দুই দিনেই ফুসফুস পরিষ্কার করার দারুণ উপায়

ফুসফুস মানব দেহের খুবি গুরুত্বপূর্ণ একটি অংশ। যা ক্ষতিগ্রস্ত হলে মৃত্যুও ঘটে থাকে। নিজেদের অসতর্ক জীবনযাপনের কারণেই ফুসফুসে নানা অসুখ হয়। ধূমপান যারা করেন তাদের ক্ষেত্রে ফুসফুসের সমস্যা হওয়ার ঝুঁকি সব থেকে বেশি।

তাছাড়া ধূমপান ছাড়াও ফুসফুসের অসুখ হয়ে থাকে। যেমন- শ্বাস-প্রশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করা বিষাক্ত ধোঁয়া, ধূলিকণায় ফুসফুসে ক্যান্সার আশংকা বাড়িয়ে দেয়।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আপনি চাইলে মাত্র দুই দিনেই ফুসফুস থেকে দূষিত পদার্থকে ঝেরে পরিষ্কার করে ফেলতে পারেন। এর জন্য অনেক উপায় রয়েছে। তারা বলেন, ফুসফুসকে সতেজ রাখার তেমনই ১০টি উপায় রয়েছে। এর মধ্য থেকে সুবিধা মতো যে কোনো দুটি পদ্ধতি বেছে নিন। এতেই ভালো থাকবে ফুসফুস। উপায়গুলো হলো-

> দুই-তিন দিনের জন্য দুগ্ধজাতীয় সব খাবার বাদ দিন। এমনকি কফিও ছোঁবেন না।

> রাতে শোয়ার আগে গরম গরম এক কাপ ‘গ্রিন টি’ খান।

> সকালে ঘুম থেকে উঠে উষ্ণ জলে লেবু মিশিয়ে পান করুন। লেবুর মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ফুসফুস পরিষ্কার করে।

> সকালে প্রাতঃরাশে যদি সম্ভব হয় আনারসের জুস খান।

> এখন বারো মাসই গাজর পাওয়া যায়। প্রাতঃরাশে নিয়মিত গাজরের জুসও খেতে পারেন। এর ফলে রক্ত অ্যালকালাইজড হবে।

> দুপুরে মধ্যাহ্ন ভোজনের পর কলা খান। কলা পটাশিয়াম পরিষ্কারের প্রক্রিয়াকে সাহায্য করে।

> রাতে ক্র্যানবেরির জুস পান করুন। যা ফুসফুসে আশ্রয় নেয়া ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে।

> ব্যায়াম করলে, ঘন ঘন শ্বাস-প্রশ্বাসের সঙ্গে ফুসফুসের সঞ্চালন দ্রুত হয়।যা ফুসফুসকে স্বাভাবিক হতে সাহায্য করে।

> বিষাক্ত পদার্থ দূর করতে সকালে স্টিম বাথ নিন। ঘামের সঙ্গে শরীরের বিষাক্ত পদার্থ বেরিয়ে যাবে।

> মুখ ঢেকে গরম পানির ভাপ নিন। পারলে পানিতে দুই ফোটা ইউক্যালিপটাসের তেল ফেলে দিন। এই পদ্ধতিতেও শরীর থেকে বিষাক্ত পদার্থ বেরিয়ে যায়।