শ্রোতার অভাবে ভয়েস অব আমেরিকার বাংলা বেতার বন্ধ ঘোষণা

বন্ধ হয়ে যাচ্ছে ভয়েস অব আমেরিকার (ভিওএ) বাংলা বিভাগের বেতার সম্প্রচার কার্যক্রম। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এই আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম জানিয়েছে, ১৭ জুলাইয়ের পর আর বেতারে ভিওএ’র বাংলা সম্প্রচার আর শোনা যাবে না।

কারণ হিসেবে বেতারে শ্রোতা সংখ্যা কমে যাওয়া, টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীর সংখ্যা বাড়ার কারণেই বাংলা এফএম ও শর্টওয়েভে বেতার সম্প্রচার বন্ধের সিদ্ধান্তের কথা জানিয়েছে ভয়েস অব আমেরিকা।

তবে সংস্থাটি টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলা দর্শক-শ্রোতাদের জন্য নতুন অনুষ্ঠান প্রচার অব্যাহত রাখবে।

সম্প্রচারের শেষ দিনগুলোতে ভিওএ’র পুরনো জনপ্রিয় অনুষ্ঠানমালা প্রচার করবে এবং এর মধ্যদিয়ে ১৯৫৮ থেকে বর্তমান পর্যন্ত এই বেতার সম্প্রচার কীভাবে বিবর্তিত হয়েছে তা তুলে ধরা হবে।

বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরা রাজ্যের বাংলাভাষিরাও এত বছর ধরে শুনে আসছিলেন ভিওএ’র সংবাদসহ নানা অনুষ্ঠান।

১৯৪২ সালে ভয়েস অব আমেরিকা প্রতিষ্ঠিত হয়। এর ওয়েবসাইট অনুযায়ী, বিশ্বের ৪৬টিরও ভাষায় চ্যানেলটি সম্প্রচার করে আসছে।

এসএইচ-১৪/১৪/২১ (আন্তর্জাতিক ডেস্ক)