নারীদের গাড়ি ভাড়া না দিলে শাস্তি

নারীদের গাড়ি ভাড়া না দিলে মালিকদের শাস্তির বিধান রেখে আইন করেছে সৌদি আরব সরকার। এরই মধ্যে দেশটির ‘পাবলিক ট্রান্সপোর্ট অথরিটি’ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিদিন আমাদের কাছে অসংখ্য অভিযোগ আসছে, গাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে নারীদেরকে উপেক্ষা করা হয় এবং নারীদের বিশাল অংশ এ ব্যাপারে একটা বিহিত করার আবেদনও জানিয়েছে।

এজন্য শৃঙ্খলার স্বার্থে আইন প্রণয়ন করা হয়েছে, নারীদের গাড়ি ভাড়া না দিলে মালিকপক্ষকে শাস্তির সম্মুখীন করা হবে।

এ প্রসঙ্গে পাবলিক ট্রান্সপোর্ট অথরিটির মুখপাত্র আব্দুল্লাহ সায়িল আল-মুতাইরি জানান, ড্রাইভিং লাইসেন্স ও নিরাপত্তা বিষয়ক প্রয়োজনীয় কাগজপত্র থাকার পরও মালিকপক্ষ নারীদের গাড়ি ভাড়া না দেওয়ার কোনো কারণ আমার বোধগম্য নয়।

এ ক্ষেত্রে কোনো অজুহাত ছাড়াই যদি নারীকে গাড়ি ভাড়া না দেওয়া হয় তাহলে মালিকপক্ষকে ১ হাজার রিয়াল জরিমানা করা হবে।

এসএইচ-২৭/০৪/১৯ (আন্তর্জাতিক ডেস্ক, তথ্য সূত্র : আল-হায়াত)