কাশ্মীরে সব নিষেধাজ্ঞা পর্যালোচনার নির্দেশ সুপ্রিম কোর্টের

গত ৫ আগস্ট ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে জম্মু-কাশ্মীরের ওপর থেকে বিশেষ মর্যাদা তুলে নেয় কেন্দ্রীয় সরকার।

তারপর থেকেই গত কয়েক মাস ধরে সেখানে ইন্টারনেট সেবা বন্ধ করে রাখা হয়েছে। এদিকে, কাশ্মীরে অনির্দিষ্টকালের জন্য ইন্টারনেট সেবা এবং সব ধরনের নিষেধাজ্ঞা পর্যালোচনার নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।

ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা জারি করে জম্মু-কাশ্মীরের মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।

শুক্রবার ভারতের সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে যে, এক সপ্তাহের মধ্যে জম্মু-কাশ্মীরের ওপর জারি করা যাবতীয় নিষেধাজ্ঞা প্রশাসনকে পর্যালোচনা করতে হবে।

জম্মু-কাশ্মীর থেকে লাদাখকে আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয় এবং জম্মু-কাশ্মীরকেও একটি ভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। তখন থেকেই নিরাপত্তার কারণ দেখিয়ে একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয় উপত্যকায়।

একই সঙ্গে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়। এছাড়া জম্মু-কাশ্মীরের তিন সাবেক মুখ্যমন্ত্রীকে এখনও আটক করে রাখা হয়েছে।

এসএইচ-১৭/১০/২০ (আন্তর্জাতিক ডেস্ক)