আল কায়েদা নেতাদের তথ্য দিতে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদার সঙ্গে যুক্ত সিরিয়ার চরমপন্থী গোষ্ঠী হুরাস আল দ্বীনের জ্যেষ্ঠ তিন নেতার তথ্য সংগ্রহের জন্য পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ওই তিন নেতার তথ্য দিতে পাঁচ মিলিয়ন মার্কিন ডলারের (প্রায় ৪২ কোটি টাকা) পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এ পুরস্কার ঘোষণা করা হয়।

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানায়, যে কেউ হুরাস আল-দ্বিনের তিন নেতা-আবু আব্দ আল-করিম আল-মাসরি, ফারুক আল-সুরি ও সামি আল-উরায়দিকে শনাক্তে তথ্য দিতে পারলে, তাকে নগদ পাঁচ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে।

এ তিন নেতাই বেশ কয়েক বছর ধরে আল কায়েদার হয়ে কাজ করছেন বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। তারা প্রত্যেকেই সংগঠনটির প্রধান নেতা আয়মান আল-জাওয়াহিরির অনুগত।

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট আরও জানায়, আল-মাসরি একজন মিশরীয় নাগরিক। তিনি হুরাস আল-দ্বিনের শুরা কাউন্সিলের সাবেক সদস্য।

অন্যদিকে, আল-সুরি ওরফে সামির হিজাজি ওরফে আবু হাম্মাম আল-শামি ১৯৯০’র দশকে আফগানিস্তানে যুদ্ধ করেন।পরবর্তীতে তিনি ইরাকে আল কায়েদা যোদ্ধাদের প্রশিক্ষণও দেন। এছাড়া জর্দানের নাগরিক আল-উরায়দি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে হামলা চালানোর ষড়যন্ত্রে যুক্ত ছিলেন।

এসএইচ-১১/১৩/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)