তাবলিগের ৯ হাজার মানুষ করোনা ঝুঁকিতে

মার্কায মসজিদে জমায়েত হওয়া সাত ৭৬০০ ভারতীয় এবং ১৩০০ বিদেশিকে শনাক্ত করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ওই জমায়েত করোনা ছড়ানোর সবচেয়ে বড় উৎস বলে মন্ত্রণালয়টি বুধবার জানিয়েছে।

দিল্লির পশ্চিম নিজামুদ্দিন এলাকার সরু গলিতে মার্কায মসজিদে জমায়েতের পর থেকে ২৩টি রাজ্য ও চারটি কেন্দ্রশাসিত এলাকায় সংগঠনটির ১৩০৬ বিদেশি সদস্য শনাক্ত করা হয়েছে।

১০৫১ বিদেশি কোয়ারেনটাইনে আছেন। ২১ জনের শরীরে করোনাভাইরাস মিলেছে। দুইজন মারা গেছেন।

জমায়েত হওয়া প্রায় ৪০০ জনের দেহে করোনা মিলেছে। এদের মধ্যে তামিল নাডুর ১৯০, অন্ধ্র প্রদেশের ৭১, দিল্লির ৫৩, তেলেঙ্গানার ২৮, আসামের ১৩, মহারাষ্ট্রের ১২, আন্দামানের ১০, জম্মু ও কাশ্মীরের ৬, পুদুচেরির ২ ও গুজরাটের ২ জন আছেন।

ওই জমায়েতে ভারতের পাশাপাশি বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তানসহ কয়েকটি দেশের কয়েক হাজার লোক যোগ দিয়েছিলো। কয়েকটি দিন তারা নামাজ-কালাম ও ধর্মীয় বক্তৃতা শুনে কাটিয়েছিলো। টাইমস অব ইন্ডিয়া

তাবিলগ জামাতের কেন্দ্র ও মসজিদ থেকে ৩৬ ঘণ্টায় ২৩৩৫ জনকে বের করে আনা হয়েছে বলে জানান দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। অনেককে হাসপাতালে পাঠানো হয়েছে। জমায়েত হওয়া ১০ জন করোনায় মারা গেছে।

এসএইচ-১১/০২/২০ (আন্তর্জাতিক ডেস্ক)