিষয়ক সংবাদমাধ্যম মার্কেটওয়াচে এক লেখায় তিনি জানান, করোনাভাইরাস থেকে বাঁচতে স্যানিটাইজার কিংবা দামি লিকুইড সোপ ব্যবহার করাও জরুরি নয়। সাধারণ সাবান দিয়ে হাত ধুলেই ভাইরাস মোকাবিলা করা যাবে।
বৈজ্ঞানিকভাবে তিনি দেখান যে, সাধারণ সাবানেই চর্বি দ্রবীভূত হয়ে যায়। ফলে এতে করোনার জীবাণুও সহজে পরিষ্কার হয়ে যাবে সাধারণ সাবানে।
যেখানে পানি এবং সাবান একত্রে পেতে অসুবিধার হওয়ার কথা না, সেখানে স্যানিটাইজার ব্যবহার না করে স্বাভাবিকভাবে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলাই যথেষ্ট।
তার মতে, অ্যালকোহলযুক্ত যে কোনো স্যানিটাইজার, লিকুইড সোপ, জেল, ক্রিম এবং সাবানের একই ধরনের কার্যকরী ক্ষমতা। তবে সাধারণ সাবান ব্যবহার করাই অধিক শ্রেয়।
অ্যালকোহল এবং সাবান ছাড়া ওইসব পণ্যে যেসব অ্যান্টিব্যাকটোরিয়াল উপাদান ব্যবহার করা হয় সেগুলো ভাইরাসকে তেমন প্রভাবিত করে না।
আরএম-০৪/১০/০৩ (স্বাস্থ্য ডেস্ক)