বুকের দুধ থেকে করোনাভাইরাস ছড়ায় না : হু

যেসব মায়েরা তাদের সন্তানকে বুকের দুধ পান করান তারা এতোদিন দুশ্চিন্তায় ছিলেন। করোনা আক্রান্ত হলে তাদের সন্তানকে কি বুকের দুধ পান করাতে পারবেন? বুকের দুধ পান করে সন্তান করোনা আক্রান্ত হবে না তো?

শুক্রবার এসব প্রশ্নের সমাধান দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক এই সংস্থাটি জানিয়েছে বুকের দুধের মাধ্যমে করোনাভাইরাস ছড়ানোর কোনো প্রমাণ তারা এখনো পায়নি। অর্থাৎ করোনা আক্রান্ত মায়ের দুধ পান করলেও কোলের শিশুর করোনার ঝুঁকি নেই। খবর আল জাজিরা ও রয়টার্সের।

এ বিষয়ে ‍হু’র জন্মবৃদ্ধি স্বাস্থ্য ও গবেষণা বিভাগের জ্যেষ্ঠ উপদেষ্টা আনশু ব্যানার্জী শুক্রবার সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এখন পর্যন্ত আমরা বুকের দুধের মাধ্যমে করোনা ছড়ানোর কোনো বাস্তব প্রমাণ পাইনি। সুতরাং বুকের দুধ পান করার মাধ্যমে মায়ের কাছ থেকে শিশুর করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি আপাতত নেই।’

একই সংবাদ সম্মেলনে হু’র ডিরেক্টর জেনারেল টেড্রোস আধানম ঘেব্রেইয়াসু বলেছেন, ‘আমরা জানি শিশুরা করোনাভাইরাসের কম ঝুঁকিতে রয়েছে। কিন্তু অন্যান্য অনেক রোগের বেশি ঝুঁকিতে তারা রয়েছে। যেটা বুকের দুধ পান করানোর মাধ্যমে রোখা যায়। আমরা প্রাপ্ত বিভিন্ন বিষয় নিয়ে তদন্ত ও গবেষণা করে দেখেছি বুকের দুধ পান করানোর মাধ্যমে মায়ের কাছ থেকে শিশুর শরীরে করোনা ছড়ায় না। সুতরাং বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ভয়ে শিশুদের বুকের দুধ পান করাতে পরামর্শ দিচ্ছে।’

অবশ্য গবেষণায় মায়ের দুধে করোনাভাইরাসের অসম্পূর্ণ অংশ/খণ্ডিতাংশ পাওয়া গেছে। যেটা করোনা ছড়াতে কোনোভাবেই সক্ষম নয়।