মেক্সিকোয় বারে বন্দুক হামলা, নিহত ১২

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো রাজ্যের ইরাপোয়াতো শহরের একটি বারে বন্দুক হামলায় ১২ জন নিহত হয়েছে। স্থানীয় পৌর সরকার এ তথ্য জানিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে ৬ নারী ও ৬ পুরুষের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।

শনিবার ইরাপুয়াতোর দক্ষিণ অংশে হওয়া এ হামলায় আরও ৩ জন আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বন্দুকধারীদের ধরতে নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে বলেও স্থানীয় কর্তৃপক্ষের বিবৃতিতে জানানো হয়েছে। এ নিয়ে গুয়ানাওয়াতো রাজ্যে এক মাসেরও কম সময়ের মধ্যে দুটি বড় ধরনের বন্দুক হামলার ঘটনা ঘটল।

সাম্প্রতিক বছরগুলোতে রাজ্যটির নিয়ন্ত্রণ নিতে প্রতিদ্বন্দ্বী মাদক কারবারিদের মধ্যে রক্তক্ষয়ী লড়াই দেখা যাচ্ছে। কে বা কারা হামলা চালিয়েছে অথবা হামলার উদ্দেশ্য কী সে সম্পর্কে কিছু বলা হয়নি।

এর আগে গত ২১ সেপ্টেম্বর এ রাজ্যের তারিমোরো শহরে একটি বারে বন্দুকধারীরা ১০ জনকে গুলি করে হত্যা করে।

মেক্সিকোয় রেকর্ড মাত্রার গ্যাং সহিংসতা কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে ২০১৮ সালে ক্ষমতায় বসেছিলেন দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ।

এসএইচ-১৪/১৮/২২ (আন্তর্জাতিক ডেস্ক)