নাৎসি বাঙ্কার থেকে নিখোঁজ মার্কিন বিজ্ঞানীর মরদেহ উদ্ধার

একসপ্তাহ হয়ে গিয়েছিল তার কোনো খোঁজ ছিল না। গ্রিসের ক্রিট দ্বীপে কনফারেন্সে গিয়ে, সেই যে নিখোঁজ হয়েছিলেন, তারপর আর সন্ধান মেলেনি সুজান ইটনের।

আক্ষরিক অর্থেই দেশের বাইরে গিয়ে ‘নিরুদ্দেশ’ হয়ে গিয়েছিলেন মার্কিন বিজ্ঞানী।

অবশেষে গ্রিসের ওই দ্বীপেই যখন নিখোঁজ বিজ্ঞানীর দেখা মিলল, শরীরে প্রাণ ছিল না। একটি পুররানো বাংকারে পড়েছিল সুজানের নিষ্প্রাণ দেহ। গ্রিক পুলিশের দাবি, খুন করা হয়েছে মার্কিন বিজ্ঞানীকে।

পোস্টমর্টেম রিপোর্টে উল্লেখ করা হয়, শ্বাসরোধে মৃত্যু হয়েছে বিজ্ঞানীর। কিন্তু কে বা কেন মার্কিন বিজ্ঞানীকে এভাবে খুন করবেন, পুলিশ সেই উত্তর হাতড়ে বেড়াচ্ছে।

জানা গেছে, গ্রিসের যে বাংকার থেকে সুজানের দেহটি উদ্ধার হয়েছে, সেটি ছিল নাত্‍‌সিদের দখলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার বাহিনী গ্রিসের ক্রিট দ্বীপের এই বাংকারটি ব্যবহার করেছিল।

এসএইচ-২৭/১৫/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)